এইমাত্র পাওয়া

শিক্ষার্থী ভর্তির ব্যানারে শেখ হাসিনার স্লোগান, ক্ষুব্ধ স্থানীয়রা

বরিশালঃ নতুন বছরে শিক্ষার্থী ভর্তির ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও বানী লেখার অভিযোগ উঠেছে।

বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তারের বিরুদ্ধে। এ নিয়ে অভিভাবক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ফটকে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণিতে ভর্তির জন্য একটি বিজ্ঞপ্তি টানানো হয়। এতে লেখা থাকে, ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। ঐদিন দুপুর দুইটার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষিকার বদলি এবং শাস্তির দাবি জানান।

স্থানীয় বিএনপি নেতা হাবুল হাওলাদার জানান, শিক্ষকরা দেশ ও জাতির বিবেক গড়ার কারিগর। যে শেখ হাসিনার হাতে দেশের এতগুলো শিক্ষার্থীর তাজা প্রাণ ঝড়ে গেল, যার হাত থেকে এখনো রক্তের দাগ শুকায় নাই। সেই হাসিনার নাম ও বানী শিক্ষার্থী ভর্তির ব্যানারে লেখা মানে জুলাই আগস্টে নিহত শহিদদের নিয়ে হাসি তামাশা করা।

এ সময় অভিযুক্ত শিক্ষিকা বিদ্যালয়ে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন না করে অভিবাবকদের সঙ্গে অসৌজন্যমুলক আচরণ করারও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

অভিযুক্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুরোনো ব্যানার টানানোর কারণে ভুলবশত এ ঘটনাটি ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.