এইমাত্র পাওয়া

শিয়ালের কামড়ে জাবিতে ৩ জন আহত

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে ক্যাম্পাসের পৃথক এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন তারা। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

গুরুতর আহত ওই ব্যক্তির নাম জব্বার। তিনি পেশায় একজন দোকানদার। এ ছাড়া আহত অন্য দুজন হলেন, বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী মো. শাহারিয়ার ও নিরাপত্তা প্রহরী অজয় হালদার।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আনিসুর রহমান জানান, রোববার রাত ১০টার পর তিন ব্যক্তি শিয়ালের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে জব্বারকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকায় একটি শিয়াল আক্রমণ করে। এ সময় তার মুখ, হাত, পা’সহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় বন্য প্রাণীটি। বাকি দুজনের মধ্যে শাহারিয়ার প্রীতিলতা হল এলাকা এবং অজয় হালদার জয় বাংলা ফটকের মসজিদ সংলগ্ন এলাকায় শিয়ালের আক্রমণের মুখে পড়েন।

ধারণা করা হচ্ছে, র‌্যাবিসে আক্রান্ত একটি শিয়াল ওই তিন ব্যক্তিকে কামড় দিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, শিয়ালটি সম্ভবত র‌্যাবিসে আক্রান্ত। এ কারণে পাগলাটে আচরণ করছে। এখন সামনে যাকে পাবে, তাকেই কামড়াবে। অতি দ্রুত প্রাণীটিকে হত্যা করে মাটিচাপা দিতে হবে। আর যারা আহত হয়েছেন, তাদের সবাইকে টিকা নিতে হবে।

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শিয়াল নিয়ে আতঙ্কের খবর পেয়েছি। সোমবার দিনের বেলা কেউ শিয়ালটি দেখলে আমাদের ফাউন্ডেশনের জাবি শাখার হটলাইনে (01984321181 নম্বরে) কল দিয়ে জানানোর অনুরোধ করছি। শেয়ালটির র‍্যাবিস টেস্টের ব্যবস্থা করে প্রয়োজনে ইউথানিশিয়া (ঘুম পাড়ানো) ও উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১১/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.