এইমাত্র পাওয়া

টেস্টে ফেল করা শিক্ষার্থীদের ফরম ফিলাপ না করানোয় শিক্ষককে মারধর

ফেনীঃ ফেনীতে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ফরম ফিলাপ না করানোয় দুই শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা যুবদল-ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনায় গত শনিবার স্কুলে সালিশী বৈঠক শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় তাদের।

স্থানীয় সূত্র ও শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি নির্বাচনী পরীক্ষায় ৯৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ ছাড়াও শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্তে ৫ বিষয়ে ফেল করাসহ ৬০ জন শিক্ষার্থীর ফরম ফিলাপ করানো হয়। ৫ বিষয়ের বেশি ফেল করা শিক্ষার্থীদের ফরম ফিলাপ করতে কয়েকজনের একটি চক্র চাপ প্রয়োগ করে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার স্কুলে গিয়ে শিক্ষকদের উপর চড়াও হন ছুটু মিয়া, অপু, বাবু, রাজুসহ কয়েকজন ছাত্র। তারা ৭ জনকে ফরম ফিলাপ করানো নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রধান শিক্ষক নুরুনবী ও সহকারী প্রধান শিক্ষক সালাহউদ্দিন মজুমদারকে চড়-থাপ্পড় দেন।

এ ঘটনায় গত শনিবার স্কুলে সালিশী বৈঠক বসে। বৈঠকে সবাই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ছুটু মিয়া, অপু, বাবু ও রাজুকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়। পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ড করবে না মর্মে সাদা স্টাম্পে মুচলেকা নেওয়া হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.