এইমাত্র পাওয়া

সৌদি ফাউন্ডেশনের বৃত্তি

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ-ইউনেসকো জাতীয় কমিশনের সহায়তায় সৌদি আরবভিত্তিক আল ফোযান ফাউন্ডেশন স্টেমবিষয়ক শিক্ষা গবেষণায় সহায়তার জন্য বৃত্তি প্রদান করে। তরুণ গবেষক, শিক্ষাবিদ ও বিজ্ঞানীরা এই স্টেমবিষয়ক শিক্ষায় আবেদন করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

স্টেম এডুকেশন হলো সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিকস—এই চার বিষয়ের প্রথম অক্ষর (STEM) মিলিয়ে সংক্ষেপে বলা হচ্ছে ‘স্টেম এডুকেশন’। উন্নত দেশগুলোর ভাবনা, ভবিষ্যতে তাদের দেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে হলে স্টেম এডুকেশন প্রয়োজনীয় বিষয়। যেসব দেশ স্টেম এডুকেশনের ওপর জোর দেবে, তারাই ভবিষ্যতে এগিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্টেম এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জটিল সমস্যা সমাধানের মনোভাব ও দক্ষতা তৈরি হয়। বিজ্ঞান সম্পর্কে তাঁদের জানাশোনা তৈরি হয় এবং শিক্ষার্থীরা আবিষ্কারক ও উদ্ভাবক হয়ে উঠতে পারেন। পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ভারত ও চীনের মতো দেশও তাদের শিক্ষাব্যবস্থায় স্টেমকে গুরুত্ব দিয়ে নানা উদ্যোগ নিয়েছে। স্টেম এডুকেশনের মূল লক্ষ্য হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব এবং একুশ শতকের জন্য জনবল গড়ে তোলা।

আবেদনের শর্তাবলি—
* ৪০ বছরের কম বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন;

* স্টেমবিষয়ক গবেষণাকর্মে নিয়োজিত থাকতে হবে;

* সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকসের গুরুত্বপূর্ণ গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে।

২০ নভেম্বর ২০২৪
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিকের পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দরকারি তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে;

আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৫

আবেদনপদ্ধতিসহ আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডটকম/এ/২৪/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.