এইমাত্র পাওয়া

আমরণ অনশনে শহীদ মিনারে অসুস্থ তিন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর দ্রুত সম্পন্ন করা ও ১৯ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শহীদ মিনারে আমরণ অনশনে অবস্থান কর্মসূচি পালন করার দ্বিতীয় দিনে কারিগরি শিক্ষকদের তিন জন অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার দুপুরে অনশন পলনের সময় তারা অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অনশনস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখা’র ব্যানারে প্রকল্পের আওতাধীন শিক্ষকরা এই কর্মসূচি শুরু করেন।

শিক্ষকরা জানান, আজ অনশনের দ্বিতীয় দিন চলছে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অনশন করায় তিন জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের অনশন স্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশের সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের মানোন্নয়ন ও শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে ২০১০ সালের জুলাই মাসে ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পটি ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হয়। প্রকল্পের আওতায় ২০১২ ও ২০১৪ সালে মোট ১০১৫ জন (বর্তমানে কর্মরত ৭৭৭ জন) শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালের জুনে প্রকল্প মেয়াদ শেষ হওয়ার আগে এইসব শিক্ষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় তাদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে সম্মতি দেন প্রধানমন্ত্রী। এজন্য প্রকল্পের শিক্ষকদের পাঠদান অব্যাহত রাখতে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেয়। এরপর প্রকল্প শেষে এক বছর তাদের বেতনও পরিশোধ করা হয়। তবে ২০২০ সালের জুলাই থেকে তাদের বেতন বন্ধ রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading