রাজশাহীঃ রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডায় মেতে থাকা শিক্ষার্থীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এমন অভিযান শুরু করেছে।
রাজশাহী নগরের পদ্মাপাড়ে গেলেই অল্পবয়সী শিক্ষার্থীদের আড্ডা চোখে পড়ে। নগরের বড়কুঠি, পাঠানপাড়া, লালনশাহ মুক্তমঞ্চ, শিমলা পার্ক ও পুলিশ লাইন্স এলাকায় রোজই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় স্কুল-কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের আড্ডা। তাদের অনেকে জড়িয়ে পড়ে নানারকম অপরাধমূলক কর্মকাণ্ডেও। তাই এদের ধরতেই এবার মাঠে নেমেছে পুলিশ।
আড্ডা দেয়া শিক্ষার্থীদের ধরে নেয়া হচ্ছে ডিবি কার্যালয়ে। তারপর ডাকা হচ্ছে অভিভাবকদের। আর কখনও ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেবে না, এমন মুচলেকা নিয়ে তাদের দেয়া হচ্ছে অভিভাবকের জিম্মায়। আরএমপির ডিবি পুলিশ দুইদিনে এমন ১৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মাপাড়ে আড্ডা দেয়া ৯ শিক্ষার্থীকে আটকের পর অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে পদ্মার পাড় থেকে এই শিক্ষার্থীদের আটক করা হয়।
আগের দিন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল পদ্মার পাড়ের শিমলা পার্ক থেকে ইনিফর্ম পরা অবস্থায় ১০ শিক্ষার্থীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে তাদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে পার্কে ও পদ্মার পাড়ে আড্ডা দিচ্ছে। এছাড়াও কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগ কিছুদিন থেকেই পাচ্ছেন আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ এমন অভিযান শুরু করেছে।
পার্ক ও পদ্মাপাড়ের আড্ডা থামাতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.