বৃহস্পতিবার, ৯ই মে ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া জেলার গাবতলি উপজেলার এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ পাওয়া গেছে। দাখিল পরীক্ষায় ফেল করেও ভুয়া সার্টিফিকেট দিয়ে তিনি মাদ্রাসায় সহকারী মৌলভী পদে নিয়োগ বাগিয়ে পরবর্তী সহকারি সুপার এবং সুপার পদে নিয়োগ পান। জালিয়াতি করে শিক্ষকতায়  পেশায় আসা ঐ শিক্ষক হলেন মো: আব্দুল কাদের। তিনি মহিষাবান সরকার পাড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সুপার।

শিক্ষাবার্তা'র অনুসন্ধানে জানা গেছে, মোঃ আব্দুল কাদের সুপার পদে যে কাগজপত্র দাখিল করেছিলেন সে অনুযায়ী,  ১৯৬৪ ইং সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ ইং সালে সন্ধ্যাবাড়ি দারুল হাদিস নামে একটি মাদ্রাসা হতে দাখিল পাস করেন। বাস্তবে এই নামে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে নেই। তিনি ১৯৭৭ ইং সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত বাগবাড়ি ফাজিল মাদ্রাসা থেকে অংশগ্রহণ করে অকৃতকার্য হন। আব্দুল কাদেরের দেওয়া তথ্য মতে ১৯৬৪ সালে জন্মগ্রহণ করে তিনি ১৯৬৬ সালে মাত্র দুই বছর বয়সে স্কুলে ভর্তি হন এবং মাত্র ১২ বছর বয়সে দাখিল পাস করেন যা বাস্তবে অসম্ভব।

এছাড়াও আলিম পরীক্ষার পাশের সনদে দেখা যায, তিনি ১৯৭৮ ইং সালে গাইবান্ধা সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা হতে আলিম পাস করেন। তৎকালীন সমযে ইংরেজিতে ঢাকা বানান ছিল "Dacca" কিন্তু তার আলিম পরীক্ষার সনদে ঢাকা বানান "Dhaka" লিপিবদ্ধ করা আছে। ঢাকা বানানটি এরশাদ সরকারের সময় ১৯৮২- ১৯৮৩ ইং সালে সংশোধন করে "Dacca" এর পরিবর্তে "Dhaka" করা হয়। প্রাপ্ত তথ্য যাচাই করে সহজেই অনুমেয় হয় যে তিনি যে আলিম পরীক্ষার সনদ দেখিয়েছেন তা জাল।

মো: আব্দুল কাদের মহিষাবান সরকার পাড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসায় ০১-০৬-১৯৮১ ইং সালে সহকারী মৌলভী পদে যোগদান করেন। এরপর তিনি সহকারী মৌলভী থেকে সহকারি সুপার এবং সুপার পদে নিয়োগ প্রাপ্ত হয়ে নিজের পছন্দ মত ম্যানেজিং কমিটি করে প্রতিষ্ঠান পরিচালনা করেন।

আব্দুল কাদের এর জালিয়াতিমূলক কর্মকান্ড ও দুর্নীতিতে কেউ যেন বাধা প্রদান করতে না পারে সেজন্য ইতিপূর্বে একটি নির্বাচিত ম্যানেজিং কমিটি মোঃ আব্দুল কাদের এর মনমতো না হওয়ায় সেই কমিটির বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট অভিযোগ ও মামলা করে কমিটি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাস হতে দেয়নি। পরবর্তীতে তার মনমতো অ্যাডহক কমিটি পাস করে আনেন এবং ওই অ্যাডহক কমিটির সভাপতিকে দীর্ঘদিন সভাপতি বানিয়ে প্রতিষ্ঠানে নিজের ছেলেকে নিরাপত্তাকর্মীর চাকরি দেয়া এবং বিভিন্ন শিক্ষক কর্মকর্তা-কর্মচারীকে লাঞ্ছিত ও মানসিক নির্যাতন করেন। উল্লেখ্য যে, মো: আব্দুল কাদের উক্ত ভূয়া এবং জালিযাতিমূলক কাগজপত্র দ্বারা দীর্ঘদিন যাবত চাকুরী করে সরকারি অর্থ আত্মসাত করে ২৯-০২-২৪ ইং তারিখে চাকুরী হতে অবসর গ্রহণ করবেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুপার আব্দুল কাদেরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে মহিষাবান সরকার পাড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক সদস্য মো: মাসুম সরকার শিক্ষাবার্তা'কে বলেন, জালিয়াতি করে একটা মানুষ তার জীবন পার করে ফেললেন অথচ কেউ এটা নিয়ে কোন কথা তুললেন না। এই সুপার তার ইচ্ছে মত কমিটি করে আনেন। মাদ্রাসা বোর্ডের সিন্ডিকেট ব্যবহার করে তিনি যা ইচ্ছে করে যান। জালিয়াতির মাধ্যমে তিনি তার চাকরি জীবনে যে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাদ্রাসা অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করি।

জানতে চাইলে মহিষাবান সরকার পাড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসান মোহন শিক্ষাবার্তা'কে বলেন, এ বিষয়ের আমার কমিটির একজন সদস্য আমার কাছেও একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমি যতটুকু জানতে পারি তার সনদ জাল। তিনি অবসরে চলে গেছেন। এটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। একজন সভাপতি হিসেবে সংশ্লিষ্ট দপ্তর থেকে আমার কাছে কোন সহযোগিতা চান আমি সহযোগিতা করব। আমার বাবাও এই মাদ্রাসার শিক্ষক ছিলেন। আমার প্রতিষ্ঠানের স্বার্থে আমি এই বিষয়ে যেকোন সহযোগিতা করতে প্রস্তুত।

এ বিষয়ে গাবতলি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: তারিকুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

জানতে চাইলে বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হযরত আলীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছরের আলিম পরীক্ষা আগামী ৩০ জুন থেকে শুরু হবে। ১১ আগস্ট পর্যন্ত আলিমের তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ১২ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত আলিমের ব্যবহারিক পরীক্ষা চলবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) মাদরাসা শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ প্রফেসর মোহাম্মদ মাহবুব হাসান স্বাক্ষরিত আলিম পরীক্ষার এ সময়সূচী প্রকাশ করা হয়।

এছাড়াও জানানো হয়, সব মাদরাসা প্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে আলিম পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নির্দেশনা অনুযায়ী যথাসময়ে সম্পন্ন করতে হবে।

পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। লিখিত পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

দেশের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়কমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলাম ধর্মাবলম্বীদের দুই ঈদের মধ্যে প্রথমটির নাম ঈদুল ফিতর। আরবি চান্দ্র বর্ষপঞ্জির ৯ম মাস রমজানে ১ মাস উপবাস এবং ধর্মীয় আচার পালন শেষে এই ঈদের মধ্যে দিয়ে ফের স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করেন মুসলিমরা।

দশম মাস শাওয়ালের প্রথম চাঁদ উদয়ের পর থেকেই প্রকৃত অর্থে শুরু হয়ে যায় ঈদুল ফিতর উদযাপন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার (১০ এপ্রিল) ঈদ হবে।

শিক্ষাবার্তা ডটকম/জামান/০৯/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক অধ্যাপক আবু তালেব মোঃ মোয়াজ্জেম হোসেনকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (০৮এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া চৌধুরী স্বাক্ষরি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

তিনি ৩ বছরের বেশি সময় ধরে প্রেষণে ঢাকা শিক্ষা বোর্ডে কর্মরত ছিলেন। এর আগে তিনি বিএনপি-জামাত শাসনামলে ২০০৪ ঢাকা বোর্ডের উপ সচিব পদে প্রেষণে ছিলেন।

একই প্রজ্ঞাপনে আরও পাঁচ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৪

আল-মাহমুদ জিম, কুষ্টিয়া।।

আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি আগের মতো এখন আর চোখে পড়ে না। অথচ একসময় ঢেঁকি ছিল গ্রামীণ জনপদে চাল ও চালের গুঁড়া বা আটা তৈরি করার একমাত্র মাধ্যম। ঢেঁকির ধুপধাপ শব্দে মুখরিত ছিল গ্রামীণ জনপদ। কিন্তু এখন ঢেঁকির সেই শব্দ আর শোনা যায় না। কাঠের ঢেঁকি এখন গ্রামীণ জনপদের বিলুপ্তপ্রায় ঐতিহ্য।

জানা যায়, আগে প্রায় সবার বাড়িতে ঢেঁকি ছিল। ঢেঁকিছাঁটা চাল ও চালের গুঁড়ার পিঠার গন্ধে মন জুড়িয়ে যেত। কিন্তু এখন আর তা নেই। ঢেঁকি সাধারণত বরই, বাবলা ও জামগাছের কাঠ দিয়ে তৈরি করা হয়। সাড়ে তিন থেকে চার হাত দৈর্ঘ্য, আর পৌনে এক হাত চওড়া। মাথার দিকে একটু পুরু এবং অগ্রভাগ সরু। মাথায় বসানো থাকে এক হাত পরিমাণের কাঠের দস্তা। এর মাথায় লাগানো থাকে লোহার গুলা। এর মুখ যে নির্দিষ্ট স্থানে পড়ে সে স্থানকে গড় বলে। এই গড়ে ভেজানো চালে পাড় দিয়ে তৈরি করা হয় গুঁড়া।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সত্তরের দশকের পর ইঞ্জিনচালিত ধানভাঙা কল আমদানি শুরু হওয়ার পর গ্রামাঞ্চল থেকে ঢেঁকি বিলীন হওয়া শুরু হয়েছে। ঐতিহ্যবাহী ঢেঁকি ক্রমান্বয়ে বিলুপ্তির পথে। গ্রামের মানুষ ভুলে গেছেন ঢেঁকিতে ছাঁটা চালের স্বাদ। যান্ত্রিক সভ্যতা গ্রাস করেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাঠের ঢেঁকি শিল্পকে।

বাঙালি জীবনাচরণের আরেকটি বড় অংশ ছিল নবান্ন উৎসব। গ্রামাঞ্চলের মানুষের ভাষ্য, গ্রামে একসময় নতুন ধান ওঠাকে কেন্দ্র করে নবান্ন উৎসব হতো। সেই উৎসবে পরিবারের শিশু-কিশোররা কত আমোদ-আহ্লাদে নাচত আর গাইত। বাঙালি জীবনের এই উৎসবটার সঙ্গেও ছিল ঢেঁকির সম্পর্ক।

ঢেঁকিতে ছাঁটা চালের আটা থেকে তৈরি হতো নানা উপাদেয় রকমারি পিঠা। বাড়ি বাড়ি পিঠা তৈরির ধুম পড়ে যেত। একসময় গ্রামীণ জনপদে ‘ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া-দুলিয়া’ এ রকম নানা লোকগানের মাধ্যমে চালের গুঁড়া তৈরি করা হতো। গ্রামবাংলার নববধূ, কিষানি ও তরুণীরা নবান্ন উৎসবের জন্য বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন করত। ঢেঁকির ঢেঁকুর-ঢুঁকুর মিষ্টি-মধুর শব্দের সঙ্গে তাল মিলিয়ে মনের সুখে গান শুনতে শুনতে বৃদ্ধাদেরও চলত পান খাওয়ার আড্ডা, আজকাল যা কেবলই স্মৃতি।

তিনি বলেন, ঘণ্টায় তারা পাঁচ কেজি চালের গুঁড়া তৈরি করতে পারেন। ভোর ৪টা থেকে শুরু করেন কাজ। কোনো কোনো দিন চাল বেশি হলে সারা রাতও সময় দিতে হয়। এ কাজে ছেলে ও স্বামী আমিরুল ইসলাম ঢেঁকিতে পাড় দিয়ে তাকে সহযোগিতা করেন। তিনি জানান, সারা বছরই কম-বেশি তার এখানে চালের গুঁড়া তৈরি করতে মানুষ আসেন। গুঁড়া তৈরি করে সংসারে বাড়তি আয়ের জোগান দেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের গ্রামগুলোয় ঘুরেও এখন ঢেঁকির দেখা মেলে না। কালের বিবর্তনে ঢেঁকি এখন শুধু ঐতিহ্যের স্মৃতি বহন করে। দিন দিন ঢেঁকি বিলুপ্ত হলেও একে সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। আগামী প্রজন্মরা যাতে বাংলার এসব সংস্কৃতির সঙ্গে নিজেদের মেলবন্ধন স্থাপন করতে পারে, সেজন্য সরকারি বা বেসরকারিভাবে উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা

শিক্ষাবার্তা ডটকম/জামান/০৯/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুরঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও ওএমআর এর উত্তর প্রদানকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুশিল।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে মাদারীপুর জেলা পুলিশের সংবাদ সম্মেলন করে এ তথ্য দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২৯ মার্চ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৮টি কেন্দ্রে অবৈধভাবে মোবাইল ফোন ও ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করায় কয়েকজন ৭ শিক্ষার্থীকে আটক করা হয়।

পরে তাদের তথ্য মতে এই চক্রের সঙ্গে জড়িত থাকায় রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অসীম গাইন ও উজ্জ্বল সরকারের নাম পাওয়া যায়।

কিন্তু তাদের গ্রেপ্তার করা যায়নি। তবে প্রযুক্তির মাধ্যমে এ চক্রের সঙ্গে জড়িত রনি বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি রাজৈর উপজেলার নাগরদী গ্রামের হৃদকমল বিশ্বাসের ছেলে। প্রাথমিকভাবে তিনি প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৪/২০২৪

ঢাকাঃ এবার পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। খুলবে ১৫ এপ্রিল। তবে অনেকেই ৮-৯ এপ্রিল দুদিনের ছুটি নিয়ে ঈদের ছুটি জমিয়ে উপভোগ করছেন টানা ১০ দিন। সচিবালয় সূত্রে এ সব তথ্য জানা গেছে।

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই আবেদন করে দুদিন ছুটি নিয়েছেন।তারা ইতোমধ্যে যার যার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। যারা ছুটি পাননি তারা আজ অফিসে হাজিরা দিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

জানা গেছে, যে সব সরকারি কর্মচারী দুদিনের বাড়তি ছুটি নিয়েছেন, এবার তাদের ঈদের ছুটি শুরু হয়েছে ৫ এপ্রিল থেকে। কারণ, সরকারি ক্যালেন্ডারের হিসাব অনুসারে ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ৭ এপ্রিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ৮ ও ৯ এপ্রিল সরকারি অফিস আদালত ব্যাংক-বিমা খোলা থাকবে। তবে সে ক্ষেত্রে ৮ ও ৯ এপ্রিল দুই দিনের ছুটি নিলেই ১৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ভোগের সুযোগ রয়েছে।

কারণ ক্যালেন্ডার অনুযায়ী ১০, ১১ ও ১২ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি। আবার ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। তাই মাঝখানের মাত্র দুদিনের ছুটি নিয়েই একসঙ্গে ১০ দিন ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

যারা বাড়তি দুদিনের ছুটি নেননি, তাদের ঈদ এবং পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে পাঁচ দিনের ছুটি কার্যকর হচ্ছে বুধবার ১০ এপ্রিল থেকে। এ ব্ছর সংবাদপত্রেও ছুটি থাকছে ছয় দিন।

সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। এ কারণে ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশে কোনও সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে বিশেষ ব্যবস্থাপনায় দেশের অনলাইন গণমাধ্যম ও টেলিভিশনগুলো খোলা থাকছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৪

দিনাজপুরঃ পরিবারের জন্য ঈদের নতুন জামা কিনে বাসায় ফেরার পথে দিনাজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আতিয়ার রহমান নামের এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিরামপুর উপজেলার বিরামপুর-ডাঙ্গাপাড়া আঞ্চলিক সড়কের মণ্ডপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল হোসেন হাকিমপুর উপজেলার চেংগ্রাম এলাকার রইচ মণ্ডলের ছেলে। আহত আতিয়ার রহমান একই উপজেলার নয়ানগর এলাকার আছাব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় নয়ানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন বাবু জানান, বাবুল হোসেন ঢাকায় থাকতেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে বিরামপুর শহর থেকে পরিবারের সদস্যদের জন্য নতুন কাপড় নিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মণ্ডপ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুল হোসেন মারা যাযন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আতিয়ার রহমানকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন অভিযোগ দিলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৪

রাঙামাটিঃ জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই নতুন বাজার এলাকার একটি আবাসিক মেস থেকে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুনবাজারের কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নবী হোসেনের ভবনের তয় তলার একটি বন্ধ কক্ষের ভেতর থেকে সিলিং এর সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে থাকাবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম জাহিদ হাসান জয় (২২)। সে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেনোলজির শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ দত্তপাড়া গ্রামে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃত জয় ৩ তলার ঐ কক্ষে একাই ভাড়া থাকতেন। ওই কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে থাকলে পাশ্ববর্তী এলাকার মানুষরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আজ সকালে কক্ষের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে ৫/৬ দিন আগে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, আজ সকালে আমরা সংবাদ পাই কাপ্তাই নতুন বাজারের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সংবাদ পেয়েই আমরা ফোর্স পাঠাই এবং কক্ষ থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। বর্তমানে লাশ মর্গে আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৪

ঢাকাঃ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) দেশের সব বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেখানে ডিজিটাল ডিভাইস নকল রোধে পরীক্ষার সময় প্রার্থীদের কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পত্রসহ আগেই কমিশনের অনুমতি নিতে হবে।

সোমবার (৮ এপ্রিল) পিএসসির নির্দেশনায় বলা হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্যদিয়ে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে।

এতে বলা হয়, পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। এসএমএসের নির্দেশনা অনুসরণ করতে হবে। পরীক্ষার সময় প্রার্থীদের কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পত্রসহ আগেই কমিশনের অনুমতি নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রে কোনো প্রার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধিভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার জন্য ওই প্রার্থী অযোগ্য ঘোষিত হবেন।

এতে বলা হয়, ২৬ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে আসনগ্রহণ করতে হবে। এরপর পরীক্ষাকেন্দ্রের ফটক বন্ধ করে দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৪

ময়মনসিংহঃ জেলার ত্রিশাল উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সংলগ্ন কবির স্মৃতিবিজড়িত বটতলায় তাঁর নামে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ দুখুমিয়া বিদ্যানিকেতনে পড়াশোনা করত ইমন হাসান। কিন্তু সেখানে বেশি দিন পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি দুঃখী এই ছেলের। কাজের ফাঁকে নিয়মিত ক্লাস করতে না পারায় স্কুলের নিয়মের কঠোরতায় স্কুল বদলাতে হয়। বর্তমানে সে পাশের আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণিতে ভর্তি হয়েছে।

উপজেলার কালীর বাজার এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে ছিল ইমনদের বাড়ি। বেশ কয়েক বছর আগে নদীভাঙনের শিকার হয়ে জমিজমা ও বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয় তারা। জন্মের পর আর কখনো বাবার আদর-স্নেহ পায়নি সে। বাবা হারানো ইমনকে তার মা ফাতেমা আক্তার অন্যের বাড়ি এবং মেসে মেসে কাজ করে কিছুটা বড় করেন। নিজের পড়াশোনা চলাতে এবং মাকে সাহায্য করতে শিশু বয়সেই ইমন কাজে নেমে পড়ে। চা-স্টল, দোকান এমনকি মাছের আড়তেও কাজ করে সে। বর্তমানে ফুচকা বেচে এবং রিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। মাকে নিয়ে খেয়েপরে বাঁচার পাশাপাশি ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে নিতে সরকারের সহযোগিতা কামনা করে ইমন ও তার মা।

ইমন হাসান বলে, ‘জন্মের পর বাবাকে দেখিনি। শুনেছি বাবা মারা গেছেন। মা অন্যের বাসাবাড়ি এবং মেসে কাজ করে আমাকে মানুষ করেছেন। ব্রহ্মপুত্র নদে আমাদের জমাজমি, বাড়িঘর বিলীন হয়েছে। নিরুপায় হয়ে শিশুকাল থেকেই বিভিন্ন কাজ করে মাকে সহযোগিতা করছি। বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুচকা বেচি। বন্ধের সময় চালাই রিকশা। চেষ্টা করছি মাকে নিয়ে খেয়েপরে বেঁচে থাকতে এবং পড়াশোনাটা চালিয়ে যেতে। সরকারি-বেসরকারি কোনো সহযোগিতা পেলে আমার পড়াশোনা করে ভালোভাবে মানুষ হওয়ার স্বপ্নটা বেঁচে থাকত।’

ইমনের মা ফাতেমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে ছেলের জন্য। প্রত্যেক মা-ই চায় তার সন্তান লেখাপড়া করে ভালোভাবে মানুষ হোক। কিন্তু আমার ছেলের অনেক ইচ্ছা থাকলেও সে সেই সুযোগ পাচ্ছে না।’

এ বিষয়ে ত্রিশাল উপজেলা সদরের প্রিন্ট বাজারের কর্ণধার জিম্মানুল আনোয়ার বলেন, ‘ইমন অনেক সৎ ও কর্মঠ ছেলে। আমি পরিবার নিয়ে ক্যাম্পাসে ঘুরতে গেলে তার ফুচকার দোকান থেকেই ফুচকা খাই। রমজানে ফুচকার দোকান বন্ধ থাকায় সে এখন রিকশা চালাচ্ছে। জরুরি প্রয়োজনে সে অনেক সময় আমার কাছ থেকে টাকা ধার নেয় এবং সময়মতো পরিশোধও করে দেয়। এ অবস্থায় তার পড়াশোনা চালিয়ে যাওয়াটা কঠিন হচ্ছে। কোনো সহযোগিতার আওতায় এলে তার জন্য ভালো হতো।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৪

চাঁদপুরঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় ৪০ গ্রামে আগামীকাল ঈদ উদ্‌যাপিত হবে। ঈদ সামনে রেখে এরই মধ্যে এসব গ্রামের মুসল্লিরা নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকেই ঈদের জামাত শুরু হবে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার চাঁদপুরের ৪০ গ্রামে চাঁদরাত হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের অনুসারীরা।

হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মহরম আলী ওয়াক্ফ এস্টেট জামে মসজিদের মুসল্লি ও সাবেক কাউন্সিলর মো. হাবিব উল্লাহ জানান, সৌদির সঙ্গে মিল রেখে আজ চাঁদরাত ও কাল ঈদের নামাজ আদায় করা হবে।

সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, ‘আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবসহ আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্‌যাপনের নিয়ম চালু করেন।’

তিনি আরও বলেন, ‘খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হয়েছি, ইনশা আল্লাহ আগামীকাল আমাদের গ্রামে ঈদ।’

এ ছাড়া হাজীগঞ্জ উপজেলার সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা আগাম রোজা ও দুই ঈদ পালন করে আসছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৪

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram