website page counter জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা - শিক্ষাবার্তা ডট কম

শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২০ ইং, ১১ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন

১৬.দেশে জনসংখ্যানীতি প্রণয়নের লক্ষ্য হলো-

ক.দেশের আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করা

খ.দেশের প্রথম শ্রেণির নাগরিকদের জীবনমানের উন্নতি

গ.জনসংখ্যা বৃদ্ধি করা

ঘ.শুধু দারিদ্র্য জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি

১৭। বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য হলো-

i.শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা

ii.পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করা

iii..দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক ?

ক. i, ও iii খ. i,ii ও iii গ. i ও ii ঘ. i

১৮। জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের শ্লোগান কোনটি ?

ক. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট

খ. ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট

গ. ছেলে হোক মেয়ে হোক তিনটি সন্তানই যথেষ্ট ঘ. একটি ছেলে ও একটি মেয়ে সন্তানই যথেষ্ট

১৯। প্রতিবছর বাংলাদেশে জনসংখ্যা দিবস পালিত হয় কবে ?

ক. ৫ ফেব্রুয়ারি খ. ৪ ফেব্রুয়ারি

গ. ৩ ফেব্রুয়ারি ঘ. ২ ফেব্রুয়ারি

২০। নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য অগ্রাধিকার দেয়া হয়েছে –

ক.প্রাথমিক শিক্ষাকে খ. মাধ্যমিক শিক্ষাকে

গ. উপানুষ্ঠানিক শিক্ষাকে

ঘ. প্রাথমিক ও গণশিক্ষাকে

২১। সরকার কত সালের মধ্যে নিরক্ষরতা দূর করতে অঙ্গীকারাবদ্ধ ?

ক. ২০১৭ খ. ২০১৬ গ. ২০১৫ ঘ. ২০১৪

২২। সরকার কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ ?

ক.২০১৫ খ. ২০১৬ গ. ২০১৭ ঘ. ২০১৮

২৩। সরকার নারীশিক্ষা প্রসারে কী পদক্ষেপ নিয়েছে ?

i.প্রাথমিক স্তরে বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ

ii. মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ

iii. মেয়েদের উপবৃত্তি প্রদান

নিচের কোনটি সঠিক ?

ক. i, ও iii খ. i,ii ও iii গ. i ও ii ঘ. i

২৪। কোথায় বিয়ের রেজিস্ট্রি হয় ?

ক. কোর্টে খ.মসজিদে গ. কাজি অফিসে

ঘ. ইউনিয়ন পরিষদে

২৫। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু করা হয়েছে কেন ?

ক. শিক্ষার হার বাড়ানোর জন্যে খ. নিরক্ষরতা দূর কারার জন্যে গ.পরিবার ছোট রাখার জন্যে ঘ.জনসংখ্যা বাড়ানোর জন্যে

২৬। শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে?

ক. ২০০৯ খ ২০১০ গ. ২০১১ ঘ.২০১২

২৭। বর্তমানে নারীরা কোন শিল্পে বেশিসংখ্যায় অংশ নিচ্ছে ?

i. পোশাকশিল্প ii. কারুশিল্প

iii. কুটিরশিল্প

নিচের কোনটি সঠিক ?

ক. i, ও iii খ. i,ii ও iii গ. i ও ii ঘ. i

২৮। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ? ক.বীমা কোম্পানি খ. বেসকারি ব্যাংক

গ. বেসরকারি এনজিও ঘ. প্রিন্টিং মিডিয়া

২৯। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কারা বাংলাদেশের মানুষকে পুনর্বাসনের মাধ্যমে তাদের কাজ শুরু করে?

ক. বেসরকারি ব্যাংক খ.বীমা কোম্পানি

গ. বেসরকারি এনজিও ঘ. দাতা সংস্থা

৩০। নিচের কোনটি কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের কাজ ?

ক. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা

খ. সমাজ সচেতন করা গ. ভিন্ন মানসিকতা তৈরি ঘ. বিয়ে রেজিস্টেশন করানো

৩১। জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন কাজটি এনজিও করে থাকে ?

ক. বাল্যবিবাহ রোধে উত্সাহী করা

খ. তাড়াতাড়ি বিয়েতে উত্সাহ দেয়া

গ. বহুবিবাহে উদ্বুদ্ধকরণ

ঘ. বিবাহ না করতে পরামর্শ প্রদান

৩২। বেসরকারি সংস্থাগুলো জনসংখ্যা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিও জন্যে কোন উপকরণগুলো ব্যবহার করে থাকে ?

i. সাময়িকী ii. নিউজলেটার iii. পোস্টার

নিচের কোনটি সঠিক ?

ক. i, ও iii খ. i,ii ও iii গ. i ও ii ঘ. i

উত্তরমালা ঃ ১৬। ক ১৭। খ ১৮। ক ১৯। ঘ ২০। ঘ ২১। ঘ ২২। ক ২৩। খ ২৪। গ ২৫। গ ২৬। খ ২৭। খ ২৮। গ ২৯। গ ৩০। ক ৩১। ক ৩২। খ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

এই বিভাগের আরও খবরঃ