এইমাত্র পাওয়া

ববিতে ১ম ধাপেই ভর্তি সম্পন্ন ৯৫ শতাংশ, ক্লাস শুরু ২১ অক্টোবর

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আসন ফাঁকা রয়েছে ৭৭টি। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম দফায় ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টিতে আসন সংখ্যা রয়েছে মোট ১ হাজার ৫৭০ টি। এতে প্রথম ধাপেই ভর্তির হার ৯৫ শতাংশ। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মাতক (সম্মান) প্রথম ধাপের ভর্তির কার্যক্রম হয় ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসনসংখ্যা ১ হাজার ৫৭০। চূড়ান্ত ভর্তি শেষে যার মধ্যে ৭৭ টি আসন ফাঁকা আছে। যার মধ্যে ক ইউনিট তথা, বিজ্ঞান বিভাগে ৩৭ টি,  খ ইউনিট তথা, মানবিক শাখায় ২০ টি এবং গ ইউনিট তথা, ব্যবসা শাখায় ২০ টি আসন ফাঁকা আছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কৃষি গুচ্ছের ভর্তির পর আরো একটি মেরিট প্রকাশিত হবে। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে ২১শে অক্টোবর।

উল্লেখ্য, এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন মোট ১৬ হাজার ৪০৯ জন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.