নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি কলেজের শিক্ষকদের সম্পদ বিবরণী সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) জমা প্রদানের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (০৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠিটি মাউশির মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি কলেজের শিক্ষকদের সম্পদ বিবরণী সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) জমা প্রদান এবং প্রাপ্ত সম্পদ বিবরণী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.