এইমাত্র পাওয়া

নিখোঁজের চার দিন পর পাওয়া গেছে সহ-সমন্বয়ক খালেদ হাসানকে

ঢাকাঃ নিখোঁজের চার দিন পর পাওয়া গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ হাসানকে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি রিকশায় বিশ্ববিদ্যালয়ে তাঁর আবাসিক হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে আসেন তিনি। পরে সহপাঠীরা রাত পৌনে ১টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সহপাঠীরা।

সহ–সমন্বয়ক খালেদের সহপাঠী আহসান হাবীব ইমরোজ বলেন, ‘গত ২০ ডিসেম্বরে সার্জেন্ট জহুরুল হক হল থেকে নিখোঁজ হয় খালেদ। রাতে রিকশায় হঠাৎ হলে ফিরে আসে সে। এরপর সে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।’

তিনি বলেন, ‘তবে চার দিন সে কোথায় বা কার সাথে ছিল তা এখনও জানা যায়নি। অসুস্থ অবস্থায় সে আপাতত চুপচাপ রয়েছে, কোনো কথা বলছে না।’

নীলক্ষেত ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ‘ঢাবির শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান নিখোঁজের পরপরই একটি সাধারণ ডায়েরি হয়েছিল। রাতে তিনি একাই রিকশায় হলে ফিরে অসুস্থ হয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীর সহযোগিতায় আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’

এসআই আল আমিন বলেন, ‘বর্তমানে ঢাকা মেডিকেলের মেডিসিন ভবনে চিকিৎসা চলছে তাঁর। তিনি সম্পূর্ণ সুস্থ হলে নিখোঁজের প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.