কুমিল্লাঃ স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কুমিল্লা ভৌগোলিক বিবেচনায় বিভাগের দাবি রাখে। তাই কুমিল্লাকে অচিরেই বিভাগ ঘোষণা করা হবে।
শনিবার বিকেলে জেলার নিজ উপজেলা মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় আসিফ বলেন, শেখ হাসিনা কুমিল্লা নামে বিভাগ হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে। আমরা তা দ্রুত বাস্তবায়ন করবো। এ বিষয়ে কাজ চলছে।
তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার মালিক হচ্ছে এ দেশের জনগণ। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত হতে হবে।
এসময় ব্যারিস্টার নাছের আলমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টার বাবা বিল্লাল হোসেন মাস্টার, মুরাদনগর উপজেলা বিএনপি নেতা কাজী জুন্নুন বশরীসহ বিএনপি, জামায়াতে ইসলামি, হেফাজতে ইসলামির নেতৃবৃন্দ এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের সদস্য ও বিপ্লবীছাত্র জনতা।
এর আগে দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আসিফ।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার সচিব মো. নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার, মোহাম্মদ নাজির আহমেদ খাঁনসহ অন্য কর্মকর্তাবৃন্দ
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.