website page counter রবিবার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় - শিক্ষাবার্তা ডট কম

সোমবার, ১৮ই নভেম্বর, ২০১৯ ইং, ৩রা অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

রবিবার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলছে রবিবার (১৩ অক্টোবর)। বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে এদিন থেকে।

বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় গত ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৫ দিন বন্ধ ছিলো। শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটি থাকায় মোট নয় দিনের ছুটি পান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

স্বল্প এই ছুটিতে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের হলগুলো পূজার বন্ধেও খোলা ছিলো।

এদিকে ছুটি শেষে শিক্ষার্থীরা দুর্গোৎসব উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠতে শুরু করেছে ক্যাম্পাস।

এই বিভাগের আরও খবরঃ