website page counter বেতন বৈষম্য: ১১৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি - শিক্ষাবার্তা ডট কম

সোমবার, ১৮ই নভেম্বর, ২০১৯ ইং, ৩রা অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

বেতন বৈষম্য: ১১৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১১৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতির কর্মসূচি পালন করেছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করেছেন বলে জানা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন ক্লাস হয়নি। এসময় ছাত্রছাত্রীদের স্কুল প্রাঙ্গণে এলোমেলো ঘুরাঘুরি করতে দেখা যায়।

জানা যায়, ১৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্যপরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

কেন্দ্রীয় ঐক্যপরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফুলপুর উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম জানান, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তিনি জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।

কেন্দ্রীয় নেতা আবুল কাসেম সারাদেশে শান্তিপূর্ণ ও সফলভাবে এ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলপুর উপজেলা শাখার এক অংশের সভাপতি মো. আব্দুস সালামও একই তথ্য জানান।

এই বিভাগের আরও খবরঃ