নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেছেন, বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিদায় দেয়া হবে।
রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সচিব।
তিনি জানান, সরকার ৪৩ থেকে ৪৭তম বিসিএসে মোট ১৮ হাজার ১৫৪ জন প্রার্থী নিয়োগ দেবে।
সচিব আরও বলেন, সরকারি ১৫ লাখ কর্মচারী। অনেকেই বুঝতে পারছেন না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক মাস বাড়িয়েছে। আমরাও চিন্তা করছি এক মাস বাড়ানোর। আমরা ওপর থেকে সিদ্ধান্ত পেয়েছি। বাড়াবো।
আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.