website page counter পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল প্রধান শিক্ষিকার - শিক্ষাবার্তা ডট কম

শনিবার, ৬ই ডিসেম্বর, ২০১৯ ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

অনলাইন ডেস্ক :

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় কর্তব্যপালনের জন্য বের হয়েছিলেন পটিয়ার মেহেরআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া (৩৮)। পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে সহকর্মীর জন্য তিনি অপেক্ষা করছিলেন। এ সময় গ্যাসলাইনের বিস্ফোরণ ঘটনায় অ্যানি দেয়ালের নিচে চাপা পড়ে প্রাণ হারান।

নিহত অ্যানি পটিয়ার উনাইনপুরার পলাশ বড়ুয়ার স্ত্রী। পলাশ বড়ুয়া শিকলবাহা তাপ বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপ্রকৌশলী। এই দম্পতির অষ্টম ও তৃতীয় শ্রেণি পড়ুয়া দুই ছেলে আছে।

অ্যানির ছোট ভাই অনিক বড়ুয়া বলেন, ‘স্কুলে প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রে তার দিদির দাত্বি পালনের কথা ছিল। সকালে স্কুলে যেতে বাসা থেকে বের হয়। এসময় হঠাৎ বিকট শব্দে বড়ুয়া বিল্ডিংয়ের দেয়াল ভেঙে পড়লে চাপা পড়ে দিদি।’

নিহত অ্যানির স্বামী পলাশ বড়ুয়া জানান, সকালে পিইসি পরীক্ষায় কর্তব্যপালনের জন্য বের হয়েছিলেন অ্যানি। সকালে বাসা থেকে বেরিয়ে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে গ্যাসলাইনের বিস্ফোরণে দেয়ালের নিচে চাপা পড়েন

এই বিভাগের আরও খবরঃ