শনিবার, ১৮ই মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

এমপিওভুক্ত সব মাদরাসায় নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৫ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাদরা শিক্ষা অধিদ্প্তরের আওতাধীন দেশের কামিল, ফাজিল, আলিম, দাখিল পর্যায়ের এমপিওভুক্ত ৮ হাজার ২২৯টি মাদ্রাসার মধ্যে কিছু সংখ্যক মাদরাসায় নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেসব মাদরাসায় ওয়েবসাইট পরিদর্শন করলে দেখা যায় মাদরাসায় অধ্যক্ষ/ সুপারদের নাম, মোবাইল নম্বর, যোগাযোগের ঠিকানা, পাঠ্যসূচিসহ অন্যান্য কার্যক্রমের আপডেট কোনও তথ্য নেই।

আদেশে বলা হয়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষার উন্নয়ন ও প্রসারে প্রত্যেক মাদরাসায় তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং মাদরাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সব কার্যক্রম ওয়েবসাইটে আপডেট রাখতে হবে।

(** ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন:01716083053 এই নম্বরে***)

শিক্ষাবার্তা/জামান/০৫/০৫/২৪

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীতে শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। সঙ্গে শিলা। আজ রোববার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে শুরু হয় এ শিলা-বৃষ্টি। এর আগে রাত ৯টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া।

সারাদেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। দিয়েছিল, সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার তথ্য। এরপর রাত ৯টার দিকে রাজধানীতে শুরু হয় ঝড়ো হাওয়া। সঙ্গে নামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর সাড়ে ১০টার দিকে শুরু হয় শিলাবৃষ্টি।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, রোববার বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া কাল সোমবার থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে করে যেসব জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে প্রশমিত হবে।

শিক্ষাবার্তা/জামান/০৫/০৫/২৪

রাজশাহীঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ডেপুটি রেজিস্ট্রার শাহ মো. আল বেরুনী ফারুক। সম্প্রতি এক রাজাকারের শ্যালক ও বিএনপি নেতার ভাইয়ের পক্ষ নিয়ে আওয়ামী লীগ নেতাকে অশ্লীল ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা যায়, রুয়েটে ২০১২ সালের সার্কুলারে পিএস টু ভিসি পদে নিয়োগ পান ফারুক। তবে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ফলাফল বাতিল করে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে ছাত্রলীগের ক্যাডারদের নিয়ে তৎকালীন উপাচার্যের দপ্তর ঘেরাও করেন তিনি।

পরে ফারুককে চাকরি দিতে বাধ্য হন তৎকালীন উপাচার্য ড. সিরাজুল করিম চৌধুরী।

অভিযোগ আছে, রুয়েটের প্রকৌশল দপ্তরে সহকারী প্রকৌশলী পদে যোগ্য হওয়া সত্ত্বেও ফারুকের যোগসাজশে সিনিয়র উপসহকারী প্রকৌশলী মো. মোতাহার হোসেনকে বাদ দেওয়া হয়। পরে সেই পদে অনৈতিকভাবে রুয়েট ছাত্রশিবিরের প্রধান পৃষ্ঠপোষক ও শিবির নেতা মো. আহসান হাবীবকে নিয়োগ দেওয়া হয়।

এরপর মাত্র দেড় বছরের চাকরির অভিজ্ঞতা নিয়ে সহকারী রেজিস্ট্রার পদ বাগিয়ে নেন ফারুক।

অথচ ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল।

পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়াই সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগের বিষয়ে রুয়েটের সাবেক ভিসি রফিকুল ইসলাম বেগ বলেন, ‘এত আগের খবর আমি বলতে পারব না। এটা একটি কমিটি করে দেওয়া হয়। তারা যাচাই-বাছাই করে সেটির জন্য রেজিস্ট্রার দপ্তরে সুপারিশ করে।

আমি এগুলো দেখি না। আমার আমলের রেজিস্ট্রারের সঙ্গেই যোগাযোগ করেন। তিনিই ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে ওই সময়ের রেজিস্ট্রার ড. সেলিম হোসেন বলেন, ‘এটি কিভাবে হয়েছে তা এখন বলা সম্ভব নয়।’

এ বিষয়ে বর্তমান রেজিস্ট্রার আরিফ আহম্মেদ চৌধুরী বলেন, ‘তাঁর (ফারুকের) সহকারী রেজিস্ট্রার পদের অভিজ্ঞতা রুয়েটের নিয়োগসংক্রান্ত নীতিমালা অনুযায়ী হয়েছে।

তবে সেই নীতিমালা রুয়েট পরিচালনা অধ্যাদেশে নেই। আমরা বিষয়গুলো তাঁর কাছে জানতে চাইব।’ তিনি বলেন, ‘তাঁর ডেপুটি রেজিস্ট্রার পদে আপগ্রেডেশনের ক্ষেত্রে শিথিলতা করা হয়েছে।’

