এইমাত্র পাওয়া

‘মামলাবাজ অযোগ্য প্রধান শিক্ষক চাই না’ স্থায়ী বরখাস্তের দাবি, ৭ দিনের আল্টিমেটাম

ব্রাহ্মণবাড়িয়াঃ আখাউড়ায় সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষিকা মোছা. সেলিনা বেগমের স্থায়ী অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার (৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্তরে ছয়গড়িয়া আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক মানববন্ধনে অংশ নেয়। 

মানববন্ধনে শিক্ষার্থীরা ও অভিভাবকরা অভিযোগ করে বলেন, আমাদের বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগম ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে খারাপ আচরণ করে। মিথ্যা মামলা দিয়ে বিদ্যালয়ের ভূমি দাতা ও সাবেক সভাপতি আবুল বাশার ওরফে মো, মোবারক হোসেনকে হয়রানি করেছেন। শিক্ষক মোছা. সেলিনা বেগমের মানসিক নির্যাতনে চলতি বছরের ১০ জুলাই মোবারক হোসেন মৃত্যুবরণ করেন।

শিক্ষার্থীরা মোছা. সেলিনা বেগমের স্থায়ী বরখাস্ত, এক সপ্তাহের মধ্যে নতুন প্রধান শিক্ষক নিয়োগ ও সেলিনা বেগমের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করে বলেন, আমরা মামলাবাজ অযোগ্য প্রধান শিক্ষক চাই না, নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানাই।

আমাদের দাবি মেনে নিয়ে এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়ন না করলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি দেয়া হবে। বিদ্যালয়টির ভূমি দাতা ও ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি (নিহত) মোবারক হোসেনের মেয়ে রেখা বেগম অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেয়া এবং আয় ব্যয়ের হিসাব চাওয়ায় সেলিনা বেগম আমার বাবার সাথে অনেক খারাপ আচরণ করেছে। সেলিনা বেগম মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে হয়রানি করেছে। শিক্ষিকা সেলিনা বেগমের মানসিক নির্যাতনে আমার বাবার মৃত্যু হয়েছে। আমরা সেলিনা বেগমের স্থায়ী বরখাস্ত ও বিচার দাবি করছি।

জানা গেছে, প্রধান শিক্ষকসহ শূন্য পদে নিয়োগ নিয়ে গড়িমসি, বিদ্যালয়ের আয় ব্যায়ের হিসাব না দেয়াসহ বিভিন্ন অভিযোগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গত ৫ জুলাই মোছা. সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি এবং সহকারি প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.