website page counter নিবন্ধনের চূড়ান্ত ফল জানুয়ারিতে - শিক্ষাবার্তা ডট কম

শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০১৯ ইং, ২৮শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

নিবন্ধনের চূড়ান্ত ফল জানুয়ারিতে

১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল জানুয়ারিতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন।

তিনি জানান, ভাইভা শেষ হবে ৫ জানুয়ারি। ৬ জানুয়ারি থেকে প্রার্থীদের যাচাই-বাছাই শুরু হবে। এতে এক সপ্তাহ নাগাদ সময় লাগতে পারে। এরপর যেকোনো সময় ফল প্রকাশ করা হবে।

১৫ তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শুরু হয় ১২ ই নভেম্বর। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। গতবারের চেয়ে এ বছর বোর্ডের সংখ্যা বাড়িয়েছে এনটিআরসিএ।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কুল ও কলেজ পর্যায়ের ১৩ হাজার ৩৪৫ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন। গত ২৬ ও ২৭ জুলাই ১৫ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরও খবরঃ