উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে ওসমানীনগরের ‘বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজ’ গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল অনুষ্ঠিত নির্বাচনে কলেজ শাখায় অভিভাবক সদস্য পদে সর্বাধিক ভোট পেয়ে ঝনিক লাল দেব ও খালিছ মিয়া এবং স্কুল শাখায় মোঃ তোফাজ্জুল ইসলাম ও আবদুল মজিদ নির্বাচিত হয়েছেন। কলেজ শাখায় নির্বাচিতদের সাথে প্রতিদ্বন্ধিতায় ছিলেন মোঃ ছইদুর রহমান চৌধুরী ও আপ্তাব মিয়া এবং স্কুল শাখায় গোপাল চন্দ্র দেব, গৌছ মিয়া, মোঃ শাহীন মিয়া ও রথীন্দ্র চক্রবর্ত্তী তপন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্ত্তী।