বরিশালঃ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীর তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে চাঁদাবাজিকালে ভুয়া গোয়েন্দা পুলিশ সদস্য অভিষেক সোম অভি (৩০) গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার রাতে নগরীর কাশিপুরের ইছাকাঠী শাহ পরান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেপ্তারের সময় অভিষেক নিজেকে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার পরিচয় দেয়।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার।
ওসি বলেন, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তার কাছ থেকে পুলিশের ৪টি আইডি কার্ডসহ একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
গ্রেপ্তার অভিষেক সোম ওরফে অভি (৩০) জেলার আগৈলঝাড়া উপজেলার পাতিহার গ্রামের বাসিন্দা লক্ষণ চন্দ্র সোমের ছেলে। বর্তমানে তিনি বরিশাল নগরীর কালিবাড়ী রোডের সরদার ম্যানশনের আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
এয়ারপোর্ট থানার ওসি জাকির বলেন, বৃহস্পতিবার রাতে ওই এলাকার স্থানীয় কয়েক ব্যক্তির নাম ঠিকানা জানতে চায় অভিষেক। তখন অভিষেক নিজেকে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার পরিচয় দেয়। এরপর এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের তালিকা করার জন্য তিনি এখানে এসেছেন বলে স্থানীয়দের জানায়।
ওসি জাকির আরও বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের একটি তালিকায় দুলাল মৃধা এবং সোহেল ইসলামের নাম রয়েছে বলে স্থানীয়দের জানায় অভিষেক।
এরপর ওই দুই ব্যক্তিকে ডেকে টাকার বিনিময়ে তালিকা থেকে নাম কেটে দেয়ার প্রস্তাব দেয় তিনি। এমন ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে পরিচয় জানতে চাইলে তর্কাতর্কির ঘটনা ঘটে। তখন অভিষেক পুলিশ আইডি কার্ড ও ওয়াকিটকি বের করে স্থানীয়দের দেখায়।
স্থানীয়রা এ ঘটনা এয়ারপোর্ট থানা পুলিশকে জানালে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.