ঢাকাঃ ‘ফ্যাসিবাদের দোসর’দের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় প্ল্যাটফর্মটি।
এর আগে একই দাবিতে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন একদল শিক্ষার্থী। বিক্ষোভে শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে। চট্টগ্রাম অঞ্চল ও এনজিওবাদী লোকদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে বৈষম্য করা হচ্ছে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগ কোন ক্যাটাগরিতে হয় জানতে চান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যাদের সমর্থন ছিল না, তারা কীভাবে জায়গা পেয়েছে। জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থন দিতে গণভবনে ছিল, তারা কেমনে নিয়োগ পায়! নতুন শপথ নেওয়া ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরওয়ার ফারুকীকে দ্রুত অপসারণ করতে হবে।’
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা (সরকার) শিক্ষার্থী, নাগরিক, শ্রমিক-জনতার সঙ্গে মশকরা বন্ধ করেন। আপনারা বিপদে পড়বেন। শিক্ষার্থীরা তাজা রক্ত দিয়ে অভ্যুত্থান করেছেন। তাদের সঙ্গে আলোচনা না করে এই নিয়োগ দিয়েছেন। যারা ফ্যাসিবাদের নুন খেয়েছে, আমরা কোনো ফরম্যাটেই তাদের পুনর্বাসন দেখতে চাই না।’
তিনি বলেন, ‘উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই। সমঝোতার ভিত্তিতে যদি তাদের নিয়োগ দেওয়া হয়, তাহলে আপনারা ছাত্র-জনতার সঙ্গে প্রতারণা করছেন।’
সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘আমাদের অবহিত না করে গতকাল ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে যদি চলতে থাকে, আমরা নতুন সরকার গঠন করতে বেশি সময় লাগবে না। চব্বিশের গণ-অভ্যুত্থান রক্ষা করতে আমরা রক্ত দিয়ে মাঠে থাকব। এ বিপ্লব আমরা নষ্ট করতে দেব না, নষ্ট হতে দেব না।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন সমন্বয়ক আব্দুল কাদের, কানিজ ফাতেমা, রাফিদ হাসান সাফওয়ান, রিফাদ রশীদ, তরিকুল ইসলাম, হাসিব আল ইসলামসহ অনেকে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.