ঢাকাঃ আগামী ২০২৫ সালে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন।
২০১৬ সালের পর যুক্তরাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি তিন দশমিক এক শতাংশ বাড়ানো হবে।
জানা গেছে, মুদ্রাস্ফীতির কারণে টিউশন ফি বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সর্বোচ্চ বার্ষিক ফি দাঁড়াবে ৯ হাজার ৫৩৫ পাউন্ড (১২ হাজার ৩৩৫ মার্কিন ডলার)। পাশাপাশি, জীবনযাত্রার ব্যয় মেটাতে শিক্ষার্থীদের জন্য রক্ষণাবেক্ষণ ঋণও তিন দশমিক এক শতাংশ বাড়বে।
উচ্চশিক্ষায় আর্থিক চ্যালেঞ্জগুলো তুলে ধরে শিক্ষামন্ত্রী ফিলিপসন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে আসন্ন সংস্কারের ইঙ্গিত দেন।
এই পদক্ষেপের সমালোচনা করে শ্যাডো এডুকেশন সেক্রেটারি লরা ট্রট বলেন, ‘যেসব খাতে সাম্প্রতিক বাজেটের বিরূপ প্রভাব পড়েছে, তার তালিকায় শিক্ষার্থীদেরও যুক্ত করা হলো।’ সূত্র : ইউএনবি
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.