সোমবার, ২০শে মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (৬ জুন)। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীরও এটি প্রথম বাজেট।

তাকে সহায়তা করবেন দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এদিন উত্থাপিত হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।
অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন। বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার। যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট।

এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের এবারের বাজেট হবে ব্যয় সংকোচনমূলক। এটি তৈরি হচ্ছে অত্যন্ত সুকৌশলে। প্রতি বছর বাজেটের প্রবৃদ্ধি সংকোচনমূলক ধরেই এবারের হিসাব প্রাক্কলন করা হয়েছে। ফলে বাজেটের আকার এবার খুব বেশি বাড়ছে না।

সূত্র: বাসস

শিক্ষাবার্তা/জামান/০৯/০৫/২৪

ঝালকাঠিঃ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৌতম মজুমদার (৩৭) নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৮-এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম।

এর আগে, বুধবার (৮ মে) রাত ৭টার দিকে পিরোজপুর জেলার লখকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গৌতম মজুমদার ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন এলাকার গৌরাঙ্গ মজুমদারের ছেলে। তিনি হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তনের সহকারী শিক্ষক।

র‌্যাব-৮ জানা যায়, শিক্ষক গৌতম মজুমদার স্কুলছাত্রীকে প্রাইভেট পড়ানোর ফাঁকে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে নিজ বাড়িতে ডেকে নিয়ে গত ৩ মে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর র‌্যাব-৮ অভিযান চালিয়ে শিক্ষক গৌতম মজুমদারকে গ্রেফতার করে। তাকে ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৫/২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

ঠাকুরগাঁওয়ে বেশ কয়েক জন শিক্ষার্থীর সরকারের দেওয়া উপবৃত্তির টাকা স্কুলের অফিস সহকারীর মোবাইলের হিসাবে যাচ্ছে। ঘটনাটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নওডাঙ্গা রেডিয়েন্ট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের।

শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল নম্বর পরিবর্তন করে উপবৃত্তির টাকা আত্মসাৎ করছিলেন অফিস সহকারী মোস্তাফিজুর রহমান। দুই ছাত্রীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিলে বিষয়টি সামনে আসে।

অভিযোগে জানা যায়, অফিস সহকারী হলেও মোস্তাফিজুর রহমান বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস নেন। উপবৃত্তির তালিকায় সেজুতি রাণী ও প্রণতি রাণীর নাম থাকলেও উপবৃত্তির টাকা পাঠানোর মোবাইল হিসাব নম্বর মোস্তাফিজুর রহমানের। এভাবে দীর্ঘ দিন থেকে তিনি বেশ কয়েক জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ করে আসছেন।

উপবৃত্তির টাকা আত্মসাতের বিষয় এলাকায় জানাজানি হলে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেস চন্দ রায় ও পরিচালনা কমিটির সভাপতি আকিম উদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে যান এবং মোস্তাফিজুর রহমানের টাকা আত্মসাতের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

এ ঘটনায় অভিযোগকারী নিখিল রাজবংশী ও শ্রীকান্ত রায় বলেন, উপবৃত্তির তালিকায় নাম থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের অনেকেই উপবৃত্তির টাকা পাচ্ছে না। অফিস সহকারী মোস্তাফিজুর রহমানসহ বিদ্যালয় সংশ্লিষ্টরা মোবাইল নম্বর পরিবর্তন করে উপবৃত্তির টাকা আত্মসাৎ করছেন।

এ ঘটনায় অফিস সহকারী মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে রাইজিংবিডি-কে বলেন, ‘বিষয়টি বর্তমান প্রধান শিক্ষক জানেন। এটা মিমাংসার পর্যায়ে রয়েছে। এ টাকা আমি সরকারি কোষাগারে জমা দিতে চাই।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি এসেছিলেন, তাদের ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি দুঃখজনক। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা/জামান/০৯/০৫/২৪

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে অর্থবিভাগকে কাজ করার নির্দেশও দেন তিনি।

বৃহস্পতিবার শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী সভায় (একনেক) এ নির্দেশনা দেন তিনি।

