সোমবার, ২০শে মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক, নীলফামারীঃ  নীলফামারী জেলার কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক  নির্বাচিত হয়েছে প্রভাষক ড. মোঃ ফরহাদ-উল-ইসলাম।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ জেলার কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক  নির্বাচিত হন তিনি।

ড. মোঃ ফরহাদ-উল-ইসলাম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষ প্রতিষ্ঠান ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ নীলফামারী সরকারি কলেজের আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক।

আরও পড়ুনঃ পিএইচডি ডিগ্রি অর্জন করলেন নীলফামারী সরকারি কলেজ শিক্ষক মোঃ ফরহাদ

 একাডেমিক জীবনে সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রাপ্ত ড. মোঃ ফরহাদ-উল-ইসলামের গ্রামের বাড়ি কুড়্রিগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ি ইউনিয়নের দলন গ্রামে। তিনি মরহুম বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও মোছাঃ ফাতেমা বেগমের তৃতীয় সন্তান।

কর্মজীবনে মোঃ ফরহাদ-উল-ইসলাম ২০১২ সালে প্রথমে নিজ জেলার কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২০১৩ সালে ৩২তম বিসিএসের (শিক্ষা ক্যাডার) মাধ্যমে নীলফামারী সরকারি কলেজে যোগদান করেন। বর্তমানে তিনি কলেজে অধ্যাপনার পাশাপাশি একাডেমিক বইপত্র রচনা ও দেশি বিদেশী জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য কাজ করছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বের ১৬০ দেশের মানুষ পরে বলে জানালেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।  মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ১৬তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি এসেছে পোশাকশিল্পের হাত ধরে। বিশ্বের প্রায় ১৬০টি দেশের মানুষ মেইড ইন বাংলাদেশের পোশাক পরিধান করে। বাংলাদেশ আজকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশই নয়, নিরাপদ পোশাক প্রস্তুতকারী দেশও। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা আমাদের দেশে।’

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বাংলাদেশ ডেনিম এক্সপো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ডেনিম মেলাগুলোর মধ্যে প্রশংসনীয় আয়োজন এটি। এবারের ডেনিম এক্সপোতে ১৩টি দেশ থেকে ৬০টির বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। যা আমাদের জন্য গর্বের বিষয়। পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এ দেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশ আসে এই শিল্প থেকে। প্রায় ৪০ লাখ কর্মী আছেন এই শিল্পে। যার ৬৫ শতাংশ নারী। এদেশের ২ কোটি মানুষের জীবন জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত। এদেশে এই শিল্পের অবদান প্রায় ১১ শতাংশ। গত বছর এদেশে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৪৭ বিলিয়ন ডলারের বেশি।’

বাংলাদেশের তৈরি পোশাক ক্রেতাদের উদ্দেশে বস্ত্রমন্ত্রী বলেন, ‘আজকের অনুষ্ঠানে উপস্থিত পোশাক ক্রেতাদের আমি অনুরোধ করব, পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে বাংলাদেশকে ডেসটিনেশন হিসেবে নেবেন। পোশাকের যথাযথ মূল্য আপনারা দেবেন। আফ্রিকার কোনো নন-কম্প্লায়েন দেশের পোশাকের তুলনায় এদেশে পোশাকের মূল্য একটু বেশি হবে, হওয়াটাই স্বাভাবিক।’

দেশের পোশাকশিল্প মালিকদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের পোশাকশিল্পের উদ্যোক্তারা অত্যন্ত চৌকস। তারা প্রত্যেকটা চ্যালেঞ্জ অত্যন্ত সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন। চ্যালেঞ্জ মোকাবিলা করে এই পোশাকশিল্পকে তারা আরও এগিয়ে নিয়ে গেছেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন, বিজিএমইএ-এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএমইএ-এর বর্তমান প্রেসিডেন্ট এস এম মান্নান কচি, এইচঅ্যান্ডএমের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপিয়ার আঞ্চলিক প্রধান জিয়াউর রহমান প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪

কুড়িগ্রামঃ জেলায় ফুলবাড়ীতে ২০ দিন আগে পাগলা কুকুরে কামড়ে আহত শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার দুপরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জলাতঙ্কে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৃত শিক্ষার্থী উপজেলা সদরের চন্দ্রখানা মৌজার ভূতমারী গ্রামের নির্মাণ শ্রমিক জায়দুল হকের ছেলে মো. হাসান আলী। সে কুঠিবাড়ী মডার্ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। মেধাবী ওই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তার বন্ধু-বান্ধবসহ গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন।

মৃতের দাদি স্বপ্ন খাতুন জানান, ১৮-২০ দিন আগে সকালে ভারতীয় সীমান্ত এলাকা থেকে একটি কুকুর উপজেলার পানিমাছকুটি গ্রামে এসে সাধারণ কুকুরকে ধাওয়া দেয়। পথচারীরা দেখে পাগলা কুকুর, পাগলা কুকুর বলে চিৎকার করতে থাকে। লোকজন কিছু বুঝে উঠার আগেই কুকুরটি যাকে সামনে পায় তাকেই কামড়াতে থাকে। এভাবে কামড়িয়ে ১১ জনকে আহত করে।

তিনি বলেন, আমার নাতি হাছান আলী (১৪) ফুলবাড়ী শিশুপার্কে বসেছিল। তখন পাগলা কুকুরটি মাঠের একটি ছাগলকে কামড়িয়ে আহত করে। তখন সে ছাগলটিকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তাকে কামড়িয়ে ক্ষতবিক্ষত করে। সচেতনতার অভাবে ছেলেটির চিকিৎসাসেবা নিতে বিলম্ব হলে সে বেশি অসুস্থ হলে রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শিক্ষার্থীর বন্ধু পারভেজ জামান জানায়, সে মেধাবী ও ভালো খেলোয়াড় ছিল। সঠিক চিকিৎসা না নেওয়ায় অকালে তার মৃত্যু হলো।

কুটিবাড়ী মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী জানান, হাছান আলী আমাদের বিদ্যালয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল বলে শুনেছি। চিকিৎসা সঠিক হয়েছে কিনা জানি না। তবে আমি তার মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪

রাবিঃ পদ্মা নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ওই শিক্ষার্থীর নাম শাকিনুর রহমান সাব্বির। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।

সাব্বিরের সহপাঠী সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে পদ্মার পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন সাব্বির। এ সময় বিষধর রাসেল ভাইপার সাপ সাব্বিরকে কামড় দেয়। তার বন্ধুরা তৎক্ষণাৎ সাপটিকে মেরে দ্রুত সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার সাব্বির আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, আমরা চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাব থাকবে। সেখানে অন্তত চর্চা হবে।

তারা দেখবে সেখানে আইনস্টাইন কী বানিয়েছে, জামাল নজরুলের আবিষ্কার সেখানে থাকবে, জাফর ইকবালের জীবনী সেখানে থাকবে। প্রতিটি স্কুলে এদের কেন্দ্র করে রুম ডেডিকেটেড করতে হবে। যে এরা আমাদের পূর্ব পুরুষ। সোমবার (৬ মে) নারায়ণগঞ্জের প্রিপারেটরি স্কুলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সন্তানদের ভাবনার জগৎ তৈরি করে দিচ্ছি না। আমরা মোবাইলে ব্যস্ত। কিন্তু মোবাইল কে আবিষ্কার করল তা চিন্তা করি না। আমরা ভাবি না এটা কীভাবে কাজ করে। আমরা ল্যাপটপ ব্যবহার করি কিন্তু শিক্ষার্থীদের মাঝে এটা জাগাতে পারি না যে কীভাবে এটা কাজ করছে। আমরা ছাত্র-ছাত্রীদের এগুলো শেখাতে পারছি না। মেকানিজমটা কী সেটা পড়াতে পারছি না আমরা। আমাদের শিক্ষার্থীদের মনে প্রশ্নটা জাগিয়ে তোলাই এই বিজ্ঞান মেলার উদ্দেশ্য।

আইনস্টাইন ও নিউটন আমাদের মতো মানুষ ছিলেন। আমাদের দেশের জাহিদ হাসান একজন প্রখ্যাত বিজ্ঞানী। আমাদের দেশে অনেক বিজ্ঞানী আছেন। ড. জাফর ইকবাল কত মানুষের জীবন পাল্টে দিয়েছেন। যিনি কয়েক লাখ ডলার পেতেন বাইরের যেকোনো বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তিনি কয়েক হাজার টাকা বেতনে আমাদের এখানে এসে চাকরি করছেন।

জামাল নজরুলকে স্টিফেন হকিং অন্যতম সেরা বিজ্ঞানী বলেছিলেন। তিনিও কয়েক লাখ টাকার বেতন ফেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন। আমাদের দেশের জন্য এমন টান থাকতে হবে। আমার পরিচিত একজন আছেন তিনি কানাডা থাকেন, বলল অনেক সুখে আছেন। আমি বললাম সুখ কী৷ পরিবার ছেড়ে এত দূরে থাকা কী সুখ। একেক জনের কাছে সুখের সংজ্ঞা একেক রকম।

আমাদের ভাবতে হবে আমরাও পৃথিবীর জন্য কিছু একটা করে যেতে চাই। শিক্ষক যদি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা জাগিয়ে তুলতে পারে তাহলে আপনি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন।

আমরা হাজার হাজার শিক্ষক আছি। কিন্তু আমরা দেখি শিক্ষার্থীরা বাংলা পড়তে পারে না৷ ক্লাস টেনের ছেলে ইংরেজি পড়তে পারে না। একটা সহজ সমীকরণ সলিউশন করতে পারে না তারা। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের শতভাগ শিক্ষার্থীরা যেন বাংলা, ইংরেজি পড়তে পারে ও গণিতের বেসিক আইডিয়া থাকে এটাই আমাদের লক্ষ্য হবে।

তিনি আরও বলেন, আমরা কেউ এর দায় এড়াতে পারি না। ১৯৫২ সালে ভাষা শহীদরা জীবন দিয়েছেন। আর আজ আমাদের ক্লাস থ্রি, ফোরের বাচ্চারা বাংলা পড়তে পারে না। আমাদের শিক্ষকদের ভাবতে হবে কীভাবে শেখানো যায়। শিক্ষকদেরও পড়তে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪

চট্টগ্রামঃ  জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নীরব (১৩) নামের এক স্কুলছাত্র ঝলসে গেছে।

মঙ্গলবার (৭ মে) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

জানা গেছে, এদিন বিকেলে চৌদ্দগ্রামে ধোড়করা বাজারে হারলান একটি কসমেটিকসের শো-রুম উদ্বোধন করেন সাকিব আল হাসান। তাকে এক নজর দেখতে স্কুলছাত্র নীরব স্থানীয় মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় ওঠে। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার শরীরে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নীরবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরি বিভাগের মেডিকেল অফিসার রবিউল হক বলেন, নীরবের বুকের ডান পাশে প্রায় ৪০ শতাংশ ঝলসে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছি। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাকিব আল হাসান আসার আগে উৎসুক জনতার সঙ্গে নীরব নামে এই স্কুলছাত্রটি একটি ভবনের দ্বিতীয় তলায় ওঠার চেষ্টা করছিল। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে সে ঝলসে যায়। তার শরীরের প্রায় ৪০ শতাংশ ঝলসে গেছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে টানা তিন দিন সারাদেশে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির খবর জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা ৬টায় দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানায়, বুধবার (৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়াগায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (৭ মে) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সমিতিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৫০২ টাকা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এর আগে ছিল ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা।

এতে আরও বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৫ মে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করে বাজুস।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সনদপ্রাপ্ত ইনডেক্সধারী (নিবন্ধিত) শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ ছিল। কিন্তু সর্বশেষ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সেই সুযোগ স্থগিত করা হয়।

প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ বন্ধ হয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির চালু হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় আশা বেঁধেছিলেন শিক্ষকরা। দূরদূরান্তে চাকরি করা এসব শিক্ষকরা নিজ এলাকায় ফিরতে পারবেন। গত রবিবার (০৫ মে) বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্ত করতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতিত্ব করেন।বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালু না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বদলি প্রক্রিয়া চালুর ব্যাপারে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার আপত্তি থাকায় আপাতত বদলির সুযোগ পাচ্ছেন না দীর্ঘদিন ধরে বদলি ব্যবস্থা চালুর দাবি করে আসা এসব শিক্ষকরা।

তবে ঐ বৈঠকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালু না করার সিদ্ধান্ত হলেও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ইনডেক্সধারীদের এসব শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ার যায় কি না সে বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি শিক্ষকের পদ ফাঁকা রয়েছে। ৫ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই পদগুলো পূরণ করা সম্ভব হবে না। যেহেতু শিক্ষকদের বদলি আপাতত চালু হচ্ছে না; তাই আসন্ন গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া যায় কি না সে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে।

বদলির ঐ সভা সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে আয়োজিত সভায় ইনডেক্সধারী শিক্ষকদের পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া যায় কি না সে বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। বদলি চালু না হওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা কাজ করছে। যেহেতু বদলি চালু হচ্ছে না, সেহেতু ইনডেক্সধারী শিক্ষকদের বিকল্প পদ্ধতিতে কীভাবে প্রতিষ্ঠান পরিবর্তন করার সুযোগ দেওয়া যায় সে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

শিক্ষকরা বলছেন, শূন্যপদের বিনিময়ে সরকার যদি একটি গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় তাহলে প্রতিষ্ঠান পরিবর্তনে ইচ্ছুক শিক্ষকরা নিজ উপজেলা বা জেলায় চলে যেতে পারবেন। আর শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের পর আরেকটি নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধিত শিক্ষকদের সেসব পদে নিয়োগ দিলে সব সমস্যা সমাধান হয়ে যায়। কাজটি বদলি পদ্ধতির চেয়ে অনেক সহজ হবে বলে মনে করেন শিক্ষকরা।

শিক্ষক নিয়োগে চলতি বছরই আসতে চলেছে বড় ধরনের গণবিজ্ঞপ্তি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজারের অধিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। চলতি মে মাসেই এ নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে। এরপর কতগুলো পদ শূন্য রয়েছে, তা যাচাই করে দ্রুত আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পঞ্চম গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশের পর শূন্য পদগুলো পূরণে শিগগির আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ শূন্য থাকে, সে বিষয়টি বিবেচনা করে চলতি বছরই আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আর এই আসন্ন গণবিজ্ঞপ্তিতেই ইনডেক্সধারী শিক্ষকদের পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া যায় কি'না তা নিয়ে ভাবছে মন্ত্রণালয় ও এনটিআরসিএ।

শিক্ষকরা বলছেন, শিক্ষকদের বদলি যদি জটিল প্রক্রিয়া মনে হয়, তাহলে ইনডেক্সধারী শিক্ষকদের জন্য আলাদা বা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া যায় কিনা, বা আসন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া যায় কি না এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাদরাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী- আগামী ১৬ মে থেকে এ অনুষ্ঠান শুরু হয়ে চলবে ৩০ মে পর্যন্ত।

মঙ্গলবার (৭ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাদরাসায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান (১৬ মে থেকে ৩০ মে) আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রত্যেক মারদাসা স্ব স্ব কর্মসূচি প্রণয়ন করে ইসলামিক সাংস্কৃতিক পক্ষ আয়োজন করবে।

ইসলামিক সাংস্কৃতিক পক্ষ চলাকালে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমও চালু রাখতে হবে। এছাড়া আয়োজনের ছবি, ভিডিও [email protected]এ ই-মেইলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাদরাসা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইন শিক্ষাবার্তা'কে বলেন, নির্দেশনা অনুযায়ী- আগামী ১৬ মে থেকে এ অনুষ্ঠান শুরু হয়ে চলবে ৩০ মে পর্যন্ত। প্রত্যেক মারদাসা স্ব স্ব কর্মসূচি প্রণয়ন করে ইসলামিক সাংস্কৃতিক পক্ষ আয়োজন করবে। তবে ইসলামিক সাংস্কৃতিক পক্ষ চলাকালে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমও চালু রাখতে হবে। যেন পাঠদানে কোন ব্যাঘাত না ঘটে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪

কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা এবং গত ২৮ এপ্রিল শিক্ষকদের উপর হামলাকারী সকল অছাত্র-বহিরাগত সন্ত্রাসীদের বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে কুবি শিক্ষক সমিতির সদস্যরা।

মঙ্গলবার বেলা ১২ টা থেকে দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ ব্যাপারে শিক্ষক সমিতির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস লতা বলেন, 'আমাদের এক দফা দাবি, দাবি আদায় করে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে তা কারো জন্য মঙ্গলজনক না।'

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘এতো অনিয়মের মধ্যে দিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে গেছি উনার সাথে কিন্তু তিনি সেখানে আমাদের উপর সন্ত্রাসী দিয়ে হামলা করিয়েছেন। তিনি অনেক সময় কার্যালয় ছেড়ে বের হয়ে গেছেন। এভাবে একটা পর্যায়ে গিয়ে আমরা আক্রমণের শিকার হয়েছি। উনি সন্ত্রাসী দিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর হামলা করিয়েছেন। এভাবে তো একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। আমাদের কর্মসূচি চলমান, আমরা মনে করি একজন অনৈতিক, অন্যায্যকারী উপাচার্যের নেতৃত্বে একটা বিশ্ববিদ্যালয় কোনোভাবে নিরাপদ না। আমরা যে ক্লাসে ফিরবো, ক্লাস রুমেও আমরা নিরাপদ না। আমরা মনে করি এ বিষয়ে সরকার পদক্ষেপ নিবে। কোন ব্যক্তির জন্য এতো বড় একটা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না।'

এর আগে গত ২৮ এপ্রিল উপাচার্য-শিক্ষক সমিতির হাতাহাতি ঘটনা ঘটে এবং দু'পক্ষই পাল্টাপাল্টি থানা মামলা করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩০ এপ্রিল জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় এবং হলসমূহ বন্ধ ঘোষণা করে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ শিক্ষক নিয়োগে চলতি বছরই আসতে চলেছে বড় ধরনের গণবিজ্ঞপ্তি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজারের অধিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। চলতি মে মাসেই এ নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে।

এরপর কতগুলো পদ শূন্য রয়েছে, তা যাচাই করে দ্রুত আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

জানা গেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সারাদেশে ৯৬ হাজার ৭৩৬ জন শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছিল এনটিআরসিএ। আদালতের নির্দেশনা ও নিবন্ধন নীতিমালা অনুযায়ী- এ গণবিজ্ঞপ্তিতে মাত্র ১৬তম ও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা আবেদনের সুযোগ পাচ্ছেন। ফলে বিপুল সংখ্যক পদ শূন্যই থেকে যাবে।

পঞ্চম গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশের পর শূন্য পদগুলো পূরণে শিগগির আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ শূন্য থাকে, সে বিষয়টি বিবেচনা করে চলতি বছরই আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান বলেন, ‘পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেক পদ শূন্য থাকবে, সেটা সহজেই অনুমেয়। কতগুলো পদ শূন্য থাকে, তা বিবেচনা করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করা হবে।’

এদিকে, আগামী সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে এনটিআরসিএ। আগামী সপ্তাহের শেষ দিকে টেলিটকের সঙ্গে সভা করবে সংস্থাটি। এরপর প্রাথমিক সুপারিশের দিনক্ষণ চূড়ান্ত করা হতে পারে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram