বৃহস্পতিবার, ৯ই মে ২০২৪

নিউজ ডেস্ক।।

বিশ্বকাপের পর শ্রীনিবাসন চন্দ্রশেখর চাকরি ছাড়ার পর জাতীয় দলের অ্যানালিস্ট হিসেবে স্থায়ী কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। এবার শ্রীনিবাসনের পাকিস্তানের মহসিন শেখকে নিয়োগ দিয়েছে তারা।

সোমবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসিনকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের চুক্তিতে মহাসিনকে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এর আগে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে ছিলেন তিনি। কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করা অ্যানালিস্ট মহসিন কাজ করেছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক দলের সঙ্গে।

এর মধ্যে আফগানিস্তান জাতীয় দল, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও রয়েছে। কাজ করেছেন পিএসএল, আইপিএল, বিগ ব্যাশের মতো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ লিগে। সবশেষ বিপিএলে কাজ করেন খুলনা টাইগার্সের হয়ে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ

জনপ্রশাসনে ১২৭ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। প্রায় এক বছর পর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো।

সোমবার (২২ এপ্রিল) পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার নিয়মিত বিসিএস ব্যাচ হিসেবে ১৮তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। ১৮তম ব্যাচ ছাড়াও এবার আগেরবার পদোন্নতি না হওয়া একাধিক ব্যাচের কর্মকর্তাদেরও পদোন্নতি দেওয়া হয়েছে।

সবশেষ গত বছরের মে মাসে প্রশাসনের ১১৪ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছিল। প্রায় এক বছর পর এই পদে পদোন্নতি দেওয়া হলো। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে বেশ কিছুদিন ধরেই প্রক্রিয়া চলছিল।

নিয়মানুযায়ী পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিবদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এখন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেবেন। তারপর পৃথক আদেশে তাদের পদায়ন করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে উপসচিব পর্যায়েও পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদে নিয়মিত ব্যাচ হিসেবে ৩০তম বিসিএসের কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনা করা হচ্ছে।

উপসচিব পদে সাধারণত প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

শিক্ষাবার্তা ডটকম/জামান/২৩/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে চলমান তাপপ্রবাহের মধ্যেও কিছু অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন সুখবর দিলো আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ‍পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে মঙ্গলবার সারাদেশের তাপমাত্রা না বাড়লেও বুধবার থেকে টানা দুদিন বাড়বে বলে জানানো হয়েছে। তাপপ্রবাহ অব্যাহত থাকার কথাও বলা হয়েছে এ পূর্বাভাসে।

সোমবার চুয়াডাঙ্গা পর্যবেক্ষণাগারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কুষ্টিয়ার কুমারখালী পর্যবেক্ষণাগারে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪০ দশমিক ২ ডিগ্রি।

ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ২ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪

কুড়িগ্রামঃ জেলার ভূরুঙ্গামারীতে গোপন দরপত্রের মাধ্যমে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ছয় লাখ টাকার ৫টি গাছ ৫৬ হাজার টাকায় বিক্রি হলেও ৬টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত ৭ এপ্রিল উপজেলার পাথরডুবি ইউনিয়নের পাথরডুবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সরেজমিনে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাচীর নির্মাণের জন্য বিদ্যালয়টির ৫টি গাছ নিলামে বিক্রয়ের জন্য গোপনে দরপত্র আহ্বান করা হয়। ওই দরপত্রে অংশ নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক আবুল বাশার গাছগুলো ৫৬ হাজার টাকায় কিনে নেন। যার আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। ৫টি গাছ কাটার কথা থাকলেও গত ৭ এপ্রিল প্রকাশ্যে ৬টি গাছ কেটেছে। অপর গাছটি রাজু, সহকারী শিক্ষক রোকন ও শামছুল হক নামক ব্যক্তির কাছে মাত্র ১২ হাজার টাকায় বিক্রি করে দেন আবুল বাশার।

এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী গাছটি আটকে দিয়েছে। বর্তমানে গাছটি বিদ্যালয় মাঠে রয়েছে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিঘড়ি করে রাতের আঁধারে কে বা কারা গাছটি কেঠে ফেলে মর্মে একটি রেজুলেশন তৈরি করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেন বলে এলাকাবাসী জানান।