চলতি সরকারের আমলে এটি তৃতীয় একনেক সভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এ সময় ৫ হাজার ৫৬৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা সাংবাদিকদের জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সত্যজিৎ কর্মকার। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার ও পরিকল্পনা কমিশনের সদস্যরা।

সত্যজিৎ কর্মকার প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, শেয়ারবাজারে আমাদের যে সরকারি কোম্পানিগুলো আছে, সেগুলো যাতে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থবিভাগকে এ বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন।

কি ধরনের সরকারি প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে তালিকাভুক্তির মধ্যে আনা হবে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, তিনি সব প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির কথা বলেননি। তিনি অর্থবিভাগকে বলেছেন, শেয়ারবাজারে উপযুক্ত হওয়ার বিষয়ে যাতে অর্থবিভাগ কার্যকর উদ্যোগ নেয়। অর্থসচিব যাচাই-বাছাই করবেন কারা কারা আসতে পারে, কোন কোন প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হতে পারে, সেটি বিবেচনা করে যাতে অর্থবিভাগ প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠায়।

সত্যজিৎ কর্মকার বলেন, আজকের একনেকে ৫ হাজার ৫৬৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন হয়েছে। এরমধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ২০৩ কোটি টাকা, আর উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বিশেষ করে কোরিয়া সরকারের যৌথ উদ্যোগে সাহায্য সংস্থা কইকা, বিশ্ব ব্যাংক ও চীনের অর্থায়ন ৩৬০ কোটি টাকা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সমাপ্তযোগ্য প্রকল্প আমরা যেন অল্প কিছু টাকা দিয়ে হলেও শেষ করি। ৩৩৯টি সমাপ্তযোগ্য প্রকল্পের মধ্যে এবার পাঁচটি প্রকল্পের মালামাল জুনের মধ্যে ইনস্টল করা যাবে না। এ কারণে পাঁচটি প্রকল্প বাদে বাকি ৩৩৪টি প্রকল্প ৩০ জুনের মধ্যে শেষ হবে।

প্রধানমন্ত্রীকে না জানিয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার নাম ব্যবহার করায় তিনি বিরক্তি প্রকাশ করেছেন জানিয়ে সচিব বলেন, প্রধানমন্ত্রী খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন করেছেন। এ প্রকল্পে তার দুটি অবজারভেশন আছে। প্রথমত, শেখ হাসিনা নামটি বাদ দিতে হবে, দ্বিতীয়ত, প্রকল্পে ম্যুরাল যেটি আছে সেটি বাদ দিতে হবে। তবে মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন এ নাম পরিবর্তন করতে হলে এখন আইন পরিবর্তন করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে তিনি প্রকল্পে তার নাম ব্যবহারের অনুমতি দেবেন না। এটি প্রধানমন্ত্রীর বদান্যতা।

পরিকল্পনা সচিব বলেন, আরেকটি অনুশাসন তিনি দিয়েছেন, নদীতে যেসব ব্রিজ নির্মাণ করা হয় তা যাতে যথাযথ উচ্চতা মেনে নির্মাণ করা হয়। নদীর মূল স্রোতকে বাধাগ্রস্ত করবে এমন কোনো জায়গায় ব্রিজ নির্মাণ করা যাবে না।

শিক্ষাবার্তা/জামান/০৯/০৫/২৪

নিজস্ব প্রতিবেদক।।

বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় ৫৬০ জন। শিক্ষক ও কর্মচারী রয়েছেন ১৬ জন। কিন্তু ৫৬০ জন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থীও বিদ্যালয়ে উপস্থিত থাকে না। শিক্ষক-কর্মচারীরাও সময় মতো আসেন না। যারা আসেন তারাও অফিস রুমে বসে আড্ডায় ব্যস্ত থাকেন। কোনো কোনো শিক্ষক আবার অফিস রুমে বসে মনের সুখে ধূমপান করেন। এমন চিত্র দেখা গেছে মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী এ. ইউ. খান উচ্চ বিদ্যালয়ের।

