এইমাত্র পাওয়া

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক।। ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবারো নেয়া হবে। এর আগে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জনের মধ্যে আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেয়া হলেও তা বাতিল করা হয়। এখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জনেরই মৌখিক পরীক্ষা নেয়া হবে। মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

এ দিকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক তা মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে নিয়ে এলেও লিখিত পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের কাছে মূল্যায়নের জন্য পাঠানো হবে।

এ ছাড়া ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলে যে ১০ হাজার ৬৩৮ জনকে লিখিত পরীক্ষার জন্যে নির্বাচিত করা হয়েছিল, এক্ষেত্রে বৈষম্য দূর করতে এসব নির্বাচিত প্রার্থীর সমসংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্যে যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসাথে বাংলাদেশ রেলওয়ের (উপসহকারী প্রকৌশলী) নন-ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করছে। শিগগিরই এ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষাবার্তা /এ/২১/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.