মাদারীপুরঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী অনিক হোসেন নামে হত্যা মামলা হওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুর সরকারি কলেজ গেইট এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়। কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শহরের স্বাধীনতা অঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার এতে অংশ নেয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অনিক হোসেন সদর উপজেলার খোয়াজপুর আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের স্মাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজনতার আন্দোলনে রাজধানীর ঢাকায় গুলিতে নিহত হয় মাদারীপুরের নাজমুল হোসেন। এই ঘটনায় সম্প্রতি রনি শরীফ নামে সংক্ষুব্ধ এক ব্যক্তি বাদী হয়ে রাজধানী ঢাকায় একটি হত্যা মামলা করেন। নাজমুল হোসেন নিহতের ঘটনায় অনিক হোসেনকে ১৩৪ নম্বর আসামি করা হয়। অথচ ঘটনার দিন বৈষম্যবিরোধী আন্দোলনে মাদারীপুরে অনিক অংশ নিয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। বিষয়টি জানার পরে জেলার অন্য ছাত্র আন্দোলনকারীরা ক্ষোভে-দুঃখে ফেটে পড়ে। এরই প্রতিবাদে জেলার ছাত্র আন্দোলনের সাথে যুক্ত অন্য সহযোদ্ধারা মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এই হত্যা মামলা থেকে অনিকের নাম বাদ দেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। তা না হলে আগামী বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের অন্যতম সদস্য নেয়ামত উল্লাহ, আকাশ মাতুব্বর, তানসিন আহমেদ ও রোমান বেপারীসহ অনেকেই মশাল মিছিলে উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.