এইমাত্র পাওয়া

স্কুলে যাওয়ার সময় প্রাণ গেল প্রধান শিক্ষকের

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় স্কুলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় দিকে গাজীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের চরমার্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকা বেগম (৪৮) কাপাসিয়া উপজেলার মৌশাধামনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী। তিনি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার স্বামী আতাউর রহমান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় লোকজন জানান, চরমার্তা এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে স্বামীর সাথে স্কুলে রওনা করেছিলেন ওই প্রধান শিক্ষক। সংঘর্ষে দুটি মোটরসাইকেলের মোট চার জন সড়কে ছিটকে পড়ে। তাদের মধ্যে প্রধান শিক্ষক সিদ্দিকা বেগম ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে প্রধান শিক্ষকের স্বামীকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরো দুজনকেও হাসপাতালে নিয়ে যান। তাদের পরিচয় জানা যায়নি।

কাপাসিয়ার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, স্কুলে যাওয়ার সময় মঙ্গলবার সকালে সিদ্দিকা বেগম সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তার স্বামীও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.