বুধবার (৮ মে) সকাল ১১টার দিকে ওই বিদ্যালয়ে গেলে এমন চিত্র চোখে পড়ে। শুধু আজই নয় বিগত কয়েক বছর ধরেই শিক্ষার বেহাল অবস্থা বিদ্যালয়টিতে।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও রাজনৈতিক প্রভাবের ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। এ নিয়ে শিক্ষার্থী অভিভাবক ও এলাকার সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় লোকজন ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, হাওরাঞ্চলে শিক্ষার মান উন্নয়নের জন্য ১৯৭৬ সালে পদমশ্রী গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ১৪ জন শিক্ষক ও দুই জন কর্মচারী কর্মরত আছেন। শিক্ষার্থী রয়েছে প্রায় ৫৬০ জন। কিন্তু গত কয়েক মাস ধরে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত থাকে না।

শিক্ষকরাও নিজেদের মতো করে বিদ্যালয়ে যাওয়া-আসা করেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (৭ মে) সকাল ১১টার দিকে বিদ্যালয়ে গেলে দেখা যায়, জাতীয় পতাকা উড়ছে। নিচতলার স্টাফ রুমে একজন নারী কর্মচারী শুয়ে ঘুমিয়ে আছেন। পাশেই একজন শিক্ষক এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছেন।

দ্বিতীয় তলার অফিস রুমে ৪/৫ জন শিক্ষক আড্ডায় ব্যস্ত। শিক্ষক স্টাফ রুমে দুইজন শিক্ষক বসে মনের সুখে গল্প করছেন আর সিগারেট খাচ্ছেন। কিন্তু বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও উপস্থিত নেই।

শিক্ষার্থীদের অভিভাবক পলিন, নূরুল ইসলাম, সানাউল্লাহসহ অনেকেই জানান, এই বিদ্যালয়ে এখন আর লেখাপড়া হয় না। তাই আমাদের ছেলে-মেয়েরা বিদ্যালয়ে যায় না। বিদ্যালয়ে লেখাপড়া না হওয়ায় অনেক ছেলে-মেয়ে লেখাপড়া ছেড়ে দিয়েছে। যাদের সাধ্য আছে তারা উপজেলা সদরে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ভর্তি হচ্ছে। প্রধান শিক্ষকের গাফিলতি ও ম্যানেজিং কমিটির উদাসীনতা বিদ্যালয়ের এমন অবস্থা।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান জানান, প্রধান শিক্ষক অফিসের কাজে মদন রয়েছেন। অফিস সহকারীসহ ৮ জন শিক্ষক উপস্থিত আছেন। কিন্তু কোনো শিক্ষার্থী উপস্থিত নেই। শিক্ষার্থীরা এখন কৃষি কাজে ব্যস্ত। বাকি শিক্ষকরা কেন আসেনি সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

জানতে চাইলে উপজেলা একাডেমি সুপারভাইজার জোসনা বেগম জানান, পদমশ্রী এ.ইউ.খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। লেখাপড়া হয় না এই বিষয়ে এলাকার লোকজন আমাদের বিষয়টি জানিয়েছে। যোগাযোগ ব্যবস্থার কারণে ঠিকমতো মনিটরিং করা সম্ভব হচ্ছে না।

মদন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী জানান, আমি অসুস্থ, ময়মনসিংহে আছি। বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থার খবর পেয়ে প্রধান শিক্ষককে ফোন দিয়েছি। কাল এ বিষয়ে প্রধান শিক্ষককে শোকজ করা হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধীর চক্রবর্তীর ব্যক্তিগত মুঠোফোন নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।কালবেলা

শিক্ষাবার্তা/জামান/০৯/০৫/২৪

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৬৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (৯ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে খুলনা শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও রয়েছে।

প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে ৫ হাজার ২০৩ কোটি টাকা সরকারি তহবিল থেকে এবং ৩৬০ কোটি ৪৭ লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে।

একনেক সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার সাংবাদিকদের জানান, আজকে একনেক সভায় অনুমোদনের জন্য ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী ১০টি প্রকল্পই অনুমোদন দিয়েছেন।

শিক্ষাবার্তা/জামান/০৯/০৫/২৪

নিজস্ব প্রতিবেদক।।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বঙ্গভবনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
সমিতির চেয়ারম্যান শেখ কবির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ ও পরিচালনার গুণগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।

দেশব্যাপী শিক্ষা বিস্তারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপ্রধান বলেন, উচ্চশিক্ষা বিস্তারে এর গুণগতমান নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেন আন্তর্জাতিক মানে উন্নীত হতে পারে সেই লক্ষ্যে ট্রাস্টি বোর্ডসহ উদ্যোক্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এস.এম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা/জামান/০৯/০৫/২৪

নিজস্ব প্রতিবেদক।।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ১০ হাজর ৬৩৬ জন প্রার্থী। বৃহস্পতিবার (০৯ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুষ্ঠিত বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশিত হয়।

এর আগে, গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫। পিএসসি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

শিক্ষাবার্তা/জামান/০৯/০৫/২৪

টাঙ্গাইলঃ প্রধান শিক্ষকের দুর্নীতি ও ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে দ্বন্দ্বে গত ১৫ দিন যাবত শিক্ষার্থী শূন্য রয়েছে সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়। শিক্ষক বিদ্যালয়ে আসেন শিক্ষার্থী না থাকায় পাঠবিহীন স্কুলের সময় কাটিয়ে চলে যান। বিদ্যালয়ের সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ সভা করলে নিজের চাকরি রক্ষায় বিভিন্ন মিথ্যা ওজুহাতে মামলা দেন ওই প্রধান শিক্ষক কফিল উদ্দিন ।

এলাকাবাসী সমস্বরে কর্তৃপক্ষের নিকট দাবি জানান, অচিরেই প্রধান শিক্ষককে অপসারণ করে নতুন প্রধান শিক্ষককে নিয়োগ দিয়ে ঐতিহ্যবাহী ওই বিদ্যালয়কে রক্ষা করার। ইতিমধ্যে এ বিষয়ে প্রধান শিক্ষকের দুর্নীতির বিস্তারিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাঠিয়েছেন এলাকাবাসী ও নির্বাচিত বিদ্যালয় পরিচালক কমিটি। বিদ্যালয়টি উপজেলার কাকরাজান ইউনিয়নের সুরীরচালা গ্রামে।

সোমবার (৬মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিতর্কিত প্রধান শিক্ষক কফিল উদ্দিন ও শিক্ষক মন্ডলী অফিসে বসে আছেন। দু একজন শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছেন কিন্ত কোন কোন শ্রেণিকক্ষে একজন বা দুইজন আবার কোন কোন শ্রেণীকক্ষ ফাঁকা । দুপুর ১২টা পর্যন্ত সব শ্রেণি মিলিয়ে শিক্ষার্থী উপস্থিত হয়েছে মাত্র ১৩ জন । অনেক সময় ক্লাস না নিয়েই ছুটি দিয়ে দেওয়া হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টির এ দৃশ্য নতুন নয়। বর্তমানে যিনি প্রধান শিক্ষক রয়েছেন, তার দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থী হারাতে থাকে এই বিদ্যালয় । এরমধ্যে সব ক্লাস মিলিয়ে প্রতিদিন উপস্থিতি তিন-চার জনের বেশি হয় না। এতে ক্লাস নেওয়ার পরিবেশ না থাকায় চার শিক্ষক ঘুরেফিরে সময় কাটান।

এমন পরিস্থিতির জন্য অশোভন আচরণ ও অব্যবস্থাপনার পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে প্রধান শিক্ষকের দ্বন্দ্বের কথা বলছেন স্থানীয়রা।

(নাম প্রকাশের ইচ্ছুক নয়) বিদ্যালয়ের এক সহকারি শিক্ষক, প্রধান শিক্ষকের দ্বন্দ্বে পুরো বিদ্যালয় ফাকা। প্রধান শিক্ষকের আচরণ শোভনীয় নয়।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন , বিদ্যালয়ের কোন বিষয়ে কোন সাংবাদিককে কিছু বলবো না। বিদ্যালয়ের কোন ছবি তুলতেও দেবো না পত্রিকায় লিখে যা পারেন করেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি সাইদ মিয়া বলেন, প্রধান শিক্ষক কমিটির চোখ ফাঁকি দিয়ে নিজের স্ত্রীকে বিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন। বিদ্যালয়ে পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই গাছ কেটে টাকা আত্মসাৎ করেছে। আমি নির্বাচিত কমিটির সভাপতি হলেও আমাদের অজান্তেই উপজেলায় এডহক কমিটির জন্য লিখিত আবেদন দিয়েছে। আমরা গ্রামবাসী এই প্রধান শিক্ষকের বিচার চাই। বিদ্যালয় থেকে অপসারণ চাই।

বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইন্দ্র চন্দ্র বর্মন বলেন, এই প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত। বিদ্যালয়ের নিয়ম নীতি তোয়াক্কা করেন না। একটি মামলা বাজ লোক। আমাদের নির্বাচিত কমিটিকে মানেন না তিনি। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘প্রধান শিক্ষক অনিয়মের বিরুদ্ধে কথা বলার জেরে কমিটির লোকজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বন্দ্বের কারণে স্কুলটি শিক্ষার্থীশূন্য।

স্কুলে দুই শতাধিক শিক্ষার্থী থাকলেও প্রতিদিন ১০/১২জনের বেশি উপস্থিত থাকে না। স্থানীয়রা আমাকে জানিয়েছেন, প্রধান শিক্ষককে স্থায়ীভাবে এখান থেকে অপসারণ করা না হলে সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত কমিটি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন সাংবাদিকদের সম্পর্কে এমন মন্তব্য করা ঠিক হয়নি ওই প্রধান শিক্ষকের।

স্কুল কমিটির নির্বাচনের দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক অফিসার মো. আনোয়ার হোসেন মিল্টন বলেন, গত ৪ এপ্রিল স্কুলে সুষ্ঠুভাবে নির্বাচন হলেও অভ্যন্তরীণ রাজনীতির রেষারেষির কারণে ৮ এপ্রিল নির্বাচিত কমিটির ক্ষমতা হস্তান্তর স্থগিত করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার মো.হারুন অর রশিদ বলেন, স্কুল কমিটির সদস্যবৃন্দ ও প্রধান শিক্ষক কফিল উদ্দিনের দ্বন্দ্ব নিরসনে আমরা কাজ করছি। এ ক্ষেত্রে প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, প্রধান শিক্ষকের অনিয়ম, শিক্ষার্থী-সংকটসহ অনেক অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন হয়। ৮ এপ্রিল নির্বাচিত কমিটিদের হাতে ক্ষমতা হস্তান্তর স্থগিত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক, নির্বাচিত কমিটি ও এলাকাবাসীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই নিউজ লেখা পর্যন্ত শিক্ষার্থী শূন্য রয়েছে ওই প্রতিষ্ঠানটিতে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৫/২০২৪

ঢাকাঃ গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বলে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে বৃহস্পতিবার (৯ মে) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন বাকি রয়েছে অবরুদ্ধ রাফা শহর। যেখানে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। বাইডেনসহ বিশ্ব নেতারা আগে থেকেই রাফাহ আক্রমণের বিরোধিতা করে আসছে।

বাইডেন সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘যদি তারা (ইসরায়েল) রাফাতে যায়, আমি সেসব অস্ত্র আর সরবরাহ করব না যা রাফায় ব্যবহার করা হয়েছে।’ তবে তিনি এটাও বলেছে, ‘ইসরায়েলকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার কাজ চালিয়ে যাবেন।

’ মার্কিন প্রশাসনের দৃঢ় বিরোধিতা থাকা সত্ত্বেও ইসরায়েল রাফাহতে বড় আকারের আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, রাফাহ শহরে অভিযান চালালে ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটতে পারে। বাইডেন বলেছেন, ‘আমরা অস্ত্র এবং আর্টিলারি শেল (ইসরায়েলে) সরবরাহ করতে যাচ্ছি না।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাফার বর্তমান পরিস্থিতিকে স্থল অভিযান হিসেবে সংজ্ঞায়িত করেনি।

