বৃহস্পতিবার, ৯ই মে ২০২৪

ঢাকাঃ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আর সে লক্ষ্যে ডিপ্লোধারীরা কোথাও ন্যূনতম দুই বছর চাকরিরত থাকলে তাদের বিএসসি (পাস) সমমান দিতে কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই কমিটি গঠন করে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কারিগরি) আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন—কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-২), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-১), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তা, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইবি), ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)। কমিটির সদস্য সচিব থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি জরুরি ভিত্তিতে সভা করে ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে যারা দুই বছর বা এর বেশি সময় কোনও প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা কর্মের অভিজ্ঞতা রয়েছে তাদের বিএসসি (পাস) সমমান মর্যাদা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রণয়ন করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বরাবর দাখিল করবে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

এর আগে গত ২ মার্চ মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক সংকট মেটাতে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৪/২০২৪

মোঃ রবিঊল ইসলাম (রবীন), আদমদীঘি (বগুড়া) প্রতিবেদকঃ জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার চা বাগান এলাকার বাসিন্দা মোসলেম উদ্দীন আহম্মেদ(৮৪) মারা গেছেন । ( ইন্না-------------- রাজিউন) ।

তিনি সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সান্তাহার নাগরিক কমিটির সভাপতি ছিলেন । মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তিনি মৃত্যু বরন করেন । মৃত্যকালে তিনি স্ত্রী,২ ছেলে,১ মেয়ে’সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন ।

গত মঙ্গলবার বাদ যোহর সান্তাহার দারুল উলম মাদ্রাসা মাঠে প্রথম এবং বাদ আসর নিজ গ্রাম তারাপুরে ২য় জানাজা শেষে পারিবারিক গোর¯’ানে তাঁকে দাফন করা হয় । তাঁর মৃত্যুতে বগুড়া-৩ আসনের সাংসদ খান মোহাম্মদ সাইফুল্লাহ আল বাধন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগ, আদমদীঘি উপজেলার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা চেয়ারম্যন (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম (চম্পা), নিসরুল হামিদ ফুতু, শাহিনুর রহমান মন্টি, উপজেলা আ.লীগ,যুব লীগ,ছাত্র লীগ, স্বচ্ছাসেবক  লীগসহ স সান্তাহার নাগরিক কমিটি ,সান্তাহার প্রেস ক্লাব, আদমদীঘি প্রেস ক্লাব, সান্তাহার বন্ধুসভা,বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজ, সান্তাহার নাগরিক কমিটির সাধারন সম্পাদক গোলাম আম্বিয়া,যুগ্ম সম্পাদক ও সাংবাদিক মোঃ রবিঊল ইসলাম (রবীন) ও অনংখ্য গুনগ্রাহি গভীর শোক জানিয়েছেন ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৪/২০২৪

ড. কামরুল হাসান মামুনঃ আমার বয়স ৬০ ছুঁই ছুঁই। আজ পর্যন্ত একজন রাজনৈতিক নেতা, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, ব্যবসায়ীকে দেখলাম না যিনি তার আপন সন্তানকে ছাত্র রাজনীতি করতে বলেছেন, মিছিলে ও রাজনৈতিক মিটিংয়ে যেতে বলেছেন। ছাত্র রাজনীতি বলতে শুধু ক্ষমতাকেন্দ্রিক ছাত্র রাজনীতি (যেটা আসলে জাতীয় রাজনীতি) না, আদর্শভিত্তিক বাম ছাত্র রাজনীতিও। অর্থাৎ বাবা ক্ষমতাকেন্দ্রিক ছাত্র রাজনীতি, অথবা বাম ছাত্র সংগঠন করা হলেও নিজের সন্তানকে এসব থেকে যোজন যোজন দূরে রেখেছেন। দেখেছি নিজ সন্তানকে কীভাবে পাহারা দেওয়ার মতো করে আগলে রাখতে। আর্থিক সামর্থ্য থাকলে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। গার্ড দিয়ে রেখেছেন যেন ছাত্র রাজনীতিতে জড়িয়ে না পরে। উপদেশ দিয়েছেন লেখাপড়ায় মনোযোগ দিতে। দেশের পরিস্থিতি ভালো না বলে ভালো করে লেখাপড়া শেষে বিদেশে স্থায়ীভাবে থেকে যেতেও বলেছেন। যদিও আবার দেশে ফিরে এসেছে। এসেই বাবার কোম্পানিতে বস হয়ে গেছে। অথবা সরাসরি বা ডাইরেক্ট নেতা বানিয়েছেন।

