ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, তিনি ছাত্র-জনতার হত্যাচেষ্টায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।
গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি করেন মো. মিস্টার হোসেন নামে এক ব্যক্তি। মামলার এজাহারে বাদীর বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উল্লেখ করা হয়েছে।
বর্তমানে তিনি মোহাম্মদপুরে বসবাস করেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে এক নম্বর আসামি এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে দুই নম্বর আসামি করে মামলায় মোট ২৬৭ জনকে আসামি করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.