website page counter সাড়ে ৩৫ কোটি নতুন বই বই উৎসবে - শিক্ষাবার্তা ডট কম

সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২০ ইং, ৭ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ

সাড়ে ৩৫ কোটি নতুন বই বই উৎসবে

২০২০সালের ১ জানুয়ারি ৪ কোটি ২ লাখ ৭২২ হাজার ৭৭ জন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করবে সরকার। বই বিতরনের জন্য প্রস্তুত ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭টি নতুন বই। ডেইলি সান

শিক্ষার্থীদের যাতে বছরের শুরুতে ক্লাস করতে পারে সে লক্ষ্যে সারা বছর বইয়ের উৎসব আয়োজন করে নতুন বছরের প্রথমে বিতরণ করা হয়। আর তারই প্রস্তুতি নিয়েছে জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

সরকার বই উৎসবের মাধ্যমে ২০১৯ সালের প্রথম দিনে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে প্রায় ৩৫ কোটি ২২ লাখ বই বিতরণ করেছিলো।

এনসিটিবি কর্মকর্তারা জানিয়েছেন, ১লা জানুয়ারি বই উৎসবকে সামনে রেখে দেশের প্রতিটি উপজেলায় নতুন পাঠ্যপুস্তক মুদ্রণ ও প্রেরণসহ যাবতীয় কাজ শেষ করেছেন তারা।

এই বিভাগের আরও খবরঃ