অথবা যদি ভালো চাকরি পেয়ে যায় তাহলেও রাজনীতি থেকে দূরে থাকতে উপদেশ দিয়েছেন। এই দেশের রাজনীতি মানে কি তারা খুব ভালোভাবে জানে বলেই নিজের সন্তানকে এই দিকে আনেননি। আর আসলেও বাপের রাজনীতির সুবাদে সরাসরি এমপি নির্বাচন করে ট্যাক্স ফ্রি গাড়ি, রাজউকের প্লট ইত্যাদি ভাগিয়ে নেওয়ার পথ দেখিয়েছেন। আজ পর্যন্ত নিজে ডান, বাম, মধ্যম রাজনীতি করে সন্তানকে একই পথে হাঁটিয়েছেন এমন বাবাকে আমি পাইনি। বরং দেখেছি নিজের সন্তানকে কখনো সেই একই পথ মারাতে বলেন না শুধু না বারণ করেন। কিন্তু অন্যের সন্তানদের রাজনীতি করতে উদ্বুদ্ধ করতে ছাড়েন না। তখন ছাত্র রাজনীতি খুব ভালো। তখন বলবে তোমরা রাজনীতি না করলে দেশের হাল ধরবে কে? ছাত্র রাজনীতি না করে নেতৃত্ব শেখা যায় না। যেন উন্নত বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ তৈরি হচ্ছে না।

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চালু থাকুক, তাদের তোষামোদি করুক, তাদের কথামতো চলুক তারা সেটা চায়। এতে ছাত্রদের লেখাপড়া ক্ষতি হয় কিনা, ছাত্রদের স্বপ্নের অপমৃত্যু হয় কিনা সেই দিকে ভ্রুক্ষেপ নাই। আসলে আমাদের দেশে যেটাকে আমরা ছাত্র রাজনীতি বলছি সেটা ছাত্র রাজনীতিই না। ছাত্ররা আসলে করে জাতীয় রাজনীতি এবং নিজেদের হীন স্বার্থে সেই রাজনীতি চালু রাখতে চায় কারণ এতে তাদের লাভ। সেই লাভ চান কিন্তু নিজের সন্তান এই একই কাজ করুক সেটা চায় না। একটু খোঁজ নিয়ে দেখুন যারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির জন্য মায়াকান্না করছে আর বলছে ছাত্র রাজনীতি না থাকলে দেশ উচ্ছন্নে যাবে তারা তাদের নিজের সন্তনরা সেই রাজনীতি করছে কিনা। এরা বলবে অন্যায়ের প্রতিবাদতো ছাত্ররাই করবে।

কেন বাবা। তোমরা কোন লবা ছেড়ার জন্য রাজনীতি কর? অন্যের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করে নিজের সন্তানদের জন্য কানাডা আমেরিকায় বাড়ি করার জন্য? লাহার ফুতাইনদের ন্যূনতম সততা বোধ যদি থাকতো এইসব করতো না। যাহা নিজের সন্তানকে দিয়ে করানো যায় না তাহা অন্যের সন্তানদের দিয়ে কীভাবে করায় বা করাতে চান? এদের কি মুখে সরম, চোখে লাজ একটুও নাই? সততা থাকলে, সৎসাহস থাকলে বলুন আপনার নিজের সন্তান কি করছে, কোথায় পড়েছে? নিজের সন্তান আবাসিক হলে থেকে নির্যাতিত হলে, জোর করে মিছিল মিটিংয়ে নিলে বুঝতো। বুঝিবে কীভাবে কী যাতনা বিষে, কভু আশীবিষে দংশেনি যারে।

লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

মতামত ও সাক্ষাৎকার কলামে প্রকাশিত নিবন্ধ লেখকের নিজস্ব। শিক্ষাবার্তা’র সম্পাদকীয় নীতির সঙ্গে মতামত ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক ও আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের;- শিক্ষাবার্তা কর্তৃপক্ষের নয়।”

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৪/২০২৪

কুড়িগ্রামঃ জেলার রৌমারীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বন্ধন পাল (১৫) নামের এক স্কুলছাত্র।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বন্ধন পাল রৌমারী উপজেলার কলেজ পাড়া এলাকার শ্রী শুনীল চন্দ্রের ছেলে ও স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বন্ধন পালের পরিবারের লোকজন গোসল করার জন্য সকালে বাড়ি থেকে বাহির যায়। বন্ধন পাল বেশ কিছুদিন ধরে বাবার কাছে মোটরসাইকেল কিনে নেয়ার জন্য বায়না ধরে। বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সেই অভিমানে ও বাড়ি ফাঁকা পেয়ে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে দড়ি আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুল ছাত্রের বাবা শুনীল চন্দ্র বলেন, আমার চার ছেলে। তার মধ্যে বন্ধ পাল সবার ছোট। সে কয়েকদিন আগ থেকে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে। আমি বলছি বাবা হাতে টাকা নাই, টাকা হলে কিনে দিবো। গাড়ি কিনে দিতে দেরি হওয়ায় সে আজ গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করলো।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জ্ঞানভিত্তিক, আধুনিক ও মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ।

মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলার রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুমেদপুর ইউনিয়ন পরিষদ ও ইংলিশ কেয়ার আয়োজিত কুমেদপুর ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কুমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু ইসলাম লাবু, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান।

স্পিকার বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে যথাযথ পরিবেশ নিশ্চিত করতে হবে। এদেশের ছেলেমেয়েরা স্বভাবতই মেধাবী। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা নিজেদের কৃতিত্বের প্রমাণ রাখছে।

তিনি বলেন, পীরগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আগামীদিনের স্মার্ট বাংলাদেশের জন্য যোগ্য করে গড়ে তুলতে হবে। বিশ্বের বুকে অনন্য উচ্চতায় আমাদের দেশকে শিক্ষার্থীরা তুলে ধরবে। তিনি এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন।

ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, নারী শিক্ষার আলো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পীরগঞ্জে বিভিন্ন বালিকা বিদ্যালয়, মহাবিদ্যালয় নির্মাণসহ নারী শিক্ষার বিস্তারে অবকাঠামোগত প্রভূত উন্নয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী শিক্ষার বিস্তারে আলাদা ট্রাস্ট গঠন করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষা এখন আর নির্দিষ্ট স্তরের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে আধুনিক ও গুণগত শিক্ষাক্রম প্রণয়নের মাধ্যমে সমসাময়িক বিশ্বব্যবস্থার সঙ্গে শিক্ষাকে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়েছে।

তিনি আরো বলেন, দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত করতে শিক্ষার্থীদের জন্য মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্পিকার বলেন, বিভিন্ন ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজগুলোর দিকে নজর দেওয়া হয়েছে। মিঠিপুর ইউনিয়ন ও কাবিলপুর ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ ও সুপেয় পানির সংকট নিরসনে পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে স্পিকার পীরগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটক উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পিকারকে গার্ড অব অনার প্রদান করা হয়।

স্পিকার এ সময় মোট ৬৬জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন এবং রসুলপুর উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও শিক্ষকদের পক্ষ থেকে স্পিকারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা পরিষদের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীম, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রাজা, পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান, উপজেলা প্রশাসনের সদস্য, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. আবুল বাশার। তিনি ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন।

কর্মজীবনের শুরুতে তিনি আর্থিক খাত সংস্কার প্রকল্পে গবেষণা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্পোরেট শাখার শাখা প্রধান, বিভাগীয় প্রধান এবং সার্কেল প্রধান হিসেবে সততা, দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত অগ্রণী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান অগ্রণী রেমিট্যান্স হাউস এর সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

আবুল বাশার অগ্রণী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালায় বৈদেশিক বাণিজ্য বিষয়ে গেস্ট স্পিকার হিসেবে সেশন পরিচালনা করে থাকেন। পেশাগত প্রয়োজনে বাশার দেশে, বিদেশে বিভিন্ন সেমিনার এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, জাপান, ভারত, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৪/২০২৪

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. তারিকুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, জনসংযোগ দপ্তরের বর্তমান প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বাংলাদেশ পাবালিক সার্ভিস কমিশনের সদস্য পদে নিয়োগ পাওয়ায় এবং তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ১৭ এপ্রিল পূর্বাহ্ন থেকে জনসংযোগ দপ্তরের প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে-কে ১৭ এপ্রিল হতে তিন বছরের জন্য জনসংযোগ দপ্তরের প্রশাসক নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি প্রতিমাসে পাঁচ হাজার টাকা মাত্র হারে সম্মানী পাবেন।

অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিভাগের সভাপতি ও আইকিএসি এর অতিরিক্ত পরিচালক ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৪/২০২৪

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ১৪ এপ্রিলের পরিবর্তে আগামী বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উদ্‌যাপন করা হবে। এ দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখের অনুষ্ঠান উদ্‌যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করেছে। এ পরিপ্রেক্ষিতে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পয়লা বৈশাখের অনুষ্ঠানসূচিতে বলা হয়, সকালে মঙ্গল শোভাযাত্রা জবি ক্যাম্পাস থেকে শুরু হয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার, ভিক্টোরিয়া পার্ক ঘুরে আবার ক্যাম্পাসে শেষ হবে। এরপর একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্য চত্বরের সামনে আলোচনা সভা, সংগীত বিভাগের আয়োজনে সংগীতানুষ্ঠান এবং নাট্যকলা বিভাগের আয়োজনে যাত্রাপালা অনুষ্ঠিত হবে।

বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের প্রযোজনায় রাত ৮টা পর্যন্ত ব্যান্ড সংগীত পরিবেশিত হবে।

বর্ষবরণের বর্ণাঢ্য এসব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ করতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৪/২০২৪

চট্টগ্রামঃ জেলায় সড়ক দুর্ঘটনায় ফুটফাফোন জেইডলা (২৩) নামে এক বিদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর পতেঙ্গা আউটার লিংক রোডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত আরও দুই বাংলাদেশি শিক্ষার্থীকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জেইডলা লাওসের নাগরিক। তিনি চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পতেঙ্গা সী-বিচ এলাকায় তিনজন রাতে ঘুরতে এসেছিলেন। সী-বিচ থেকে বাসায় যাওয়ার পথে তাঁদের বহনকারী পাজেরো গাড়ি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি গাড়ির পেছনের সিটে ছিলেন।’

তিনি বলেন, ‘পাজেরো গাড়িটির সামনের চাকা ফেটে যাওয়ার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকের সঙ্গে ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৪/২০২৪

ঢাকাঃ গত বছর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত মিখায়েলা কমিউনিটি স্কুলে নামাজসহ সব ধর্মীয় উপাসনা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার জের ধরে গত মাসে ওই স্কুল ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন দুই মুসলিম ছাত্রী। তারও আগে স্কুলের ভেতর নামাজের ওই নিষেধাজ্ঞাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন আরেক ছাত্রী। আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, আদালতের ওই চ্যালেঞ্জে শেষ পর্যন্ত হেরে গেছেন মুসলিম ওই শিক্ষার্থী।

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের ওই স্কুলটিতে নামাজের ওপর নিষেধাজ্ঞাকে ‘বৈষম্যমূলক’ দাবি করে হাইকোর্টে যুক্তি তুলে ধরেছিলেন চ্যালেঞ্জকারী শিক্ষার্থী। এর আগে স্কুল কর্তৃপক্ষ হাইকোর্টকে জানিয়েছিল—ধর্মীয় প্রার্থনার অনুমতি দিলে ধর্ম নিরপেক্ষ একটি স্কুলের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শেষ পর্যন্ত স্কুলের ভেতর নামাজে নিষেধাজ্ঞার পক্ষেই রায় দিয়েছে আদালত। মিখায়েলা স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ক্যাথরিন বিরবলসিং বলেছেন, ‘এই রায় সব স্কুলের জন্য বিজয়।’

মুসলিম শিক্ষার্থীর চ্যালেঞ্জ খারিজ করে দেওয়া ৮৩ পৃষ্ঠার এক রায়ে বিচারক লিন্ডেন জানান—চ্যালেঞ্জকারী খুব দুর্বলভাবে হলেও স্বীকার করেছেন, ধর্ম প্রকাশ করার ক্ষমতার ওপর বিধিনিষেধের শর্ত মেনেই তিনি স্কুলে ভর্তি হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ব্রেন্টে অবস্থিত মিখায়েলা কমিউনিটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০। শিক্ষার্থীদের অর্ধেকই আবার মুসলিম। গত বছর স্কুলটিতে ধর্মীয় উপাসনা নিষিদ্ধ করা হয়। তবে স্কুলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করলে আদালতের রায়ের জন্য অপেক্ষায় ছিলেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

এদিকে আদালতের রায় ঘোষণার অপেক্ষা না করেই গত মাসে স্কুলটি ছেড়ে যান সারাহ ও সেলিনা নামে দুই মুসলিম শিক্ষার্থী। সে সময় তাঁরা বিবিসিকে জানিয়েছিলেন—ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব অপরিসীম। তাঁরা লাঞ্চ ব্রেকের সময় ৫ মিনিট সময় নিয়ে যোহরের নামাজ আদায় করতে চেয়েছিলেন।

প্রধান শিক্ষক ক্যাথরিন বিরবলসিং সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্কুলকে হাসিখুশি, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ একটি ধর্মনিরপেক্ষ স্কুল হিসেবে আখ্যা দিয়েছিলেন। যেখানে সব বর্ণ, বিশ্বাস ও অন্যান্য গ্রুপ সামগ্রিক কল্যাণের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত।

নিজের দাদি মুসলিম ছিলেন দাবি করে ক্যাথরিন জানান, ইতিবাচক অভিজ্ঞতার ফলেই তাঁর স্কুলে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫০ শতাংশ পর্যন্ত হয়েছে। স্কুলে উপাসনা নিষিদ্ধ করার সঙ্গে ইসলাম ধর্মকে অপছন্দ করার কোনো সম্পর্ক নেই। কেবল স্কুলের নীতিমালা অনুযায়ী স্কুল পরিচালনা করতে গিয়েই ধর্মীয় উপাসনা নিষিদ্ধ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নতুন ছাত্রকল্যাণ পরিদপ্তর পরিচালক (ডিএসডব্লিউ) হিসেবে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিককে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দিয়ে গতকাল সোমবার (১৫ এপ্রিল) এক অফিস আদেশ জারি করেছে বুয়েট কর্তৃপক্ষ। গত ৩০ জুন ২০১৯ থেকে এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

বুয়েট রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এই অফিস আদেশে বলা হয়, ‘এ বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিককে কর্তৃপক্ষের নির্দেশক্রমে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য এতদ্বারা নিয়োগ প্রদান করা হলো।

তিনি এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী দেয় ভাতা ও সুযোগ সুবিধাদি প্রাপ্য হবেন।’

এর আগে গত ২৭ মার্চ দিবাগত রাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মীসহ বহিরাগতদের প্রবেশের প্রতিবাদে গত ২৯ মার্চ দুপুর আড়াইটায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করে বিক্ষোভ করে বুয়েটের শিক্ষার্থীরা। এ সময় তারা ছয় দাবি জানান। তাদের দাবিগুলোর মধ্যে একটি ছিল বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক ড. মিজানুর রহমানের পদত্যাগ করা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকাসহ দেশের পাঁচ বিভাগ এবং দুই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। এই সময়ের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে। এ বছর এপ্রিলের শুরু থেকেই তাপপ্রবাহে পুড়ছে প্রায় সারাদেশ।

আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশে প্রায় প্রতিবছরই এপ্রিল মাসে গড়ে সাধারণত দুই-তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ও এক-দু’টি তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে যায়। তবে এ বছরের তাপপ্রবাহের ব্যাপ্তিকাল বিগত বছরগুলোকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

এর মধ্যেই সোমবার (১৫ এপ্রিল) পটুয়াখালির খেপুপাড়ায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ৬ এপ্রিল চুয়াডাঙ্গাতেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে, মঙ্গলবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

দেশজুড়ে চলমান এই তাপপ্রবাহ এপ্রিল মাসের বাকি সময়জুড়েও থাকবে বলেও জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদেরা বলছেন, এপ্রিল মাসের শুরু থেকেই তাপপ্রবাহ দেখা দিয়েছে। মাঝখানে বৃষ্টির কারণে কিছুটা সময় তাপমাত্রা সহনীয় ছিল। ১১ এপ্রিল থেকে দেশজুড়ে তাপপ্রবাহ শুরু হয়েছে, যা এ মাসজুড়েই অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এপ্রিল মাসের বাকি সময়জুড়ে দেশে তাপপ্রবাহ থাকবে। তবে কোথাও কোথাও তাপমাত্রা ওঠানামা করতে পারে। এ মাসে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এছাড়াও আবহাওয়াবিদেরা বলছেন, ২০ এপ্রিলের পর দেশের কোথাও কোথাও স্থানীয়ভাবে অস্থায়ীভাবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ও বজ্রপাত হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে।

উল্লেখ্য, তাপপ্রবাহকে তিন ভাগে ভাগ করা হয়। কোনো স্থানের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ বলে। তাপমাত্রা যখন ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তাকে বলে মাঝারি তাপপ্রবাহ। আর, তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে আবার বলে তীব্র তাপপ্রবাহ।

বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, কোনো জায়গার দৈনিক যে গড় তাপমাত্রা, সেটি পাঁচ ডিগ্রি বেড়ে গেলে এবং পরপর পাঁচদিন তা চলমান থাকলে তাকে হিটওয়েভ বা তাপপ্রবাহ বলা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৪/২০২৪

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram