website page counter ভিপি নুর তালা ভেঙে রুমে প্রবেশ করলেন - শিক্ষাবার্তা ডট কম

রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২০ ইং, ৬ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ

ভিপি নুর তালা ভেঙে রুমে প্রবেশ করলেন

 তালা ভেঙে ৫ ঘণ্টা পর নিজ কক্ষে প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

বুধবার সন্ধ্যার দিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তালা ভেঙে ফেলেন ভিপি নূর।

এসময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, সংগঠনের যুগ্ম-আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হাসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে, এদিন বেলা ১১টার দিকে তার কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। নুরের দাবি, তালা খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েও তিনি পাননি। পরে নিজেই তালা ভেঙে নিজ কক্ষে প্রবেশ করেন।

তারা জানান, নেতাকর্মীদের নিয়ে ভিপি নুর প্রথমে তালা ভাঙতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা চাওয়া হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা না পেয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে তালা ভেঙে কক্ষে প্রবেশ করেন নুর।

বিষয়টি নিশ্চিত করে মো. রাশেদ খান জানান, প্রক্টরকে তালা খুলে দেওয়ার জন্য তার অফিসে গেলে তিনি ভিপি ও আমাদের সাথে অশোভন আচরণ করে। এমনকি আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র হওয়ার পরেও আমাদের অছাত্র বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন, প্রশাসনের কাছে তালাবদ্ধ কক্ষে প্রবেশের সহায়তা চাওয়ার পরেও কোন সহায়তা না পেয়ে অবশেষে ভিপি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তালা ভেঙে তার রুমে প্রবেশ করেন।

এই বিভাগের আরও খবরঃ