প্রতিটি পদেই তাঁর জন্য শিথিলতা কেন? জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহ মো. আলবেরুনী ওরফে ফারুক বলেন, ‘আমি প্রথম শ্রেণির চাকরি করছি ২০১২ সাল থেকে। আর ২০২২ সালে যদি আমার প্রমোশন হয় তাহলে গ্যাপ থাকল কোথায়? একজন উপাচার্য নিয়োগ দিয়েছেন। সহকারী রেজিস্ট্রার আর ডেপুটি রেজিস্ট্রার হয়েছি পৃথক দুই উপাচার্যের সময়। তাই এসব বিষয়ে তাঁদের প্রশ্ন করেন।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। প্রতি ভরিতে সোনার দাম ৭৩৫ টাকা বেড়েছে। আগামীকাল সোমবার (৬ মে) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

রবিবার (৫ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৫ হাজার ৮৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯০ হাজার ৭৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা করা হয়েছে।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪

চুয়াডাঙ্গাঃ একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠেছে। তীব্র তাপদাহ শুরু হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা বেড়েছে। ভ্যাপসা গরমের কারণে মানুষ অস্বস্তিতে রয়েছে। তাপমাত্রা ও আদ্রতার কারণে শরীর জ্বলে যাচ্ছে। সূর্যের প্রখরতা বেড়ে যাওয়ায় সড়কে মানুষের উপস্থিতি কম। বাতাসে আগুনের উঞ্চতা অনুভব হচ্ছে।

রবিবার (৫ মে) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৩২ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, টানা ১০ দিন পর শনিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নামলেও একদিনের ব্যবধানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রোববার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমাণ ৩২ শতাংশ। আগামীকাল (সোমবার) জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

টানা ১০ দিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১-৪৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। একদিনের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পায় ২.৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র থেকে অতি তীব্র তাপদাহে পুড়ছিল চুয়াডাঙ্গা। ১০ দিনের মধ্য ৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। সূর্যের প্রখরতা আর গরম বাতাসে জনজীবন হাঁসফাঁস অবস্থায় পরিণত হয়েছিল। তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়ে জনজীবন।

তিনি আরও জানান, ২৪ এপ্রিল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, ২৫ এপ্রিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, ২৬ এপ্রিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, ২৭ এপ্রিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস, ২৮ এপ্রিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, ২৯ এপ্রিল ৪৩.০ ডিগ্রি সেলসিয়াস, ৩০ এপ্রিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস, ১ মে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস, ২ মে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস ও ৩ মে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের ৮ বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (৫ মে) বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে দমকা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আজ রবিবার সন্ধ্যা ৬টার আবহাওয়ার পূর্বাভাসে আগামী তিন দিন দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রী সে. হ্রাস পেতে পারে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (১৭শ বিজেএস) সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাসের হার ৯ দশমিক ৭২। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬০৩ জন পরীক্ষার্থী।

রবিবার (৫মে) বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জানা গেছে, গতকাল শনিবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের এই পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ৭ হাজার ৩১০ জন আবেদনকারী পরীক্ষার্থীর মধ্য ৬ হাজার ২০২ জন পরীক্ষায় অংশ নেন। ১ হাজার ১০৮ জন আবেদনকারী অনুপস্থিত ছিলেন।

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৭শ বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। গত ফেব্রুয়ারিতে সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজেএস। গত ৩ মার্চ থেকে আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ মার্চ।

সব প্রার্থীকে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। এই পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ থাকে। প্রতিটির মান ১ নম্বর। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়। সব প্রার্থীকেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রাক্‌-যোগ্যতা হিসেবে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৫০। প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর কোনো প্রার্থীর লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করা হবে না। এ পরীক্ষা-সম্পর্কিত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ‘তথ্য, নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস’ নামের পুস্তিকার প্রথম অধ্যায়ের ১৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে প্রচণ্ড তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত আর্দ্র মাসগুলোতে এই পরিস্থিতি মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, নবজাতক ও শিশুর ক্ষেত্রে উচ্চ তাপজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জাতীয় নীতিমালা বা গাইডলাইন প্রণয়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ নীতিমালা প্রকাশ করা হয়। অন্তঃসত্ত্বা নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে উচ্চ তাপজনিত স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষা দিতে ইউনিসেফের সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়ন করেছে স্বাস্থ্য বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্ত লাল সেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া পরিবর্তন হয়েছে। বাংলাদেশে গত কয়েক দিনে তাপমাত্রা বাড়ায় জনগণকে দুর্ভোগে পড়তে হয়েছিল। ঢাকার তুলনায় গ্রামাঞ্চলে তাপমাত্রা বেশি হলেও শহরে এর তীব্রতা অনেক বেশি ছিল। কারণ শহরাঞ্চলে নির্বিচারে গাছপালা কাটা হয়েছে। এদিকে যদি নগরবিদরা ব্যবস্থা নেন, তাহলে তীব্রতা থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কীভাবে এই গরমে মানুষকে সুস্থ রাখা। তাপপ্রবাহ যখন চরম পর্যায়ে পৌঁছেছে তখনই এই নীতিমালা তৈরির নির্দেশ উদ্যোগ নেওয়া হয়।’ নীতিমালাকে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে চিকিৎসকদের এই নীতিমালার আলোকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

গাইড লাইন প্রকাশ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ এমা ব্রিংহাম প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, স্বাধীনতার পরে ৫০ বছরের অধিক সময় চলে গেছে। ইতোমধ্যে আমরা মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা তৈরি করেছি। এটা অনলাইনে বা সরাসরি আবেদন করার সুযোগও দেয়া হয়েছিলো। এ প্রক্রিয়া শেষ হয়েছে গত বছর। সে কারণে নতুন করে আর কোনো মুক্তিযোদ্ধা হওয়ার আবেদন নেয়া সম্ভব নয় বলে জানান মন্ত্রী ।

রবিবার (৫ মে) জাতীয় সংসদে মাইনূল হোসেন খান নিখিলের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, তবে যেসব মুক্তিযোদ্ধার নাম নথিভুক্ত রয়েছে যদি তারা ভাতা না পেয়ে থাকেন তাহলে সে বিষয়টি আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব। আর মুক্তিযোদ্ধাদের সম্মানী বা ভাতা বাড়ানোর বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, ৬ হাজার ৯৬ কোটি ৫৩ লাখ ২৫ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে সারাদেশে ৩০ হাজার মুক্তিযোদ্ধা পরিবারকে আবাসন সুবিধা দেবার কার্যক্রম চলমান রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪

ঢাকাঃ  অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যা বন্ধ করার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ছাত্র বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন প্রখ্যাত সিনেটর বার্নি স্যান্ডার্স।

তিনি বলেছেন, ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে রাজনৈতিক ও নৈতিকভাবে দুর্বল অবস্থানে নিয়ে যাচ্ছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে স্যান্ডার্স বলেন, এটি বাইডেনের জন্য ভিয়েতনাম পরিণতি ডেকে আনতে পারে।

তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সঙ্গে বাইডেনের তুলনা করে বলেন, জনসন ভিয়েতনাম যুদ্ধের সময় শিক্ষার্থী-বিক্ষোভের জের ধরে ১৯৬৮ সালের পুনর্নিবাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিজ্ঞ রাজনীতিবিদ বলেন, এবার ইসরায়েল নিয়েও নিজের অবস্থানের জন্য শুধু ছাত্রসমাজ নয় সেইসঙ্গে ডেমোক্র্যাটদের বড় অংশের সমর্থন খুইয়ে বাইডেন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় নির্বাচনে হেরে যেতে পারেন।

বাইডেনের ডেমোক্র্যাট দলে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত জরিপে দেখা গেছে, দলটির মাত্র ১৮ ভাগ সমর্থক বাইডেনের ইসরায়েল নীতিকে সমর্থন করছেন। অন্যদিকে শতকরা ৭৫ ভাগ ডেমোক্র্যাট গাজায় ইসরায়েলি গণহত্যার বিরোধিতা করেছেন।

এ অবস্থায় গাজা যুদ্ধের কারণে নিজ দলের সমর্থন ব্যাপকভাবে হারানোর ফলে আগামী নির্বাচনে বাইডেনের পক্ষে জয়লাভ করা কঠিন হয়ে পড়বে বলে অনেক মনে করছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৩  কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে বদলি পূর্বক পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। পদায়ন করা ২৩ কর্মকর্তার মধ্যে প্রভাষক ১৪ জন এবং সহকারী অধ্যাপক ৯ জন।

রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ রেবেকা সুলতানা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই ২৩  কর্মকর্তাকে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ মে ২০২৪ ইং তারিখের মধ্যে বদলীকৃত কর্মকর্তাগণ বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। বর্ণিত কর্মকর্তাগণ আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল মাদ্রাসায় (কামিল/ফাজিল/আলিম/দাখিল) ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট নেই, তাদের নতুন ওয়েবসাইট তৈরি করতে বলা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো: জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের কামিল/ফাজিল/আলিম/দাখিল পর্যায়ের এমপিওভুক্ত ৮২২৯টি মাদ্রাসার মধ্যে কিছু সংখ্যক মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেসব মাদ্রাসার ওয়েবসাইট পরিদর্শন করলে দেখা যায় মাদ্রাসার অধ্যক্ষ/সুপারদের নাম/মোবাইল নম্বর/যোগাযোগের ঠিকানা/পাঠ্যসূচিসহ অন্যান্য কার্যক্রমের আপডেট কোন তথ্য নেই। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও প্রসারে প্রত্যেক মাদ্রাসায় তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সকল কার্যক্রম ওয়েবসাইটে আপডেট রাখতে হবে।

উল্লেখ্য যে, মাদ্রাসার ওয়েবসাইট তৈরি এবং ওয়েবসাইট আপডেট রাখাসহ বিভিন্ন টেকনিক্যাল সাপোর্টের জন্য আইসিটি অ্যাম্বাসেডরদের (সংযুক্তি তালিকা) সহযোগিতা গ্রহণ করা যাবে।

এমতাবস্থায়, প্রত্যেক মাদ্রাসায় তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সকল কার্যক্রম ওয়েবসাইটে আপডেট রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ওয়েব সাইট তৈরিতে মাদ্রাসার আইসিটি অ্যাম্বাসেডরদের তালিকা দেওয়া হয়। তালিকা দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৫/২০২৪

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram