বৃহস্পতিবার, ৯ই মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক ২৬ জন চিকিৎসককে বদলি বা পদায়ন করা হলো।

‘পদোন্নতিপ্রাপ্ত পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৩ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৪ এপ্রিল ২০২৪ তারিখ থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং এ আদেশ জনস্বার্থে জারি করা হলো, বলা হয় বিজ্ঞপ্তিতে।

পদোন্নতি পাওয়া চিকিৎসকদের তালিকা দেখতে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪

ঢাকাঃ ইরানের কাস্টমস দপ্তর ইসলামিক রিপাবলিক অব ইরান কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন (আইআরআইসিএ) দেশটির বাজারগান সীমান্ত ক্রসিংয়ে একটি ইসরায়েলি কার্গো ট্রাক জব্দ করেছে। কার্গোটিতে কৃষিজমিতে ব্যবহারের উপযোগী পটাশিয়াম নাইট্রেট সার ছিল।

সোমবার (১৫ এপ্রিল) ইরানের কাস্টমস দপ্তর (আইআরআইসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খবর ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (আইআরএনএ)।

ইরানের কাস্টমস জানায়, জব্দ করা সার মূলত পটাসিয়াম নাইট্রেট। এসব ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে তৈরি। ইরানের ট্রানজিট ব্যবহার করে এ চালানটি উজবেকিস্তানে যাচ্ছিল। পথে উত্তর-পশ্চিম ইরানের বাজারগান সীমান্ত ক্রসিংয়ে তা আটক করেন ইরানি শুল্ক কর্মকর্তারা।

এ ঘটনার ব্যাখ্যায় ইরানের কাস্টমস জানায়, গত বছর ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ভয়াবহ হামলা শুরু করে। এর প্রতিবাদে ইরান তার সীমান্ত ব্যবহার ইসরায়েলি পণ্য আমদানি-রপ্তানি নিষিদ্ধ করে। সম্প্রতি এ নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে পালন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে সারভর্তি কার্গোটি জব্দ করা হয়।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে এক বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর এক কমান্ডারসহ কয়েকজন কর্মকর্তা ছিলেন। হামলাটি যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) চালিয়েছিল— বিভিন্ন সাক্ষ্য ও আলামতে তার প্রমাণ পাওয়া যেছে।

দাপ্তরিকভাবে ইসরায়েল এখনও এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। তারপর শনিবার রাত থেকে শুরু করে রোববার ভোর পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই হামলায় অবশ্য এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলা শেষ হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলি কার্গো জব্দ করল ইরানের কাস্টমস কর্তৃপক্ষ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/৩০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরির কোর্স চালু করতে আগ্রহী মাদ্রাসার তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব এমপিওভুক্ত মাদ্রাসায় পাঠানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ হোসাইন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগ্রহী মাদ্রাসার নাম, ইআইআইএন নম্বর, এমপিও কোড, মাদ্রাসার ঠিকানা, শিক্ষার্থী সংখ্যা, শিক্ষক-কর্মচারীর সংখ্যা পাঠাতে হবে।

কারিগরি কোর্স চালুতে আগ্রহী মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা কমপক্ষে ২০০ জন, ভবন কমপক্ষে ২টি, শ্রেণিকক্ষের সংখ্যা কমপক্ষে ১০টি, বিগত ৩ বছরের দাখিল পরীক্ষার কমপক্ষে ৪০ জন সন্তোষজনক পাস ফলাফল, এমপিওভুক্তি থেকে কমপক্ষে ৩ বছর বিদ্যুৎ সংযোগ, কম্পিউটারের সংখ্যা কমপক্ষে ৩টি চাওয়া হয়েছে।

এর আগে গত ৫ মার্চ সারা দেশ থেকে ১ হাজার এমপিও মাদরাসায় কারিগরির কোর্স চালুর সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, কারিগরি শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার মাদরাসায় কারিগরি কোর্স চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষে মাদরাসা নির্বাচন, ট্রেড নির্বাচন, শিক্ষক সংখ্যা, অবকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতির তথ্যের প্রতিবেদন অধিদপ্তরকে পাঠানোর নির্দেশনা দেয়া হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর তুলনায় শিক্ষার্থী হাতে গোনা। দীর্ঘ সময় ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সংখ্যা বাড়ছে না। আবার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার তেকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক। শিক্ষার্থীও একজন।

সারাদেশে এমন প্রায় ৩শ’ সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার চিহ্নিত করেছে, যাদের শিক্ষার্থী সংখ্যা ৫০ এর নিচে। কেড়ে নেয়া হচ্ছে এই বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষমতা। এগুলোকে পাশের সরকারি স্কুলের সাথে একীভূত করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, গত ১০ বছর ধরে যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০ এর নিচে, সেসব স্কুলকে আমরা পাশের সরকারি স্কুলের সাথে একীভূত বা এক শিফটের করে দেবো। স্কুলের সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের একীভূত করা হবে।

এদিকে আবার খুলনার বাটিয়াঘাটার মুহাম্মাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী পড়ছে হাজারের বেশি। সেখানে শিক্ষকের সংখ্যা ৫ জন। শ্রেণিকক্ষের সঙ্কট রয়েছে। এমন ক্ষেত্রেও উদ্যোগী হচ্ছে মন্ত্রণালয়।

ফরিদ আহাম্মদ বলেন, খুলনাতে একটা স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ১২শ’ এর উপরে। আরও ৬০০ শিক্ষার্থী রয়েছে, যারা এই স্কুলে ভর্তি হতে চায়। আশপাশে ৩-৪টা কিন্ডারগার্ডেন স্কুল বন্ধ হয়ে গেছে। প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি স্কুলকে ওই পর্যায়ে নিয়ে গেছে। আমরা এ ধরনের স্কুলকে উৎসাহিত করছি।

৩০০ স্কুল একীভূতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন শিক্ষা গবেষকরা। পাশাপাশি এগুলোর ভৌত অবকাঠামোকে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মজিবুর রহমান বললেন, আগামী ২০ বছর সেখানে শিক্ষার্থী বাড়বে না, এ ধরনের কোনো ডেটা থাকলে স্কুল বন্ধ হতে পারে। তবে স্কুলের ভৌত কাঠামোকে কাজে লাগিয়ে কমিউনিটি সেন্টার করা যেতো। যেখানে নিরক্ষর আছে, সেখানে স্বাক্ষর করার বিষয় আছে। লাইফ লং লার্নিংয়ের অংশ হিসেবে ওই স্কুলগুলোতে ব্যবহার করা যেতো। একবার বন্ধ করে দিলে আবার চালু করা অনিশ্চিত হয়ে যায়। তাই একেবারে বন্ধ না করে অন্য কীভাবে কাজে লাগাতে পারি, তা করা গেলে ভালো ফল আসবে।

শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত সুষম করার পাশাপাশি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রের অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হলে মানসম্মত শিক্ষা নিশ্চিক করা কঠিন বলেও মনে করেন শিক্ষা গবেষকেরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ক্ষুদে ডাক্তার দিয়ে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম শুরু হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধীন ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের অধীনে গত ১৯ মার্চ অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ থেকে ২৭ এপ্রিল সময়কালীন মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার দিয়ে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে ডাক্তার দল গঠন এবং তাদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা একটি অভিনব কার্যক্রম- যাতে শিক্ষার্থীদের অণুপ্রাণিত হবার ও দলগতভাবে কাজ করার এমনকি সুশৃঙ্খলভাবে জীবন গড়ার সুযোগ সৃষ্টিতে এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষায় গঠিত ক্ষুদে ডাক্তার দল তাদের জন্য নির্ধারিত শ্রেণির সকল শিক্ষার্থীর ওজন, উচ্চতা ও দৃষ্টি শক্তি পরিমাপসহ আনুষঙ্গিক অন্যান্য তথ্য সংগ্রহ করে তা স্বাস্থ্য পরীক্ষার ফরমে লিপিবদ্ধ করবে। স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে এই ক্ষুদে ডাক্তার দল কোনো শিক্ষার্থীর অস্বাভাবিক শারীরিক বৃদ্ধিসহ দৃষ্টি শক্তিতে ত্রুটি কিংবা স্বাস্থ্য পরীক্ষার ফরমে উল্লেখিত অন্যান্য বিষয়াদির তথ্য ও গাইড শিক্ষকদের নজরে আনবে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ছকে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম তথ্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সরবরাহ করতে হবে এবং এ বিষয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় সাধন করতে হবে।

মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তারের মাধ্যমে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম পালনের জন্য শিক্ষকদের তার আওতাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ উল্লেখিত বিষয়গুলো পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ প্রধান শিক্ষকদের ২১-২৭ এপ্রিল সময়কালীন মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার দিয়ে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম পালনের জন্য নির্দেশনা প্রদান করবেন। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ নিজ নিজ ক্লাষ্টারের বিদ্যালয়সমূহে ক্ষুদে ডাক্তারদের দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমটি সুষ্ঠুভাবে প্রতিপালনের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন।

জেলা/উপজেলার সকল কর্মকর্তাকে দৈব চয়নের ভিত্তিতে বিদ্যালয়সমূহে উক্ত কার্যক্রম নিবিড়ভাবে পরিবীক্ষণ করতে হবে। শিক্ষকগণ যেন স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রমে অংশগ্রহণ করেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে চোর অপবাদ দিয়ে স্কুল শিক্ষক আক্তার হোসেন বাবুকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে প্রকাশ্যে লাঠি দিয়ে পেটানোর ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে আটকদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে শহীদ আলম এবং একই এলাকার খোরশেদ আলমের ছেলে সাইমন হোসেন ও শ্রাবণ।

পুলিশ জানায়, রোববার (১৪ এপ্রিল) রাতে ভুক্তভোগী আক্তারের ভাই মাসুদুর রহমান মাসুদ বাদী হয়ে সুমন ওরফে প্যাঁচা সুমনসহ ৮ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

পরে রাতেই পৌরসভার সমসেরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী আক্তার লক্ষ্মীপুর পৌর শহরের লাহারকান্দি এলাকার মৃত লকিয়ত উল্যাহর ছেলে।তিনি ঢাকার ক্যামব্রিজ স্কলারর্স স্কুলের শিক্ষক।

জানা গেছে, শুক্রবার (১২ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলীর পোল এলাকায় শিক্ষক আক্তারের ওপর বর্বর এ নির্যাতন চালানো হয়েছে।

এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

নির্যাতনের শিকার শিক্ষকের পরিবার জানান, ঈদের ছুটিতে বাড়িয়ে বেড়াতে আসেন স্কুল শিক্ষক বাবু। শুক্রবার রাতে পৌরসভার আইয়ুব আলী পোলের গোড়া এলাকায় ছোট ভাই মাসুদুর রহমানের বাসায় বেড়াতে যান তিনি। ডায়বেটিস থাকায় রাতে হাঁটতে বের হন বাবু। এ সময় প্যাঁচা সুমন, সাইমন হোসেন, অটোরিকশা চালক আলাউদ্দিন আলো, মমিন উল্যাহ ও সুমনসহ ১০ থেকে ১২ জনের একদল বখাটে ওই শিক্ষককে চোর অপবাদ দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে লাঠিপেটা করে। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

শিক্ষক পরিবারের অভিযোগ, বখাটেরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, শিক্ষককে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের ৪ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, রাত ১টার মধ্যে পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ এবং ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রাতে দেয়া সবশেষ ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

তবে ঢাকাসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪

ঢাকাঃ দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রতিদিনই তাপমাত্রা নতুন নতুন রেকর্ড করছে। সেই ধারাবাহিকতায় আজও সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় (পটুয়াখালীর কলাপাড়া) ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। খেপুপাড়ায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ১.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল(রোববার) খেপুপাড়ায় সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার রাঙ্গামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, আজ রাজধানী ঢাকার তাপমাত্রাও কিছুটা বেড়েছে। ঢাকায় আজ সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও নীলফামারী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪

ঢাকাঃ ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার সিলেবাসে চোখ বুলিয়ে আসা যাক। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানায়, শূন্য পদের তুলনায় প্রার্থীসংখ্যা বিপুল হওয়ায় লিখিত পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর বিধি-৭ অনুযায়ী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ২০০ নম্বরের এমসিকিউ টাইপ (MCQ Type) প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করে থাকে। ৩৪তম বিসিএস পরীক্ষা পর্যন্ত ১০০ নম্বরে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হতো। বিসিএস পরীক্ষা বিধিমালা-২০১৪-এর বিধানমতে, ৩৫তম বিসিএস পরীক্ষা থেকে ২০০ নম্বরের ২ ঘণ্টা সময়ে ১০টি বিষয়ের ওপর MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণের ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।

প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বর বণ্টন
১.বাংলা ভাষা ও সাহিত্য: ৩৫ নম্বর
২. ইংরেজি ভাষা ও সাহিত্য: ৩৫ নম্বর
৩. বাংলাদেশ বিষয়াবলি: ৩০ নম্বর
৪. আন্তর্জাতিক বিষয়াবলি: ২০ নম্বর
৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১০ নম্বর
৬. সাধারণ বিজ্ঞান: ১৫ নম্বর
৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: ১৫ নম্বর
৮. গাণিতিক যুক্তি: ১৫ নম্বর
৯. মানসিক দক্ষতা: ১৫ নম্বর
১০. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: ১০
মোট: ২০০ নম্বর।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে। এরপর পরীক্ষাকেন্দ্রের ফটক বন্ধ করে দেওয়া হবে। ৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪

শরীয়তপুরঃ জেলার নড়িয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে তিন দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের মামলায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈদের দিন বৃহস্পতিবার রাতের ঘটনায় গত শনিবার মামলা হলে সেদিন রাতেই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় নানাবাড়ি যাওয়ার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে তিন দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় শনিবার তার বড় বোন বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে নড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দোদুল সরদার, তুষার মাঝি, শাকিব ও নাহিদ নামের চার আসামিকে গ্রেপ্তার করে।

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী বলে, ঈদের দিন হেঁটে নানাবাড়ি যাচ্ছিলে সে। পথে দোদুল ও তুষার মাঝি তাকে জোর করে অটোরিকশায় করে সুরেশ্বর দরবার শরিফের কাছে একটি ঘরে নিয়ে আটকে রাখে। এ সময় পদ্মার চরে নিয়ে আগুনে পুড়ে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। গত শনিবার সকালে আরও তিন ব্যক্তির কাছে তাকে তুলে দেওয়া হয়। ওই তিনজনও তাকে ধর্ষণ করে। পরে তাকে একটি অটোরিকশায় উঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গত শনিবার ভুক্তভোগী কিশোরীর বোনের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আদালত তার জবানবন্দি গ্রহণ করেছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি.। প্রতিষ্ঠানটি ‘জুনিয়র অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি.

পদ ও বিভাগের নাম : আর্থিক প্রশাসন বিভাগ (জুনিয়র অফিসার)

আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয়

পদসংখ্যা : নির্ধারিত নয়

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : ১ থেকে ২ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল, ২০২৪

আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল, ২০২৪

কর্মক্ষেত্র : অফিস

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মস্থল : ঢাকা

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স

অন্যান্য যোগ্যতা : জুনিয়র অফিসারের জন্য সিএ (সিসি), স্বচালিত এবং প্রযুক্তিগত জ্ঞান, নেতৃত্ব দেওয়া যোগ্যতা, ভালো ও চমৎকার যোগাযোগ এবং আলোচনার সক্ষমতা থাকতে হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : এনসিসি ব্যাংক ভবন, ১৩/১ এবং ১৩/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহত্তম কৃষি-শিল্প গ্রুপ কাজী ফার্মস। প্রতিষ্ঠানটি ‘অফিসার/এক্সিকিউটিভ’ পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : কাজী ফার্মস গ্রুপ

পদ ও বিভাগের নাম : অফিসার/এক্সিকিউটিভ, গ্রাহক পরিষেবা

আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয়

পদসংখ্যা : নির্ধারিত নয়

কর্মস্থল : বাংলাদেশের যে কোন স্থানে

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : সর্বোচ্চ ২ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল, ২০২৪

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ তারিখ : ২৩ এপ্রিল, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : স্বনামধন্য ইনস্টিটিউট থেকে ভেটেরিনারি মেডিসিনের ডাক্তার (ডিভিএম) ডিগ্রি।

অন্যান্য অভিজ্ঞতা : পোল্ট্রি মার্কেটিং/টেকনিক্যাল সার্ভিসে (মেডিসিন এবং ডিওসি) পূর্বে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোসফট অফিস স্যুট ব্যবহারে দক্ষতা। চমৎকার যোগাযোগ, আলোচনা এবং আন্তঃব্যক্তিক দক্ষতা।

অন্যান্য সুবিধা : অভিজ্ঞতা ও যোগ্যতার সাথে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় প্যাকেজ দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন : উল্লিখিত মানদণ্ড পূরণকারী প্রার্থীদের সাম্প্রতিক ছবিসহ আপডেট করা সিভি [email protected]এ পাঠাতে হবে বা আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। যে পদের জন্য আবেদন করা হয়েছে তা অবশ্যই ই-মেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে।

ঠিকানা : বাড়ি # ৩৫ (নবম তলা), রোড # ২, ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৫

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪
magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram