কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের ভৈরবে জমি লিখে না দেওয়ায় বাবা মাকে নির্যাতনের মামলায় স্কুল শিক্ষক ছেলে মোখলেছুর রহমান (৩৫) কে গ্রেফতার করছে থানা পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার শ্রীনগর গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটক অভিযুক্ত ছেলে জাফরনগর প্রাইমারি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে কর্মকর্ত আছেন।অভিযোগকারী পিতা শ্রীনগর গ্রামের পূর্বপাড়ার এলাকার মৃত আবুল হোসেন ভূইয়ার ছেলে ধন মিয়া।
থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রথম পক্ষের সন্তানদের জোর পূর্বক সম্পত্তি দখলের অপচেষ্টা বন্ধ করতে ও একাধিক বার নির্যাতনের বিচার এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের শরণাপন্ন হয়েছিল শ্রীনগর গ্রামের পূর্বপাড়ার এলাকার ধন মিয়া ও তার স্ত্রী রোকেয়া বেগম।
বাবা ধন মিয়া অভিযোগ করে বলেন, আমি জমি বিক্রি করে বড় বউয়ের সন্তানদের প্রবাসে পাঠিয়েছি। তারা আমার কোনো খোঁজ খবর রাখে না। বরং সম্পত্তি লিখে নিতে আমাকে কয়েক দফায় মারধর করেছে। আমি থানা পুলিশের আশ্রয় নিয়েছিলাম। সেখান থেকে সব মিট করে দিলেও আমার প্রথম পরিবারের সন্তানরা বিচার মানে না। আমি শারীরিক নির্যাতন সইতে না পেরে পরে গত ১৯ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের আদালতে ছেলে লিটন (৫০), আবুল হোসেন (৪০) , মোখলেছুর রহমান (৩৫) কে আসামি করে মামলা করি। এ বিষয়ে ভৈরব থানায় ছেলেদের নামে ওয়ারেন্ট আসলে আজ ছোট ছেলে মোখলেছুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। আমি আমার ছেলেদের বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত ছেলেদের দাবি তাদের বাবার বয়স হয়েছে বেশি তাই তার ছোট বউয়ের পরিবার বাবাকে জিম্মি করে তাদের সকল সম্পত্তি লিখে নিয়েছে। তাদের অভিযোগ মিথ্যা। উলটো বাবার ছোট বউয়ের সন্তানরা আমাদের মারধর করে। আমরাও কিশোগঞ্জ আদালতে এবিষয়ে মামলা দায়ের করেছি।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, উপজেলার শ্রীনগর গ্রামের পূর্বপাড়ার এলাকার মৃত আবুল হোসেন ভুঁইয়ার ছেলে ধন মিয়া। তার দুইটি সংসার রয়েছে। দুই সংসারে ৭ জন ছেলে ৮ জন মেয়ে। ১২ বছর আগে বড় বউয়ের মৃত্যু হয়েছে। বর্তমানে ধন মিয়া ছোট স্ত্রীকে নিয়েই সংসার করছেন। ২৫ বছর আগেই বড় বউয়ের সংসার আলাদা করে দেন ধন মিয়া। ওই সংসারে চার ছেলে ও চার মেয়ে রয়েছে। ছোট বউয়ের চার ছেলে ও তিন মেয়ে। বড় বউয়ের মৃত্যুর পর বাধে বিপত্তি। শুরু হয় সম্পত্তি বাটোয়া নিয়ে দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব।
ভৈরব থানা অফিসার ইনচার্জ হাসমত উল্লাহ বলেন, বাবা মাকে মারধরে অভিযোগে আদালতে মামলা হয়েছিল। মামলায় ওয়ারেন্ট হওয়ায় মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.