এইমাত্র পাওয়া

শিক্ষককে মারধর, হ-ত্যার হুমকি, কালীগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষককে মারধর, হত্যার হুমকি, শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ প্রভাব বিস্তার ও শিক্ষক কর্মচারীদের উপর অত্যাচারের প্রতিবাদে শিক্ষক আজিবর রহমানের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
 
রোববার সকাল ১০টায় ক্লাশ বর্জন করে কালীগঞ্জ শহরের ভূষণ রোডে এ কর্মসূচি পালন করে সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেয়।
 
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানায়, ১৪ নভেম্বর সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিবর রহমান স্কুলের ডিবেটিং ক্লাবকে কেন্দ্র করে সহকারী শিক্ষক শামীম উদ্দীনকে মারধর ও অকথ্য ভাষায় হত্যার হুমকি দেন। এ ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুসে উঠে।
 
মানববন্ধন থেকে শিক্ষক আজিবর রহমানের বিচার ও অপসারণ দাবি করা হয়। এ ঘটনায় শিক্ষক শামীম উদ্দীন একটি লিখিত অভিযোগ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দিয়েছেন। 
 
সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, বিদ্যালয়ের দুইজন সহকারী শিক্ষকের মধ্যে সামান্য একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। যা ঘটনার দিনই সমাধান করে দিয়েছিলাম। আজ আবার শিক্ষার্থী মানববন্ধন করেছে এটা আমার জানা নেই। যদি করেও থাকে তাহলে তারা বহিরাগত।
 
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১১/২০২৪
 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.