[বি. দ্র. : সঠিক উত্তরের বর্ণসংবলিত বৃত্তটি বলপয়েন্ট কলম দ্বারা ভরাট করো। সব প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান ১]
১। কোনটি বর্ণহীন গ্যাসের মিশেল?
ক) বাতাস খ) আকাশ গ) চাঁদ ঘ) সূর্য
২। ভোরে বা সন্ধ্যায় আকাশে দেখা যায়—
i) রঙের বন্যা ii) বিভিন্ন রঙের খেলা iii) ধ্রুবতারা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) ii ও iii
৩। বাঙালির ঘর কখন পরিপূর্ণতা লাভ করে?
ক) ধন-সম্পদে খ) স্বাধীনতায় গ) ভাষার স্বাধীনতায়
ঘ) শিশুর মধুর হাসিতে
৪। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বেশি দৃশ্যমান হয়—
i) গ্রামে ii) বনজঙ্গলে iii) শহরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i, ii ও iii গ) i ও iii ঘ) ii ও iii
৫। বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে—
ক) অধিক জনসংখ্য খ) পশুপাখির সংখ্যা বৃদ্ধি গ) নিম্ন জীবনযাত্রার মান ঘ) দরিদ্রতা
৬। নীল আকাশে কে পাখা মেলেছে?
ক) সোনালি চিল খ) কোকিল গ) শালিক ঘ) ঘুঘু
৭। ফাগুনকে খুব ভীষণ দুঃখী মাস বলা হয়েছে কারণ—
i) দুঃখের ইতিহাসের স্মৃতিবিজড়িত ii) ভাষাশহীদেরা জীবন উৎসর্গ করেছেন বলে
iii) শহীদপুত্রের কথা স্মরণ করে মায়ের চোখে জল আসে বলে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii
৮। আল মাহমুদের লেখা উপন্যাস কোনটি?
ক) ডাহুকী খ) ময়ূরীর মুখ গ) সোনালী কাবিন ঘ) কালের কলস
৯। বায়ুমণ্ডলে যেসব উপাদান বিদ্যমান থাকে—
i) গ্যাস ii) পানির বাষ্প iii) ধূলিকণা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। বায়ুমণ্ডলে কয়টি বর্ণহীন গ্যাস আছে?
ক) ১০টি খ) ২০টি গ) ৩০টি ঘ) পাঁচটি
১১। অনাথ শিশুদের জন্য মাদার তেরেসা কী প্রতিষ্ঠা করেন?
ক) নবজীবন আবাস খ) অনাথ আশ্রম গ) সেবা সংঘ ঘ) শিশুভবন
১২। ‘লরোটো সিস্টার্স’ কোথায় অবস্থিত?
ক) খুলনায় খ) দার্জিলিংয়ে গ) কলকাতায় ঘ) ঢাকায়
১৩। মাদার তেরেসা গাউন ছেড়ে কী পরলেন?
ক) সালোয়ার-কামিজ খ) ঘাগরা গ) শাড়ি ঘ) ধুতি
১৪। কোন ধরনের নৌকার চিত্র পাটায় তুলে ধরা হয়?
ক) ময়ূরপঙ্খি খ) উড়ালপঙ্খি গ) ছোট নৌকা ঘ) ইঞ্জিনচালিত নৌকা
১৫। পালমশাই জয়নুল আবেদিনকে কী বলে ডেকেছেন?
ক) জয়নাল খ) জয়নুল গ) জোইনুল ঘ) জনাল
১৬। প্রাচীনকালে মখমলের কাপড় কারা পরত?
ক) মেয়েরা খ) ছেলেরা গ) রাজারা ঘ) যুবক-যুবতিরা
১৭। সাধারণ পরিবারের মেয়েরা কী পরত?
ক) বড় বড় দুল খ) কচি কলাপাতার মাকড়ি গ) স্বর্ণের দুল ঘ) নকল স্বর্ণের দুল
১৮। বিয়েবাড়িতে বা উৎসবে মানুষ কিসের মাংস খেত?
ক) হরিণের খ) ছাগলের গ) গরুর ঘ) মুরগির
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ঢাকার মসলিন এককালে মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট একটি আংটির ভেতর দিয়ে অনায়াসে কয়েক শ গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল।
১৯। উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) কতকাল ধরে খ) তোলপাড় গ) মাদার তেরেসা ঘ) কত দিকে কত কারিগর
২০। উদ্দীপক ও পঠিত রচনায় যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো—
i) ঐতিহ্য ii) দক্ষতা iii) শিল্পনিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। একটি দেশের স্বাধীনতা অর্জনের জন্য সর্বাগ্রে প্রয়োজন—
ক) একজন নেতা হওয়া খ) দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া গ) শিক্ষিত হওয়া ঘ) দলীয় সদস্য হওয়া
২২। ফাগুন মাসে কারা পথে নামে?
ক) ভাইয়েরা খ) বোনেরা গ) শত্রুরা ঘ) বন্ধুরা
২৩। ফাগুন মাসে কিসের আগুন জ্বলে?
ক) লাল আগুন খ) নীল আগুন গ) সবুজ আগুন ঘ) মিটি মিটি আগুন
২৪। মানুষ আত্মত্যাগে অনুপ্রাণিত হয়—
i) মনে সাহস থাকলে ii) মহৎ কিছু সৃষ্টির জন্য iii) ইতিহাসে নিজের নাম লেখানোর জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) ii ও iii
২৫। নয়নের বাবা কোন এলাকায় মুক্তিযুদ্ধ করেছিলেন?
ক) খুলনা খ) বরিশাল গ) ভোলা ঘ) ফরিদপুর
২৬। নয়নদের বাড়ির গেটের বাইরে কোন ফুলগাছ ছিল?
ক) কদম খ) গোলাপ গ) জুঁই ঘ) কামিনী
২৭। নীল রঙের হাফপ্যান্ট ও হাফশার্ট পরা লোকটি কে ছিল?
ক) মাহতাব উদ্দিন খ) রায় বল্লভ রায় গ) একজন রাজাকার ঘ) একজন মুক্তিযোদ্ধা
২৮। ‘চিন্তাশীল’ কোন ধরনের রচনা?
ক) গল্প খ) নাটিকা গ) ছড়া ঘ) কবিতা
২৯। আব্দুল আজিজকে হত্যাকারী লোকটি কোন সম্পদ্রায়ের?
ক) মুতাযিলা খ) সুন্নি গ) শিয়া ঘ) খারেজি
৩০। সহজে খাবার নষ্ট হয় না কোন দেশে?
ক) যুক্তরাষ্ট্রে খ) শীতপ্রধান দেশে গ) ইংল্যান্ডে ঘ) ইন্দোনেশিয়ায়
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ক ৬. ক ৭. গ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. গ. ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. গ ২৪. খ ২৫. খ ২৬. ঘ ২৭. খ ২৮. খ ২৯. গ ৩০. খ।
মন্তব্য