website page counter সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে বোমা ফাটালেন তসলিমা - শিক্ষাবার্তা ডট কম

সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২০ ইং, ৭ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ

সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে বোমা ফাটালেন তসলিমা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলা। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার মা–বাবা, ভাইবোন এবং সৃজিতের পরিবারের মানুষজন। আরও ছিলেন এই দুই তারকার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।

নতুন দম্পতিকে সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন জানাচ্ছেন অনেকেই। এবার সৃজিত মিথিলার বিয়ে নিয়ে লিখেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমা নাসরিন লিখেছেন, ‘সৃজিতকে জানি তার ছবি দেখে। মিথিলা সম্পর্কে কিছুই জানতাম না। কাল ফেসবুকে দুজনের বিয়ের খবর পড়ার পর মিথিলা কে সে তথ্য গুগল করে পেয়েছি। ব্যাপারটা চমৎকার। এই প্রেমটা। সৃজিত মিথিলার প্রেম। হিন্দু মুসলমানের প্রেম। শুধু প্রেমই নয়, বিয়েও। পুব আর পশ্চিমের মিলন। এসব যত বেশি ঘটবে, তত উড়বে ধর্ম, ঘুচবে সংস্কার, ছিঁড়বে কাঁটাতার, মরবে বিদ্বেষ।’

এই বিভাগের আরও খবরঃ