নিজস্ব প্রতিবেদক।।সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. মহিউদ্দিন। তিনি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) ছিলেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। তাতে বলা হয়েছে, অর্থবিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিনকে পদোন্নতি দিয়ে সচিব করা হলো। তাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
শিক্ষাবার্তা ডটকম/এ/১২/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.