website page counter প্রাথমিকে গ্রেড উন্নয়ন হলেও কমে যাবে বেসিক! - শিক্ষাবার্তা ডট কম

মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২০ ইং, ৬ই ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ

প্রাথমিকে গ্রেড উন্নয়ন হলেও কমে যাবে বেসিক!

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বেড়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন গ্রেড হয়েছে ১৩তম।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা ইশরাত স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বেতন গ্রেড বৃদ্ধির এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকেই শিক্ষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন গ্রুপে টুঁ মারলেই চোখে পড়ছে বিভিন্ন আলোচনা সমালোচনা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ‘প্রাথমিক শিক্ষক বাতায়ন’ নামে একটি ফেসবুক গ্রুপে মাহবুবুর রহমান নামে একজন লিখেছেন, ‘১৩ তো হলো কিন্তু ফিক্সেসন কোন নিয়মে হবে। যদি বর্তমান নিয়মে হয় আমার ৯৬০ টাকা বেসিক কমে যাবে। আর উচ্চধাপে হলে ২০ টাকা বাড়বে। আপনার?’

প্রাথমিক শিক্ষকদের সমন্বয়ে গঠিত ফেসবুক গ্রুপে যথাসম্ভব নজর রাখে। এছাড়া প্রাথমিক শিক্ষকদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে নিউজ প্রচার করে থাকে। অনলাইন ভার্সনের শুরু থেকেই দেশের শিক্ষকদের দাবি দাওয়া ও বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক নিউজ প্রকাশ করাতে শিক্ষাবার্তা শিক্ষকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

এই বিভাগের আরও খবরঃ