ম্যানেজিং কমিটির সদস্য মাহাবুব হোসেন বলেন, ‘বিদ্যালয়ের গাছ বিক্রির দরপত্র বিষয়ে আমি কিছুই জানি না। পরে এলাকাবাসীর মারফত জানতে পারি ৫টি গাছের টেন্ডার হয়েছে কিন্তু গাছ কাটা হয়েছে ৬টি।’

এলাকাবাসী রাজু মিয়া ও লুৎফর রহমান জানান, গাছ বিক্রির দরপত্র সর্ম্পকে আমরা কিছুই জানি না। তবে ১টি গাছ আটকে দিয়েছে এলাকাবাসী।

অতিরিক্ত গাছ কাটার বিষয়ে জানতে চাইলে আবুল বাশার বলেন, ‘আমি কোন অতিরিক্ত গাছ কাটি নাই। গাছ কেটেছে রাজু, সহকারী শিক্ষক রোকন ও শামছুল হক।’

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা খাতুন এর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া মেলেনি।

বিদ্যালয়ের সভাপতি মহির উদ্দিন জানান, ‘আমি রেজুলেশনে সই করেছি। কিন্তু কি লেখা ছিল তা পড়ে দেখিনি। গাছ কে বা কারা কেটেছে আমি জানি না।’

ইউপি চেয়ারম্যান আব্দুল সবুর জানান, বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি। কে বা কারা গাছ কেটেছে তার জানা নেই।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতিরময় চন্দ্র সরকার জানান, টেন্ডার কে পেয়েছে তা ফাইল দেখে বলতে হবে। তবে বিষয়টি তদন্তের জন্য এটিও আবুল কালামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস জানান, স্কুল কর্তৃপক্ষকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে সভাপতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে সংগঠনের এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহমেদ খান ও বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, যুগ্ম-সম্পাদক পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, অধ্যাপক নাসরীন সুলতানা এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তমালিকা সুলতানা, কোষাধ্যক্ষ অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ভূগোল ও পরিবেশ বিভাগের মোহাম্মদ রেজাউল রকিব এবং প্রচার সম্পাদক গণিত বিভাগের অধ্যাপক আমিনুর রহমান খান।

অনুষদ প্রতিনিধি হিসেবে রয়েছেন- গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে গণিত বিভাগের অধ্যাপক মো. এনামউল্যা, জীববিজ্ঞান অনুষদে ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার, কলা ও মানবিকী অনুষদে দর্শন বিভাগের অধ্যাপক মঞ্জুর এলাহী এবং সমাজবিজ্ঞান অনুষদে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম।

এছাড়া ইনস্টিটিউট প্রতিনিধি হিসেবে রয়েছেন- ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ-জেইউ) অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) অধ্যাপক জেসমিন আকতার।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- অধ্যাপক মো. সোহেল রানা, অধ্যাপক মোহা. তালিম হোসেন, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক মো. মনোয়ার হোসেন, অধ্যাপক ফারুক আহমেদ, অধ্যাপক মো. আবদুর রব, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন, অধ্যাপক এ. এন. এম. ফখরুদ্দিন, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক মো. গোলাম মোস্তফা, অধ্যাপক আবেদা সুলতানা, অধ্যাপক মো. ইব্রাহিম খলিল, অধ্যাপক গাজী মোশারফ হোসেন, অধ্যাপক নাহিদ আখতার, অধ্যাপক আবু ফয়েজ মো. আসলাম, অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, অধ্যাপক মো. জাকির হোসেন, অধ্যাপক মো. আব্দুল হালিম, অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মো. জামাল উদ্দীন, অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, অধ্যাপক মো. কামরুজ্জামান, অধ্যাপক মোহামাদ এমাদুল হুদা, অধ্যাপক তাসমিনা রহমান, অধ্যাপক শামছুন নাহার, অধ্যাপক আবদুর রাশিদ, অধ্যাপক মো. সালেকুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুর রহমান, অধ্যাপক চৌধুরী গোলাম কিবরিয়া, অধ্যাপক তাসলিমা নাহার, সোমা মুমতাজ, মোহাম্মদ সালাহউদ্দীন ভূইয়া, কামরুন নেছা খন্দকার, মোহামাদ রায়হান শরীফ, মো. নূরুল হক, এস. এম. মাহমুদুল হাসান ও মো. আল-আমিন খান।

এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এম. নজরুল ইসলাম ও অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমুল আলম, এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শাহাদাত হোসেন।

নতুন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সব সময় শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলো। তারই ধারাবাহিকতায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ও বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনে প্রশাসন যদি ইতিবাচক পদক্ষেপ নেয়, তাহলে আমরা সহযোগিতা করবো। এছাড়া ক্যাম্পাসে অচলাবস্থা ভেঙ্গে শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ তৈরি এবং বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি মুক্ত করে রাজনৈতিক সহাবস্থান তৈরিতে কাজ করবো।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪

আল আমিন হোসেন মৃধা, ঢাকাঃ কোটি টাকার আর্থিক দুর্নীতি, জাল সনদের মাধ্যমে নিজ আত্মীয়কে নিয়োগ প্রদান, এমপিওভুক্তির আশ্বাস দিয়ে অর্থ আদায়, প্রতিষ্ঠানের কাজে সময় না দিয়ে জমি ব্যবসায় নিজেকে ব্যস্ত রাখা, প্রধান শিক্ষক হয়েও অধ্যক্ষ পদ ব্যবহার করাসহ একাধিক অভিযোগে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর সবুজ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাওছার আলী শেখকে ম্যানেজিং কমিটি কর্তৃক চুড়ান্ত বরখাস্ত অনুমোদন করেছে ঢাকা শিক্ষা বোর্ডের আপীল এন্ড আরবিট্রেশন কমিটি। প্রধান শিক্ষক হয়েও  অধ্যক্ষ দাবি করা প্রধান শিক্ষক মোঃ কাওছার আলী শেখ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চুড়ান্ত বরখাস্ত অনুমোদন করে।

বিজ্ঞপ্ততিতে বলা হয়েছে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক (বরখাস্তকৃত) জনাব মো. কাওছার আলী শেখ-এর বিরুদ্ধে ম্যানেজিং কমিটি কর্তৃক আনীত অভিযোগ- ‍‍`১। জনাব সাহিদা পারভীনকে এমপিওভূক্ত করার প্রলোভন দেখিয়ে দাবীকৃত ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকার মধ্যে ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নগদ আত্মসাৎ ২। ২০২০ সালে করোনা অতিমারীর সময় শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের ১,৯৮,০০০/- (এক লক্ষ আটানব্বই হাজার) টাকা নগদ আত্মসাৎ ৩। ‍‍`জি কিবরিয়া অ্যান্ড কোং‍‍` ফার্মের অডিটে ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত যাবতীয় তথ্য উপাত্ত উপস্থাপনে ব্যর্থ: ৪। আয়ের খাতে ১.৪২,০৭,৪৮৯/- (এক কোটি বিয়াল্লিশ লক্ষ সাত হাজার চারশত উননব্বই) টাকা নগদ অসঙ্গতি। ৫। ব্যয়ের খাতে ১,৪৩,৪৭,২৫০/- (এক কোটি তেতাল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা অসঙ্গতি; ৬। ২০১৬ সালে জাল সনদ ও খাতা টেম্পারিং এর মাধ্যমে নিজ আত্মীয় হোসেন শেখকে নিয়োগ ৭। নতুন কারিকুলামের ব্যাপারে অসহযোগীতা ৮। বিদ্যালয়ে সময় না দিয়ে ব্যবসায় ও শিক্ষক রাজনীতিতে সরব অংশগ্রহন ৯। বিধিবর্হিভূতভাবে অধ্যক্ষ পদবী ব্যবহার ১০। রেজুলেশন বহি, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নিজ জিম্মায় রাখা।‍‍`

আরও পুড়ুনঃ

এমতাবস্থায়, বোর্ডের আপিল এন্ড আরবিট্রেশন কমিটির ২৮/০৩/২০২৪ তারিখের সভায় বাদী ও বিবাদী উভয়ের উপস্থিতিতে তদন্ত প্রতিবেদনের সুপারিশ এবং অভিযোগসমূহ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণপূর্বক ম্যানেজিং কমিটি কর্তৃক চূড়ান্ত বরখাস্তের বিষয়টি প্রমাণিত হয় বিধায় তাঁকে চাকুরি হতে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়। গত ০৪/০৪/২০২৪ তারিখে অনুষ্ঠিত ২৩০ তম বোর্ড সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (বরখাস্তকৃত) জনাব মো: কাওছার আলী শেখ-এর চূড়ান্ত বরখাস্তকরণের বিষয়ে ম্যানেজিং কমিটির গৃহীত সিদ্ধান্তটি অনুমোদন প্রদান করা হয়।

গত বছর মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখাকে পূঁজি করে শিক্ষক নেতা মো. কাওছার আলী শেখ নিজের দুর্নীতির বিষয়টি ধামাচাপা দিতে তার চুড়ান্ত বরখাস্তের প্রতিবাদে কিছু শিক্ষককে রাজপথে আন্দোলনে নামান। নিজের আর্থিক জালিয়াতির বিষয়কে জাতীয়করণ আন্দোলন করার ফলে রোষানলের স্বীকার দাবি করে কতিপয় শিক্ষককে রাজপথে নামিয়ে আন্দোলন করেন তিনি। তবে শিক্ষকরা আন্দোলনের উদ্দেশ্য বুঝতে পারলে এই আন্দোলন আর বেশি দূর এগোতে পারেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, নানাবিধ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তিনি অঢেল সম্পদের মালিক হয়েছেন কাওছার শেখ। একাধিক বাড়ি করার পাশাপাশি বিলাসিতার জন্য কিনেছেন দামি গাড়িও। হয়েছেন একটি ডেভেলপার কোম্পানির মালিক। এসব বিষয়ে গত ১৩ সেপ্টেম্বর প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির কাছে লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী আবুল কালাম অনু। অভিযোগপত্রে কমিটির ৮ সদস্যের স্বাক্ষর রয়েছে।

জানা গেছে, ২০১১ সালে বিদ্যালয়টির তৎকালীন প্রধান শিক্ষক অবসরে গেলে ভারপ্রাপ্তের দায়িত্ব পান বিদ্যালয়টির তৎকালীন জ্যেষ্ঠ শিক্ষক তাসলিমা বেগম। ভারপ্রাপ্তের দায়িত্বকালীন সময়ে তিনি হজে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান মোঃ কাওছার শেখ। এরপর হজ থেকে তাসলিমা বেগম ফেরত আসার আগেই তিনি নিজেই প্রধান শিক্ষক নিয়োগ বাগিয়ে নেন। আর এই প্রধান শিক্ষক পদে বসেই শুরু করেন অনিয়ম দুর্নীতি। জিরো থেকে বনে যান হিরো, গড়েন অঢেল সম্পদ বাড়ী-গাড়ী, স্থাবর-অস্থাবর সম্পদ।

উল্লেখ্য, শিক্ষক নেতা কাওছার আলীর দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ শিক্ষাবার্তা'য় প্রকাশিত হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মোতাহার হোসাইন জুয়েল। বর্তমানে তিনি মেডিকেল কলেজটির ভাইস-প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি অধ্যাপক ডা. মোতাহার জুয়েল নিজেই নিশ্চিত করেছেন। সেইসঙ্গে শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

অধ্যাপক ডা. মোতাহার জুয়েল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজকে এনাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। দেশ সেরা এই মেডিকেল কলেজ হাসপাতালটি যাতে তার সাফল্যের ধারাবাহিকতায় আরো এগিয়ে যায় সবার দোয়া চাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. নাসির উদ্দিন। তিনি বর্তমানে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কর্মরত আছেন।

সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১) উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

এতে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী ৩০ মার্চ ২০২৪ তারিখের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২ মে ২০২৪ তারিখ তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচী পরিবর্তন হবে না। শিক্ষার্থীদের এ–সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে গুচ্ছ ভর্তি কমিটির পক্ষ থেকে।

সোমবার (২২ এপ্রিল) যবিপ্রবির জনসংযোগ শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুর রশিভ ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন।

তিনি বলেন, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান), ৩ মে শুক্রবার (বি ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (সি ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছে মর্মে গুজব ছড়ানো হয়। এরই প্রেক্ষিতে শিক্ষার্থী-অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি ‘পরীক্ষার তারিখ পরিবর্তন’ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

ভর্তি পরীক্ষা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়েই অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট https://gstadmission.ac.bd/ এ নজর রাখার জন্য সকলকে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪

ঢাকাঃ  ঢাকা মেডিকেল নার্সিং কলেজের পিছনের রাস্তায় আব্দুল আওয়াল (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে ওই রিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মৃত আওয়ালের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার সিংহ গ্রামে। বাবার নাম আজম আলী। বর্তমানে নারায়নগঞ্জ ফতুল্লা শিবু মার্কেট এলাকায় থাকতো। শনিরআখড়ার একটি গ্যারেজের রিকশা চালাতো।

হাসপাতালে শাহবাগ থানার এসআই সুমন বসাক বলেন, খবর পেয়ে ঢাকা নার্সিং কলেজের পিছনের রাস্তা থেকে অচেতন অবস্থায় ওই রিকশা চালককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরো বলেন- প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই রিকশা চালক রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পিছনের রাস্তায় কাপতে কাপতে রাস্তায় পরে অচেতন হয়ে যায়। খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। ধারণা প্রচন্ড গড়মে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার বলেন, এক রিকশা চালককে মৃত অবস্থায় পেয়েছি। তবে তার মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে কিনা ময়নাতদন্তের পর জানা যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত হলো আরো ৪টি কলেজ। সব মিলিয়ে এখন চবির অধীনে আছে চট্টগ্রামের মোট ৯টি কলেজ।

রবিবার (২১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোখছানা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ৪টি কলেজকে চবির অধিভুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত নয়টি (পুরাতন পাঁচটিসহ) কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য এ বিভাগ হতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখিত নতুন চারটি কলেজগুলো হলো- সরকারি সিটি কলেজ, গাছবাড়ীয়া সরকারি কলেজ, চন্দনাইশ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ও পটিয়া সরকারি কলেজ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এমতাবস্থায়, উক্ত অনুশাসন যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ যেমন: বিদ্যমান বিধি-বিধান সংশোধন (প্রয়োজনীয় ক্ষেত্রে) ও অপরাপর করণীয় বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এর আগে গত ৪ এপ্রিল নিম্নোক্ত ৫টি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। কলেজগুলো হলো- চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, বোয়ালখালী, সরকারি কমার্স কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪

চট্টগ্রামঃ জেলার রাঙ্গুনিয়া উপজেলার বাস-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দুই ছাত্র হলেন, শান্ত সাহা (২৩) ও মো. তৌফিক হোসেন (২২)।

সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার জিয়া নগরে এ দুর্ঘটনা ঘটে।

চুয়েট সূত্রে জানা গেছে, শান্তর বাড়ি নরসিংদী এবং মো. তৌফিকের (২২) বাড়ি নোয়াখালী জেলায়। ঘটনার পর থেকে চুয়েট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়েটের ওই দুই ছাত্র মোটরসাইকেলে করে রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাচ্ছিলেন। এ সময় কাপ্তাই সড়কে চলাচলকারী শাহ আমানত সার্ভিসের একটি বাস চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে আসছিল। এ সময় দ্রুত গতিতে আসা বাসটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করে। এক পর্যায়ে মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় দুই ছাত্র গুরুতর আহত হয়।

পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাদের একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। আরেকজনকে নগরীর কাছে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার এস আই আবু সায়েদ জানান, শান্ত ও তৌফিক নামে চুয়েটের দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছে। পরে খবর পেয়েছি চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছে। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

চুয়েটের উপ পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান বলেন, চুয়েট এর দুজন মেধাবী ছাত্র সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছে। নিহতরা ছিলেন মোটরসাইকেল আরোহী। তাদের একজনের নাম শান্ত সাহা। শান্ত পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের ছাত্র। তার আইডি আইডি-২০০১১০০। শান্ত নরসিংদী সদরের চার নম্বর ওয়ার্ডের কাজল সাহার পুত্র। নিহত অপরজন হলেন পুরকৌশল বিভাগের ২১ ব্যাচের ছাত্র তৌফিক হোসেন। তার আইডি-২১০১০০৬। তৌফিক নোয়াখালী জেলার সুধারাম এলাকার নিউ কলেজ রোডের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের পুত্র। শান্ত সাহার লাশ চমেক হাসপাতালে এবং তৌফিকের লাশ এভারকেয়ার হাসপাতালে আছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram