বৃহস্পতিবার, ৯ই মে ২০২৪

বরিশালঃ জেলার উজিরপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টায় বাবুল কুমার জয়ন্ত (৪৫) নামের এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বাবুল কুমার জয়ন্ত হানুয়া দাশের হাট এলাকার ফকির কাজীর ছেলে সাইফুলকে প্রাইভেট পড়াতেন। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে প্রইভেট পড়াতে যান জয়ন্ত। বাসায় ছাত্র সাইফুল ও তার কলেজ পড়ুয়া বোন ফারজানা বৃষ্টি ছিলেন। সে সময় শিক্ষক জয়ন্ত বৃষ্টিকে কুপ্রস্তার দেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সাইফুলের সামনেই তার বোনে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন জয়ন্ত। এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষণ তাকে গ্রেপ্তার করেন।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন, কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আসামি বাবুল কুমার জয়ন্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম /০৩/০৪/২০২৪

যশোরঃ জাল নিবন্ধন সনদে ১৪ বছর ধরে চাকরি করে আসছিলেন যশোরের মনিরামপুরের বাহিরঘরিয়া-গোপালপুর আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক হাদিউজ্জামান। মামলা দায়েরের পর মঙ্গলবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অ্যাসিস্ট্যান্ড পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট বশির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বাহিরঘরিয়া-গোপালপুর আলিম মাদ্রাসায় ২০১০ সালের ১৫ জুন ইংরেজি বিভাগের প্রভাষক পদে নিয়োগ পান হাদিউজ্জামান। পরবর্তী সময়ে তিনি এমপিওভুক্ত হন। সেই থেকে ওই মাদ্রাসায় প্রভাষক হিসেবে তিনি চাকরি করে আসছেন। কিন্তু নিয়োগের পর হাদিউজ্জামানের দাখিলকৃত নিবন্ধন সনদটি জাল বলে অভিযোগ ওঠে। কিন্তু মাদ্রাসার আগের কর্তৃপক্ষকে ম্যানেজ করে চাকরি করে আসছিলেন হাদিউজ্জামান।

তবে ওই প্রতিষ্ঠানের বর্তমান গভর্নিং বডির সভাপতি ডা. আতিউর রহমান শিক্ষক হাদিউজ্জামানের জাল নিবন্ধন সনদের বিষয়ে ব্যবস্থা নিতে গত বছর ইউএনও জাকির হোসেনের কাছে লিখিত আবেদন করেন। এরপর সনদটি যাচাই-বাছাইয়ের জন্য গত বছরের ১৫ নভেম্বর এনটিআরসিএর চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়। যাচাই-বাছাই শেষে এনটিআরসিএ থেকে হাদিউজ্জামানের সনদটি ভুয়া ও জাল উল্লেখ করে তাঁর বিরুদ্ধে থানায় মামলার নির্দেশনা দিয়ে গত ১৮ জানুয়ারি মাদ্রাসায় পত্র পাঠান সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩) তাজুল ইসলাম। এরপর মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মালেক বাদী হয়ে গত ২৭ মার্চ হাদিউজ্জামানের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এদিকে জাল নিবন্ধন সনদে নিয়োগের বিষয়টি প্রমাণিত হওয়ার পরও হাদিউজ্জামানকে চাকরি থেকে বহিষ্কার না করায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ডা. আতিউর রহমান জানান, হাদিউজ্জামান কমিটির অধিকাংশ সদস্যকে ম্যানেজ করে ফেলায় তাঁকে বহিষ্কার করা দুরূহ হয়ে পড়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মালেক বলেন, হাদিউজ্জামানকে বহিষ্কারের বিষয়ে কয়েকটি সভা আহ্বান করা হলেও কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত হননি। তবে দু-এক দিনের মধ্যে আবারও এ বিষয়ে সভা ডাকা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৪/২০২৪

ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতির বিপক্ষে ৯৭ শতাংশ শিক্ষার্থীর অবস্থান বলে দাবি করেছেন ছাত্র রাজনীতিবিহীন ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বুয়েটের ড. এম এ রশীদ প্রশাসনিক ভবনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত দুই দিনব্যাপী জনমত নিরীক্ষণের জন্য, আমরা আমাদের নিজ নিজ ইনস্টিটিশনাল মেইলের ব্যবহার করে ছাত্ররাজনীতির পক্ষে বিপক্ষে অনলাইনে ভোট গ্রহণ করি। সর্বমোট ছাত্রসংখ্যা ৫৮৩৪ জন।

ছাত্ররাজনীতির বিপক্ষে সাক্ষর প্রদান করেছে ৫৬৮৩ জন। অর্থাৎ ৯৭ শতাংশ শিক্ষার্থীই ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে অবস্থান করছে। সুতরাং আমাদের অবস্থানের যথাযথতা এখানে প্রমাণিত।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বুয়েট সংকট: সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন এবং গণতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে’ ছাত্রদলের আয়োজিত সংবাদ সম্মেলনে বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ছাত্রদলের সংহতির বিষয়ে বুয়েট শিক্ষার্থীরা এ সময় বলেন, আমরা বুয়েট শিক্ষার্থীরা, ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে চলমান আন্দোলনের এই সংকটপূর্ণ মুহূর্তে ছাত্রদলের এমন বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করি এবং তাদের এই ‘রাজনৈতিকভাবে মদদপুষ্ট সংহতি’কে আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছি।

সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কোন একক ছাত্র সংগঠনের বিরুদ্ধে না বলে উল্লেখ করে বলা হয়, আমাদের এই অবস্থান সকল দল ও মতের ছাত্ররাজনীতির ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। এক্ষেত্রে উল্লেখ্য যে, বুয়েটে বর্তমানে কোনো লেজুড়বৃত্তি ছাত্র রাজনৈতিক দলেরই কার্যক্রম নেই। পাশাপাশি আমরা নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার বিরুদ্ধে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সোচ্চার ভূমিকার প্রতি সর্বদাই আস্থাশীল এবং সহযোগিতাপূর্ণ।

এ সময় আরো বলা হয়, হিজবুত তাহরীরের মতো নিষিদ্ধ মৌলবাদী সংগঠনের অস্তিত্বকেই আমরা সমর্থন করি না।

সেখানে এরূপ নিষিদ্ধ সংগঠনের সমর্থন বা সহানুভূতি গ্রহণ করার প্রশ্নই আসে না।

সংবাদ সম্মেলনে বর্তমান আন্দোলনে হস্তক্ষেপ অথবা আন্দোলনকে পুঁজি করে যেকোনো স্বার্থ সিদ্ধির চেষ্টা এবং একই সাথে আন্দোলনের প্রেক্ষাপটকে ভিন্ন খাতে প্রবাহিত করার যেকোনো সম্ভাব্য প্রচেষ্টাকে বুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে ধিক্কার জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ক্যাম্পাসে বর্তমানে, রাজনৈতিক মহল দ্বারা প্রভাবিত হাতেগোনা গুটিকতক বর্তমান এবং সাবেক শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনছে। প্রমাণ ছাড়া এমন বানোয়াট অভিযোগেরও তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করছি, তারা ক্ষুদ্র স্বার্থচিন্তা থেকে সরে এসে বৃহত্তর স্বার্থকে গ্রহণ করে নেবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পে পূর্ণকালীন প্রকল্প পরিচালক হিসেবে যোগদান করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।

বুধবার (৩ এপ্রিল) ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের কাছে তিনি সম্প্রতি যোগদানপত্র পেশ করেন। যোগদান শেষে তিনি ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং রূপান্তরে হিট প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতামূলক সম্পর্ক জোরদার হবে।

অধ্যাপক আসাদুজ্জামান চুয়েট থেকে ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি কোরিয়ার ইউনিভার্সিটি অব উলসান থেকে ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জলবায়ু প্রভাব প্রশমিতকরণে নবায়নযোগ্য শক্তি ও ওয়াইফাই সেন্সিং ভিত্তিক মাটির গুণমান এবং ফসলের বৃদ্ধি বিষয়ে গবেষণা পরিচালনা করেন।

এছাড়া, তিনি চুয়েটে আইআইসিটির পরিচালক, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) প্রতিষ্ঠাসহ বেসিক কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের সঙ্গে যুক্ত ছিলেন। স্কোপাসসহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার ৫৮টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ নেন।

উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয় গৃহীত পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। মোট প্রকল্প ব্যয়ের ৫০ দশমিক ৯৬ শতাংশ বহন করবে বাংলাদেশ সরকার। বাকি ৪৯ দশমিক ৪ শতাংশ বহন করবে বিশ্বব্যাংক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  শ্রুতিকটু ও নেতিবাচক অর্থ দাঁড়ায় এমন ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৩ এপ্রিল) নাম পরিবর্তন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের লালপুর উপজেলার গোদাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চোরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মাতৃছাঢ়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার চুলধরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

এভাবে দেশের বিভিন্ন জেলার ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শ্রুতিমধুর ও যৌক্তিক নাম করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৪

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ  ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। আগামী ৮ মে থেকে এই বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে।

বুধবার (৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস।

৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।

এরপর গত বছরের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, কর ১১ জন, সমবায়ে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ৭ জন, তথ্যে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পবিত্র রমজান, ঈদুল ফিরত ও পহেলা বৈশাখ মিলিয়ে বৃহস্পতিবার (০৪ এপ্রিল) থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১৩ দিনের ছুটি পাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

ঈদের ছুটির পর আগামী ১৭ এপ্রিল একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি প্রণয়ন করা হয়েছে।

এছাড়া, ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ ঈদুল ফিতর ও নববর্ষের উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ছুটিতে থাকবে। ১৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে।

গত ২৭ মার্চ ফোরকান উদ্দিন স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের চার বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এর মাত্রা আরও বাড়তে পারে। তাই ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

বুধবার (৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া এর মাত্রা আরও বাড়তে পারে।

তিনি বলেন, আজ বিকেল তিনটা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা একই সময় পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকা সত্ত্বেও কেন হিট অ্যালার্ট দেওয়া হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আগামী দুইদিন বাড়বে। আজ একটু কম হলেও বেড়ে যাবে। তাই হিট অ্যালার্ট দেওয়া হয়েছে।

চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ছয়টির মতো তাপপ্রবাহের শঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতিতীব্র। এতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়া্স ছাড়িয়ে যেতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৪

ঢাকাঃ দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই।

মঙ্গলবার (২ এপ্রিল) কৃষি গুচ্ছের উপাচার্যদের সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের প্রথম সভায় ১৩ জুলাই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

এ বিষয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা এক সপ্তাহ পেছানো হয়েছে। ভর্তি আবেদন শুরু এবং শেষের তারিখ ছাড়াও বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়েও আজ চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

গেল বছরগুলোতে ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও এ গুচ্ছে যুক্ত হয়েছে।

কৃষি গুচ্ছে থাকা আগের ৮টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৪

ঢাকাঃ  তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতি কেজিতে ৩ টাকা ৩৩ পয়সা কমেছে। এতে ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১৪৮২ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে ১৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অটো গ্যাস লিটার প্রতি ৬৬ দশমিক ২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার দুপুর ২টায় নতুন এ দর ঘোষণা করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন। নতুন এই দর আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

তবে বিইআরসির বেঁধে দেওয়া দামে খুচরা বাজারে এলপিজি গ্যাসের সিলিন্ডার দেশের কোথাও বিক্রি হয় না। কোম্পানি ভেদে অন্তত দুই থেকে আড়াই শ টাকা বাড়তি দামে গ্রাহককে এলপিজি সিলিন্ডার কিনতে হয়।

এর আগে, ২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর কোম্পানিগুলো ইচ্ছেমতো নির্ধারণ করতে পারত। পরে উচ্চ আদালতের নির্দেশে এক নির্দেশনার পর থেকে বিইআরসি এলপিজির দাম প্রতি মাসে ঘোষণা করে। সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে এলপিজির ভিত্তিমূল্য ধরে খুচরা পর্যায়ে দাম ঘোষণা করে বিইআরসি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৪

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ  চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মে মাসে প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। মে মাসের শুরুর দিকে ফল প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয়, সেদিন থেকে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও এই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, গত ১২ মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। সে হিসেবে ১২ মে’র মধ্যে এসএসসি’র ফল প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন। খাতা মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে। এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন, প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি ৯, ১০ অথবা ১১ মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাব। ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে। ১২ মে’র মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান ওই সদস্য।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়ার জন্য ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় দিচ্ছেন। ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী এসএসসি, ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী দাখিল ও ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ১৬ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৪

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram