এইমাত্র পাওয়া

অধ্যক্ষকে ফিরে পেতে শিক্ষার্থী-এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে কাশীরাম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান রতন কে সপদে ফিরে পেতে ঢাকা-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন ওই মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্তাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-বুড়িমারী মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় সড়কের দুই দিকে কয়েকশ ছোট-বড় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও এলাকাবাসী বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান রতনকে জোর করে, অন্যায়ভাবে, ষড়যন্ত্রের মাধ্যমে ছুটিতে পাঠানো হয়েছে। ওই শিক্ষককে আমরা ফিরে চাই। অধ্যক্ষ ছাড়া মাদ্রাসা অচল হয়ে গেছে, ঠিকমতো ক্লাস হচ্ছে না। এ বিষয়ে বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসে গিয়েছি। ইউএনও অফিস, শিক্ষা অফিস আমাদের কথা শোনেনি। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছি।’

সূত্র জানায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান রতন অনেকটা বাধ্য হয়ে ছুটিতে যান। তার ছুটির দিনেই গত ৫ দিন আগে প্রশাসনের পক্ষ থেকে কামরুজ্জামান সুজন নামের একজনকে দায়িত্ব দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত শামসুজ্জামান রতন ছুটিতে আছেন। ১৭ তারিখে তাকে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১০/২০২৪

 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.