ঢাকাঃ একের পর এক যেভাবে আন্দোলনের সঙ্গে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন ও হামলার শিকার হচ্ছে তাতে করে আমরা শঙ্কিত। আমাদের দুশ্চিন্তা হচ্ছে, ভয় হচ্ছে- কথাগুলো বলছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাপ্পী রানা হাওলাদার।
সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে তাজবির হোসেন শিহানকে (২৬) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শিহানের মৃত্যুর প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর আফতাবনগরে নিজস্ব ক্যাম্পাসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। তাদের দাবি শিহানকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রানা হাওলাদার আরো বলছেন, ‘এটা নিছকই একটি খুন নয়, তদন্ত করতে হবে। কারণ শিহান ভাই ভারতীয় আগ্রাসন নিয়ে কথা বলতেন। এই মৃত্যু আমাদেরকে সন্দিহান করে তুলছে। কদিন আগে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একজনকে খুন করা হয়েছে। পুরান ঢাকায় ইমপিরিয়াল কলেজের তিন শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে। ’
একই বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র নটরাজ দাস মৃধা মনে করেন এই মৃত্যু রহস্যজনক। তিনি বললেন, ‘শুধু শুধু ছিনতাইকারী খুন করে ফেলবেন এমনটা মনে হয় না আমাদের। ঘটনার পর তিনদিন পার হলেও এখনও এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এখানে কি ঘটেছে সবাই জানতে চান। আমরা যারা বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম আমরা জীবন নিয়ে শঙ্কায় আছি।’
এ সময় তারা চার দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে একটি বিবৃতি দিতে হবে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিহানকে একটি ফিচার করতে হবে; পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে; ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচার শুরু করতে হবে এবং যতক্ষণ তাদের গ্রেপ্তার না করা হবে, ততক্ষণ ফেসবুক প্রোফাইলে তার ছবি ও মৌন প্রতিবাদ চলবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.