তিনি বলেন, ‘জনসংখ্যা বেশি রয়েছে এমন অংশে তারা যায়নি। তারা কেবল সীমান্তেই পদক্ষেপ নিয়েছে।’ বাইডেন বলেন, ‘আমি (ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু) তার যুদ্ধকালীন মন্ত্রিসভাকে স্পষ্ট বলেছি, যদি তারা জনবহুল এলাকগুলোতে অভিযান চালায়, তাহলে তারা আমাদের সমর্থন পাবে না।’
বাইডেন স্বীকার করেছেন, মার্কিন অস্ত্র ইসরায়েল গাজার বেসামরিক লোকদের হত্যার জন্য ব্যবহার করেছে। ইসরায়েল একটি ‘লাল রেখা’ অতিক্রম করেছে কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন, ‘এখনও না’।

এই প্রথমবারের মতো বাইডেন সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে অস্ত্রের চালান বন্ধ করতে পারে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৫/২০২৪

নিউজ ডেস্ক।।
জাপান ও বাংলাদেশী দুই বন্ধুর চেষ্টায় নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত এমদাদ-হনজো আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী শিক্ষা সফরে সুর্যোদয়ের দেশ জাপানে যাচ্ছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে হযরত শাহ্জালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে তারা জাপানের উদ্দেশ্যে রওনা হবেন। আগামী ১৭ মে পর্যন্ত তারা জাপানে অবস্থান করবে।

শিক্ষা সফরের খরচ বহন করছেন জাপানের বিশিষ্ট ব্যবসায়ী মি. রিউসুকে হন্জো। মি. রিউসুকে ও এমদাদ-হনজো আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়য়ের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ এমদাদুল হকের মধ্যকার গভীর বন্ধুত্বের ফলে এ সফর সম্ভব হয়েছে।

সফরকারী শিক্ষার্থীরা হলো- ওই বিদ্যালয়ের দশম শ্রেণির সৈয়দা রাইসা, মুসলিমা জাহান তুলি, নবম শ্রেণির সৈয়দা আতিফা রহমান, মোসা. রুকাইয়া শেখ জেরিন, সৈয়দা তাসনিয়া খানম এবং অষ্টম শ্রেণির মোসা. সিনথিয়া।

শিক্ষার্থীদের সঙ্গে যাচ্ছেন বিদ্যালয়য়ের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক ও বিদ্যালয়ের শিক্ষিকা মোসা. মৌসুমী খানম।

জাপানে অবস্থানকালে সফরকারী দলের সদস্যরা টোকিও এবং কিয়োটা সিটিতে যাবেন। এসময় টোকিও ইউনিভার্সিটি ও কিয়োটা ইউনিভার্সিটি পরিদর্শনসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।

প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় থেকে জাপানে যাওয়ার সুযোগ পেয়ে ভীষণ খুশি এসব শিক্ষার্থীরা। দশম শ্রেণীর শিক্ষার্থী সৈয়দা রাইসা বলেন, জাপানে যেতে পারবো কখনো ভাবিনি। সুর্যোদয়ের দেশ জাপান সম্পর্কে বইয়ে অনেক কিছু পড়েছি। এখন সে দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে। জীবনে এমন সুযোগ পেয়ে অনেক খুশি।

ড. সৈয়দ এমদাদুল হক বলেন, এ বিদ্যালয়টি জাপানের অর্থায়নে পরিচালিত হওয়ায় জাপানী বন্ধু মি. রিউসুকে হন্জো শিক্ষা সফরের সার্বিক আর্থিক সহযোগিতা প্রদান করেন। বাংলাদেশ এবং জাপানের মধ্যকার বন্ধনকে আরও দৃঢ় করা এবং উভয় দেশের রীতিনীতি সম্পর্কে ধারণার বহিঃপ্রকাশ এ শিক্ষা সফরের মুল উদ্দেশ্য।

বরিশালঃ জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচনে নীরব ভোট বিপ্লব ঘটালেন চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আবদুল মালেক। তিনি বরিশাল জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

বিভাগীয় শহরের কেন্দ্রবিন্দু সদর উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে বরিশাল অঞ্চলের মানুষের উৎসাহ বরাবরাই অন্যরকম। এবারের নির্বাচনে রাজনীতি ও গণমাধ্যমে তুমুল আলোচনায় থাকা প্রার্থীদের অবাক করে দিয়ে একজন ‘অনালোচিত’ প্রার্থীর বিজয় নিয়ে মানুষের মাঝে উৎসুক মনোভাব তৈরি হয়েছে।

