নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে মন্তব্য করে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষকদের শতকরা ৫০ ভাগ বেতন দিয়েছেন। পরে সাবেক রাষ্ট্রপতি এরশাদ শিক্ষকদের শতকরা ২০ ভাগ বেতন বাড়ান। এরপর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শতকরা আরো ২০ ভাগ বেতন বৃদ্ধি করেন। শিক্ষকদের উন্নয়নে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান রয়েছে।’
শনিবার (১৬ নভেম্বর) নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতোমধ্যে ঘোষণা দিয়েছিলেন, বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবেন। বিএনপি ছাড়া আপনাদের যৌক্তিক দাবি পূরণ সম্ভব নয়। এজন্য আপনাদের একটি প্ল্যাটফরমে এসে ঐক্যবদ্ধ হতে হবে। অতীতে যেভাবে আপনারা সংঘবদ্ধভাবে ছিলেন বর্তমানেও সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সম্মেলন বাস্তবায়ন কমিটি আহ্বায়ক অধ্যক্ষ সালাহ উদ্দিন স্বপনের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো: জাকির হোসেন, প্রেসিডিয়াম সমদস্য আবদুর রাজ্জাক, কুমিল্লা জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন মিয়াজী।
এ সময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সোহবার হোসেন, নাঙ্গলকোট উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) ছায়েদুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুল হক, জেলা সমাজকল্যাণ সম্পাদক আজিম উদ্দিন মাকসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর লিটন প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.