রংপুরঃ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের ১৬ তম দিবসে আজ শনিবার সকাল সোয়া দশটায় তিনি এর উদ্বোধন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১০ টার দিকে তিনি সড়ক পথে ক্যাম্পাসে আসেন। জাতীয় সংগীত গাওয়া শেষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণঢ্য র্যালিতে অংশ নেন। সারাদিন বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকবেন নাহিদ।
২০০৮ সালের ২০ অক্টোবর সাবেক তত্বাবধায়ক সরকারের সময় রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করলেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এর নাম বদল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি নির্মাণে ২ কোটি ৯ লাখ টাকা ব্যয় হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.