বুধবার (৮ মে) অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন পাঁচজন। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত।

এদিকে, ভোটের আগে রাজনীতি ও ভোটারদের মাঝে যখন আলোচনার ঝড়-সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম কাকে সমর্থন দিচ্ছেন, সিটি মেয়র খোকন সেরনিয়াবাত কাউন্সিলরদের মাধ্যমে কী করছেন, কিংবা হাসানাত পরিবারের দৃষ্টি কোন দিকে? চায়ের দোকানের এমন সব মুখরোচক আলোচনা স্থান করে দিয়ে বিজয়ী হলেন এমন একজন ব্যক্তি, যিনি ছিলেন আলোচনার সর্বশেষ নম্বরের প্রার্থী। এটিকে এক ধরনের চমক হিসেবে দেখছেন বরিশালের গর্ব।

চর বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সহকারী প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান বলেন, ‘তিনি যখন প্রধান শিক্ষক ছিলেন, আমি তার সহকারী শিক্ষক হিসেবে ১০ বছর একত্রে চাকরি করেছি, তাকে খুব কাছ থেকে দেখেছি, তিনি ১০০ ভাগ সৎ মানুষ, তার সততায় কোনো ঘাটতি নেই। মো: আবদুল মালেক স্যার বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ছিলেন। বরিশাল সদর উপজেলার শিক্ষকদের কাছে তিনি অতি পরিচিত ও জনপ্রিয় মুখ। এই শিক্ষকরা নিভৃতে তার জন্যে কাজ করেছেন।

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বরিশাল ব্যুরো চিফ সাঈদ মেমন বলেন, ‘আমি সরাসরি স্যারের ছাত্র ছিলাম, তিনি জনপ্রিয় একজন ইংরেজি শিক্ষক ছিলেন। ৩০ বছরের শিক্ষকতা জীবনে তিনি যে সুনাম ও মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন তার ফলাফল নির্বাচনে পেয়েছেন।’

তিনি আরো বলেন, বরিশালের বহুল আলোচিত সমাজসেবক সালাহউদ্দিন রিপনের আপন চাচা এবং এস.আর সমাজকল্যাণ সংস্থার যাবতীয় মানবিক কাজের ফ্রন্টলাইনে ছিলেন আবদুল মালেক স্যার। এই সংস্থার ফ্রি উপবৃত্তি, ফরম ফিলাপ, দুস্থদের মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবাসহ নানা রকম উপকারভোগী মানুষগুলো তাদের কৃতজ্ঞতার প্রতিদান নিভৃতে ব্যালটের মাধ্যমে দিয়েছেন।’

শিক্ষক নেতা মো: আবদুল মালেকের বিজয়ের নেপথ্য নায়ক মনে করা হয় তার আপন ভাতিজা ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী সমাজসেবক সালাহউদ্দিন রিপনকে।

তিনি বলেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদরের মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি, এবার সুযোগ পেয়ে তারা নিরব ভোট বিপ্লবের মাধ্যমে আমার চাচাকে বিজয়ী করেছেন।’

নবনির্বাচিত বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবদুল মালেক বলেন, ‘এ বিজয় বরিশাল সদর উপজেলার জনগণের, আমি অতীতেও তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ।’

বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নির্বাচিত আব্দুল মালেক পেয়েছেন ১৯ হাজার ৭০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন পেয়েছেন ১৭ হাজার ৩১৪ ভোট।

এছাড়া তৃতীয় অবস্থানে থাকা যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন পেয়েছেন ১৪ হাজার ১৪১ ভোট, বিএম কলেজ ছাত্রসংসদের সাবেক সাহিত্য সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান মধু পেয়েছেন ১১ হাজার ১৭০ ভোট এবং বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি পেয়েছেন সাত হাজার ৮৬৮ ভোট।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জসিমউদ্দিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন মাহিদুর রহমান। এ পদের অপর দুই প্রার্থী হাদিস মীর তৃতীয় ও শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ চতুর্থ হয়েছেন।

নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট হালিমা বেগম হেপি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাস প্রতীকের নেহার বেগম।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৫/২০২৪

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram