এইমাত্র পাওয়া

দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প

ঢাকাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভূমিধস জয়ে ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে মোট ২৭৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এর ফলে ১২০ বছর আগে গ্রোভার ক্লিভল্যান্ডের রেকর্ডে ভাগ বসালেন তিনি। দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে শুরু হয় ভোটগণনা। শুরু থেকেই ইলেক্টোরাল ভোটের লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

জয় থেকে মাত্র ৩ ভোট দূরে থাকা ট্রাম্প সুইং স্টেট উইসকনসিনে জয় পেয়েছেন। এর মাধ্যমে তার ২৭৭টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়েছে, যার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের মাইলফলক অতিক্রম করে তার প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত করে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত নির্বাচনী ফল অনুযায়ী, মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ২৭০টির প্রয়োজন। আর এই ম্যাজিক ফিগার অতিক্রম করে ২৭৭ ভোটে পৌঁছে যান। মূলত দেশটির নির্বাচনে ফল নির্ধারণী ব্যাটেলগ্রাউন্ড রাজ্য খ্যাত জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, মেইন, পেনসিলভানিয়ায় লাল শিবিরের জয়ে হোয়াইট হাউসের মসনদ নিশ্চিত হয় ট্রাম্পের।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে কমালা হ্যারিসের নির্বাচনি রাতের পার্টির জায়গায় একদম ভিন্ন দৃশ্য দেখা গেছে।

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে কমালা হ্যারিসের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি বক্তৃতা দেবেন না জানানোর পর উপস্থিত সবাই পরিত্যক্ত চেয়ার আর পতাকা ফেলে রেখে বাড়ি ফিরে যান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.