বৃহস্পতিবার, ৯ই মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, অংশগ্রহণকারীর সংখ্যা বিবেচনায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামন্ট’ বিশ্বের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টে পরিণত হয়েছে। দেশের এ অনন্য কৃতিত্ব ও গৌরবকে গিনেস বুকে স্থান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি এ ব্যাপারে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের হল রুমে টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সাল থেকে বঙ্গবন্ধুর প্রেরণাধাত্রী সহধর্মিণীর নামে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ চালু করেছে। ২০২৩ সালে ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ জন ছাত্র ও ৬৫ হাজার ৩৫৪টি স্কুলের ১১ লাখ ১১ হাজার ১৮ জন ছাত্রী এ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করেছে।

রুমানা আলী জানান, আগামী ২০ এপ্রিল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট দুটির ২০২৩-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল হাইকোর্ট তা স্থগিত করে দেয়। গত পহেলা এপ্রিল স্থগিতাদেশ দিলেও এখনো আদেশ বুয়েট কর্তৃপক্ষ হাতে পায়নি। আদেশ হাতে পেলে আইনি প্রক্রিয়ার স্বাভাবিক গতিতেই বুয়েট রেসপন্স করবে বলে জানিয়েছে বুয়েট উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান।

বুধবার (১৭ এপ্রিল) বুয়েট নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বুয়েট উপ-উপাচার্য বলেন, এখন পর্যন্ত আমরা কোর্টের কোনো অর্ডার পাইনি। আমরা যতটুকু জানতে পেরেছি ২২ এপ্রিল পর্যন্ত কোর্ট বন্ধ রয়েছে। হয়ত ২২ তারিখের পর অর্ডারটি পেতে পারি। হাইকোর্টের আদেশটি হাতে পেলে আমরা দেখব সেই আদেশে কী বলা হয়েছে।

তিনি আরো বলেন, অনেকের মধ্যে একটি বিভ্রান্তি ছড়াচ্ছে যে, আমরা বুয়েট কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ার বাহিরে থাকতে চাচ্ছি। এটি আসলে কোনোভাবেই সম্ভব না। আইনি প্রক্রিয়ার স্বাভাবিক গতিতেই আমাদের অবশ্যই রেসপন্স করতে হবে। এবং সেই রেসপন্স আমরা করব।

বুয়েটে এখন ছাত্ররাজনীতি নিষিদ্ধ কিনা এমন প্রশ্নের জবাবে বুয়েট উপ-উপাচার্য বলেন, যেহেতু আমরা কোর্টের কাছ থেকে আদেশ পাইনি। কোনো অর্ডার আমাদের হাতে আসেনি, কাজেই ২০১৯ সালের বিজ্ঞপ্তি ছিল সেটি এখন পর্যন্ত ভ্যালিড আছে বলেই আমরা মনে করি।

প্রসঙ্গত, ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয়। ঐ বছর ১১ ডিসেম্বর বুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে বুয়েটে সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪

পঞ্চগড়ঃ  শ্রুতিকটু এবং নেতিবাচক ভাবার্থ থাকা সারাদেশের ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই তালিকায় রয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শতবর্ষী ভজনপুর -দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম। স্কুলটি উপজেলার দেবনগড় ইউনিয়নে অবস্থিত হওয়ায় ভজনপুর বাদ দিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি রেজুলেশনের মাধ্যমে দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করে প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেয়। কিন্তু প্রজ্ঞাপনে সেই স্কুলের পরিবর্তিত নাম হাসনাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখে তারা বিস্মিত হয়। আবার একই উপজেলার পেদিয়াগছ আব্দুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে করা হয়েছে রজনীগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলটিও রেজুলেশনের মাধ্যমে নাম পরিবর্তন করে জমা দেয় আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নাম পরিবর্তন করে ফুলের নামে নামকরণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে অনেকে প্রতিবাদও জানিয়েছেন। এলাকাবাসি স্কুলের নাম পুনর্বহালের দাবিতে বুধবার (১৭ এপ্রিল) তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে । মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি প্রদান করেছে স্ব স্ব স্কুলের নাম পুনর্বহালের পক্ষে আন্দোলন কারীরা।

মানব বন্ধনে স্ব স্ব প্রতিষ্ঠানের সঙ্গে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রবীণ শিক্ষার্থী , অভিভাবক, শিক্ষা অনুরাগীরা নিজ নিজ বক্তব্য তুলে ধরে নাম পুনর্বহালের দাবি জানায়।

মানব বন্ধনে বক্তারা বলেন স্কুলের ম্যানেজিং কমিটির রেজুলেশন তোয়াক্কা না করে নিজের ইচ্ছা মত নাম দিয়ে আমাদের শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে অপমান করেছে। আমরা এর বিচার চাই। এবং অবিলম্বে হাসনাহেনা নামটি পরিবর্তন করে দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রজনীগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পেদিয়াগছ আব্দুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখার হুঁশিয়ারি জানানো হয়। অন্যথায় পরবর্তীতে আরও ব্যাপক কর্মসূচি পালন করবে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আইবুল হক, এম এ মতিন-প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, আবু তৈয়ব, প্রভাষক মাঝিপাড়া মহিলা কলেজ, নজরুল ইসলাম, সভাপতি দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ্যাড রফিকুল ইসলাম, সভাপতি পেদিয়াগছ আব্দুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল আজিজ মন্ডল প্রভাষক মাঝিপাড়া মহিলা কলেজ, দেবনগড় ইউপি সদস্য মোজাফ্ফর আলী, মুক্তারুল ইসলাম – শিক্ষক ও শিক্ষা উদ্যোক্তা, দেবনগড়।

মানববন্ধনে আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, তৌহিদ হাসান তহিন সহ প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪

রাজশাহীঃ  দীর্ঘ সময় চাকরি না করে এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা থেকে সরকারি বেতন-ভাতা নিয়েছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আজগার আলী। অন্যদিকে, আলীপুর মডেল কলেজের অধ্যক্ষ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন তিনি। এই পরিস্থিতিতে একই উপজেলার আলীপুর মডেল কলেজের ৪২ জন শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাস-সহ তিন মাসের বেতন বিলে স্বাক্ষর করেননি দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফলে শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছেন।

এর আগে গত ৫ মার্চ দুর্নীতিবাজ ওই শিক্ষকের বিরুদ্ধে ‘চাকরি না করেই নিয়েছেন বেতন-ভাতা, শখ অধ্যক্ষ হওয়া’ শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর আলীপুর মডেল কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম ২০ মার্চ মাদ্রাসা শিক্ষা অধিদফতরে মো. আজগার আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

এসব ঘটনার পর বুধবার (১৭ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদফতর ‘দুর্নীতিবাজ’ শিক্ষক মো. আজগার আলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অধিদফতর।

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অফিস আদেশে বলা হয়, রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আজগার আলী চাকরিরত অবস্থায় নিয়মিত শিক্ষার্থী হিসেবে বিভিন্ন ডিগ্রি অর্জন ও উচ্চ পদে নিয়োগ পান। অবৈধভাবে আলীপুর মডেল কলেজের অধ্যক্ষ হিসেবে দাবি করেন। এমতাবস্থায় সরেজমিন তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে অধিদফতরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফাঁকি দিয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা নিলেও আলীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে কোনও বাধা দেওয়া হয়নি। লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানকে ফাঁকি দিয়ে সরকারি বেতন-ভাতা নিয়েছেন মো. আজগার আলী।

অন্যদিকে, মাদ্রাসায় হাজিরা না দিলেও যেহেতু সমস্যা হয় না তাই, রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর মডেল কলেজের অধ্যক্ষ দাবি করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেন। আলীপুর মডেল কলেজে যখন গভর্নিং বডির মেয়াদ শেষ তখনই নিজেকে অধ্যক্ষ দাবি করে বসেন তিনি। এতে করে আলীপুর মডেল কলেজের সকল শিক্ষক-কর্মচারীদের বেতন বিলে উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষর করা থেকে বিরত থাকেন। ফলে ঈদের আগে বেতন-বোনাস পাননি আলীপুর মডেল কলেজের শিক্ষক-কর্মচারীরা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার অফিসে সংশ্লিষ্ট সব কাগজপত্র নিয়ে আলীপুর মডেল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামকে দেখা করতে বলেন।

আলীপুর মডেল কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতিবাজ’ মাদ্রাসা শিক্ষক নিয়মিত সরকারের বেতন-ভাতা উঠাচ্ছেন। অথচ আলীপুর মডেল কলেজের অধ্যক্ষ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। এতে করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেতল বিলে স্বাক্ষর করেননি। গভর্নিং বডি না থাকার কারণে এই সমস্যা সৃষ্টি করেছেন আজগার আলী।’

শিগগিরই গভর্নিং বডি গঠিত হবে বলে জানান, আলীপুর মডেল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

জানতে চাইলে মো. আজগার আলী একবার নিজেকে আলীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আরেকবার আলীপুর মডেল কলেজের অধ্যক্ষ হিসেবে দাবি করেন। তিনি বলেন, আপনি দয়া করে আমার প্রতিষ্ঠানে আসেন। বিস্তারিত দেওয়া হবে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরি করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, আমি বাংলাদেশের চাকরি বিধি মেনেই চাকরি করছি। কোর্টের অর্ডার নিয়ে আমি আমার অবস্থানে আছি।’

আদালত একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরি করার নির্দেশ দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আপনার এই প্রশ্নের জবাব দিতে পারবো, আপনি সরাসরি আসেন।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪

গাজীপুরঃ জেলার শ্রীপুরে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় সিয়াম আহম্মেদ ফকির (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পহেলা বৈশাখের পরদিন বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়।

বুধবার সকালে মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকার পিয়ার আলী কলেজের পুকুর থেকে টার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।

নিহত সিয়াম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঝিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের কনক ফকিরের ছেলে। সে পরিবারের সঙ্গে মাওনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে লোকজন পুকুর পাড়ে হাঁটতে গেলে পনিতে শিশুটির লাশ ভাসতে দেখে। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিহতের স্বজনরা সিয়ামের পরিচয় শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ বেলা ১০টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে- হত্যার পর খুনীরা পুকুরের পানিতে ফেলে যায় শিশুর মরদেহ।

নিহত সিয়ামের স্বজনরা জানান, গত ১৫ এপ্রিল দুপুরে বাড়ি থেকে বের হয় সিয়াম। পরে রাতে বাড়ি না ফিরলে বিভিন্নস্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি তাকে। পরে এ বিষয়ে শ্রীপুর থানায় একটি জিডি করা হয়। সিয়াম চাইল্ডহুড কেজি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত।

শ্রীপুর মডেল থানার এসআই মো. ইসমাইল হোসেন বলেন, নিহত শিশুর মুখ ও চোখ থেঁতলানো ছিল। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪

ঢাকাঃ দুই দফায় ক্লাস বর্জনের পর ফের আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল তিনদিনের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে ওই তিনদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে। তবে চূড়ান্ত পরীক্ষাসমূহ এ কর্মসূচির বাইরে থাকবে।

বুধবার (১৭ এপ্রিল) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মার্চ অনুষ্ঠিত শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক নানাবিধ অপ্রীতিকর ঘটনাবলির পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতি উপাচার্য বরাবর সাত দফা দাবি উপস্থাপন করেন। দাবিসমূহ ১৮ মার্চের মধ্যে বাস্তবায়িত না হওয়ায় গত ২৭ মার্চ পর্যন্ত শিক্ষকরা শ্রেণি কার্যক্রম থেকে বিরত থাকেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম গত ৪ এপ্রিল পর্যন্ত চালু থাকলেও শিক্ষকদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবিসমূহ বাস্তবায়নের দৃশ্যমান কোন পদক্ষেপ প্রশাসন কর্তৃক গ্রহণ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপাচার্য সংকট সমাধানের ন্যূনতম কোন উদ্যোগ গ্রহণ তো করেনইনি বরং বিভিন্ন সংবাদ মাধ্যমে অনবরত মিথ্যাচারের মাধ্যমে শিক্ষকদেরকে হেয় প্রতিপন্ন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের মানমর্যাদা ক্ষুণ্ণ করেছেন। তাই শিক্ষক সমিতি বাধ্য হয়ে গত ৩ এপ্রিল কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা আহ্বান করে। উক্ত কার্যনির্বাহী কমিটির সভায় শিক্ষকদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে এবং ক্লাস কার্যক্রম বিরতির চলমান কর্মসূচি সভার তারিখ ২৩ এপ্রিল পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আগামী ২৩ এপ্রিল শিক্ষক সমিতির সাধারণ সভা রয়েছে। কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সভার আগ পর্যন্ত ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ক্লাস বর্জন করেছে শিক্ষক সমিতি।

ফের ক্লাস বর্জনের বিষয়ে তিনি বলেন, আমরা মাননীয় উপাচার্যকে সাত দফা দাবি জানিয়েছিলাম। তিনি আমাদের দাবি না মেনে উল্টো সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে শিক্ষকদের নামে মিথ্যাচার ও কুৎসা রটনায় ব্যস্ত রয়েছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে এক ঘণ্টা ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে।

বুধবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ক্যাবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। ফলে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ তীব্র তাপপ্রবাহের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে আট অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রাত ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোতে দুই নম্বর (পুনঃ) দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যান্য দিনের মতো আজও সকাল থেকে সূর্যের উজ্জ্বল কিরণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তবে বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এতে তাপমাত্রা কিছুটা কমে আসে।

অন্য পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল থেকে শনিবার (২০ এপ্রিল) সকাল পর্যন্ত সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা বাড়তে পারে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪

ঢাকাঃ রোজা, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে টানা ১৩ দিনের ছুটি শেষে খুলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তবে ক্লাস-পরীক্ষায় ফেরেনি আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৭ এপ্রিল) বুয়েটে একাডেমিক চালু হলেও পরীক্ষায় অংশ নেননি ৯৯ ভাগ শিক্ষার্থী।

জানা যায়, এইদিন বুয়েট’২১ ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষা ছিল। এতে ১ হাজার ২৭১ জনের মধ্যে মাত্র আটজন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সেই হিসেবে শতকরা ৯৯ দশমিক ৩৭ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ নেয়নি বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী  বলেন, আজ কেউ ক্লাস-পরীক্ষায় অংশ নেয়নি। আগামীকাল বৃহস্পতিবারে রুটিন অনুযায়ী একটি পরীক্ষা রয়েছে। সেটিতেও অংশ নেবেন বলে এখন পর্যন্ত বলা যাচ্ছে। তবে নিশ্চিত হয়ে কোনো কিছুই বলা সম্ভব নয়, কারণ এটি সম্মিলিত সিদ্ধান্ত।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ মধ্যরাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রবেশের প্রতিবাদে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। ৬ দফা দাবির মধ্যে গত ১৫ এপ্রিল ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানকে সরিয়ে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন সিদ্দিককে নিয়োগ দেয়া হয়।

শিক্ষার্থীদের দাবি, রাজনীতিমুক্ত বুয়েট ক্যাম্পাস নিশ্চিতের আশ্বাস পেলে তবেও তারা ক্লাসে ফিরবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য যে অস্তমিত গিয়েছিল, দীর্ঘ পথপরিক্রমায় বাংলার মহান ব্যক্তিরা এই স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। বাঙালি জাতিগত স্বাধীনতার সংগ্রাম দীর্ঘ ২শ’ বছরের। ব্রিটিশদের দেশবিভাগের পর স্বাধীনতার যে সংগ্রাম শুরু হয়, তার চূড়ান্ত রূপ হচ্ছে মুজিবনগর সরকার।

বুধবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে এই সরকারের দূরদর্শী নেতৃত্বে মুক্তিযুদ্ধ ও দেশ পরিচালিত হয়। আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলেও মুজিবনগর সরকারের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থন পাওয়ার ব্যাপারে জোরালো ভূমিকা পালন করে মুজিবনগর সরকার।

তিনি আরো বলেন, মুজিবনগর দিবসসহ এ জাতীয় বিভিন্ন দিবস সরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নিজস্ব উদ্যোগে পালন করা উচিত। এর মাধ্যমে আমরা নিজেরা যেমনি সমৃদ্ধ হবো, তেমনি নতুন প্রজন্মও মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিষয় জানতে পারবে। পাশাপাশি তারা দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্রুপদী আন্দোলনের মাধ্যমে পৃথিবীতে একটি জাতি রাষ্ট্রের উত্থান ঘটেছে, এটা কিন্তু সহজ নয়। অনেক জাতি লড়াই করেছে, কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। বাংলাদেশ যেভাবে সৃষ্টি হয়েছে, তা কিন্তু যেকোনো নিপীড়িত জনগোষ্ঠীর জন্য মডেল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি দীপক চন্দ্র মন্ডল।

এর আগে সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব প্রাঙ্গণে উপাচার্যের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি শুরু আগামী ৮ মে (বুধবার)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরি মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১০টি বিষয়ে এবার ৬০০ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। সেগুলো হলো—

১. ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০)
২. ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০)
৩. ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০)
৪. অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০)
৫. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০)
৬. টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০)
৭. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০)
৮. টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স (৪০)
৯. ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০) এবং
১০. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০)।

বিজ্ঞপ্তি অনুযায়ী ৮ মে মেধাক্রম ১-৬০০ পর্যন্ত মোট ৬০০ জন ও মুক্তিযোদ্ধা কোটায় ১০ জনকে এবং উপজাতি কোটায় ১ জনকে ভর্তি করা হবে। ৮টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে উপস্থিতি নিশ্চিত করতে হবে। সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

এরপর অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৬০১-১৩৫০ পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা কোটার ১০ আসনের মধ্যে আসন খালি থাকা সাপেক্ষে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করা হবে। শিক্ষার্থীদের বেলা সাড়ে ১০টার মধ্যে উপস্থিতি নিশ্চিত করতে হবে। সাড়ে ১০টা থেকে ১টার মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

পরবর্তীতে অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ১৩৫১-২০০০ পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা কোটার ১০ আসনের মধ্যে আসন খালি থাকা সাপেক্ষে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করানো হবে। শিক্ষার্থীদের দুপুর ২টার মধ্যে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং ২টা থেকে উপস্থিত মেধাক্রমানুসারে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

এর আগে, গত শুক্রবার (৮ মার্চ) বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে অংশ নেয় ৯ ভর্তিচ্ছু। এবার পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯০ দশমিক ৬৩ শতাংশ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪

পাবনাঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন মানুষের কাছে স্ক্যাম মেসেজ পাঠান হচ্ছে। এতে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠান এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কে বা কারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাফিজা খাতুনের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেইক জিমেইল একাউন্ড খুলেছে এবং সেই একাউন্টগুলো থেকে শিক্ষক-কর্মকর্তাসহ বিভিন্নজনকে মেসেজ পাঠাচ্ছে। ওই ফ্রড বা ফেইক একাউন্টগুলো থেকে সাবধানতা অবলম্বন করার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানানো হয় । ফেইক একাউন্ট এর কিছু নমুনা হলো [email protected], [email protected] ইত্যাদি।

উল্লেখ্য, এই ফেইক বা ফ্রড একাউন্ট এর বিষয়ে ইতিমধ্যে পাবনা সদর থানায় জিডি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram