ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিফাত উল্লাহর পরিবারের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে মো. আকাশ ব্যাপারী (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শুক্রবার মাদারীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিআইডি জানায়, তাদের সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার মনিটরিং টিম বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারে কিশোরগঞ্জে সিফাতের পরিবার প্রতারণার শিকার হয়েছে। নিহত সিফাত উল্লাহ (১৯) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমদাদুল উলূম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিল। বিভিন্ন সংগঠন সিফাত উল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। সিফাত উল্লাহর পরিবার সাইবার মনিটরিং ইউনিটে অভিযোগে জানান গত ৬ অক্টোবর শোক কাটতে না কাটতেই প্রতারক চক্র তাদের কাছ থেকে অভিনব কৌশলে ১ লাখ ৫৬ হাজার ১৫০ টকা হাতিয়ে নিয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.