চবিঃ গত ১৬ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ এবং বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ কাজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে কোন দুর্নীতি হয়েছে কিনা তা উদঘাটনে উচ্চ ক্ষমতাসম্পন্ন ১০ সদস্যবিশিষ্ট তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫৬তম জরুরী সিন্ডিকেট সভার ২৫ নং সিদ্ধান্তে (কপি সংযুক্ত) বিগত প্রায় ১৫-১৬ বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এবং বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ কাজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে কোন অনিয়ম/দুর্নীতি হয়েছে কিনা, তা উদঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তথ্য অনুসন্ধান কমিটি গঠনের জন্য উপাচার্য মহোদয়কে প্রদত্ত ক্ষমতাবলে উপাচার্য মহোদয় নিম্নরূপ একটি কমিটি গঠন করেছেন।
অনুসন্ধান কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানকে সভাপতি করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক এস.এম. সালামত উল্যা ভূঁইয়া, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুমানা আক্তার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অছিয়র রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাখাওয়াত হুসাইন, আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোর্শেদুল হক এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন । এ ছাড়া সদস্য সচিব হিসেবে রয়েছেন চবির ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ।
বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.