এইমাত্র পাওয়া

জাককানইবি’র নতুন ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. আশরাফুল

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নতুন ছাত্র পরামর্শক ও উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুল আলম ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. ইমদাদুল হুদার অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে ছাত্র পরামর্শক ও উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৬ এর প্রথম সংবিধান ১৪(১) ধারা অনুযায়ী পরবর্তী ২ বছরের জন্য ছাত্র পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। সম্মানী ও অন্যান্য সুবিধাদি পাবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.